মাধ্যমিক জীবন বিজ্ঞান
প্রথম অধ্যায়
প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সম্বনয় - স্নায়ুতন্ত্র
নিচের বাক্যগুলি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
- মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনমতো পরিমার্জন করার পদ্ধতিকে __________ বলে।
উত্তর : উপযোজন
- স্নায়ুতন্ত্রের গঠনগত এককের নাম হলো __________।
উত্তর : নিউরোন
- হাইপারমেট্রোপিয়া সংশোধন করা হয় __________ দ্বারা।
উত্তর : উত্তল লেন্স
- মানব মস্তিষ্কের তিন স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে __________ বলে।
উত্তর : মেনিনজেস
- দশম করোটিক স্নায়ুর নাম হল __________ স্নায়ু।
উত্তর : ভেগাস
- সাইনোভিয়াল গহ্বর অংশটি একপ্রকার __________ পদার্থ পূর্ণ থাকে।
উত্তর : তরল
- লঘু মস্তিষ্কের দুটি গোলার্ধের মধ্যে সংযোগ স্থাপনকারী স্নায়ুযোজকের নাম __________।
উত্তর : ভারমিস
- অ্যাক্সনের সাইটোপ্লাজমকে বলে __________।
উত্তর : অ্যাক্সোপ্লাজম
- লঘু মস্তিষ্কের অঙ্কীয় তালে সুস্পষ্ট একটি ছোট উত্তর অংশে দেখা যায় একে __________ বলে।
উত্তর : পনস
- মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হলো __________।
উত্তর : গুরু মস্তিষ্ক
- প্রাকসন্নিধি অঞ্চলে স্নায়ু স্পন্দন পৌঁছালে সন্নিধি থলি থেকে __________ নির্গত হয়।
উত্তর : নিউরোহিউমর
- দুটি নিউরোনের সংযোগস্থলকে __________ বলে।
উত্তর : সাইন্যাপস
- আইরিশের মাঝখানে অবস্থিত ছিদ্রকে __________ বলে।
উত্তর : পিউপিল
- প্রতিবর্ত ক্রিয়ার প্রধান কেন্দ্র হল ___________।
উত্তর : সুষুম্নাকাণ্ড
- প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় __________ দ্বারা।
সুষুম্নাকাণ্ড
- মায়োপিয়া হলে __________ লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হয়।
উত্তর : অবতল
- সুষুম্নাকান্ডের গহ্বরটি হল _________।
উত্তর : নিউরোসিল
- মানব দেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা হল __________।
উত্তর : ৩১ জোড়া
- _________ পেশি মানুষের চোখের বক্রতার ভারসাম্য বজায় রাখে।
উত্তর : সিলিয়ারি
- রেটিনার __________ বিন্দুতে সবথেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়।
উত্তর : পীত
আরোও পড়ুন : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ