মাধ্যমিক জীবন বিজ্ঞান
প্রথম অধ্যায়
প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সম্বনয় - স্নায়ুতন্ত্র
নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
- মানুষের এক নেত্র দৃষ্টি দেখা যায়।
উত্তর : মিথ্যা
- সাইনোভিয়াল তরল থাকে সচল অস্থিসন্ধিতে।
উত্তর : সত্য
- স্নায়ু কোষের নিউরেলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়রের পর্ব গঠন করে।
উত্তর : সত্য
- হৃদস্পন্দন ও ক্ষুদ্রান্তের বিচলন নিয়ন্ত্রনকারী মস্তিষ্কের অংশ হলো মেডালা অবলংগাটা
উত্তর : মিথ্যা
- অ্যাক্সন স্নায়ু সংবেদন বহন করে।
উত্তর : সত্য
- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণীকে মেনিনজেস বলে।
উত্তর : সত্য
- ডেনড্রন স্নায়ু সংবেদন গ্রহণ করে।
উত্তর : সত্য
- মানব মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হলো পনস।
উত্তর : মিথ্যা
- প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় অগ্রমস্তিষ্ক দ্বারা।
উত্তর : মিথ্যা
- হাঁচি ও কাশি সহজাত প্রতিবর্ত ক্রিয়া।
উত্তর : সত্য
- মায়োপিয়াতে ব্যবহৃত প্রতিবিম্ব চোখের রেটিনার পশ্চাতে গঠিত হয়।
উত্তর : মিথ্যা
- অক্সিন নিউরনের চেষ্টীয় প্রবর্তক।
উত্তর : মিথ্যা
- সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না।
উত্তর : সত্য
- অ্যাক্সনের সর্বপেক্ষা বাইরের স্তরকে অ্যাক্সোলেমা বলে।
উত্তর : মিথ্যা
- রড কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে।
উত্তর : মিথ্যা
- ভেগাস স্নায়ুর একটি মিশ্র স্নায়ু।
উত্তর : সত্য
- দুটি নিউরনের সংযোগস্থলকে রেনভিয়র পর্ব বলে।
উত্তর : মিথ্যা
বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখ :
বাম স্তম্ভ
২.১ দ্বিনেত্র দৃষ্টি
২.২ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ অংশ
২.৩ সাইন্যাপস
২.৪ স্বোয়ান কোষ
ডান স্তম্ভ
(ক) সেরিবেলাম
(খ) পেঁচা
(গ) নিউরনের অ্যাক্সন
(ঘ) দুটি নিউরনের সংযোগস্থল
উত্তরঃ ২.১ দ্বিনেত্র দৃষ্টি - (খ) পেঁচা
২.২ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ অংশ - (ক) সেরিবেলাম
২.৩ সাইন্যাপস - (ঘ) দুটি নিউরনের সংযোগস্থল
২.৪ স্বোয়ান কোষ - (গ) নিউরনের অ্যাক্সন
আরোও পড়ুন : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ