LightBlog
Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় - প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়ক-স্নায়ুতন্ত্র - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় - প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়ক-স্নায়ুতন্ত্র - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

 মাধ্যমিক জীবন বিজ্ঞান

প্রথম অধ্যায়

প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়ক - স্নায়ুতন্ত্র



প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :


  • স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক -

(ক) নেফ্রন

(খ) নিউরোন

(গ) নিউরোগ্লিয়া

(ঘ) নিউরোসাইটন

উত্তর : (খ) নিউরোন


  • দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত মস্তিষ্কের অংশ হলো -

(ক) সুষুম্নাশীর্ষক

(খ) থ্যালামাস

(গ) লঘু মস্তিষ্ক

(ঘ) গুরুমস্তিষ্ক

উত্তর : (গ) লঘু মস্তিষ্ক


  • নিম্নলিখিত কোনটির সঙ্গে স্বোয়ান কোষ যুক্ত থাকে -

(ক) ডেনড্রাইট

(খ) অ্যাক্সন

(গ) কোষদেহ

(ঘ) সাইন্যাপস

উত্তর : (খ) অ্যাক্সন


  • মানুষের অক্ষিগোলকের আলোক সুবেদী স্তর হল -

(ক) রেটিনা

(খ) স্ক্লেরা

(গ) কোরয়েড

(ঘ) কর্নিয়া

উত্তর : (ক) রেটিনা


  • মানব চক্ষুর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে -

(ক) কর্নিয়া

(খ) ভিট্রিয়াস হিউমার

(গ) রেটিনা

(ঘ) কোরয়েড

উত্তর - (ক) ও (খ) উভয়ই


  • মায়োলিন আবরণী দেখা যায় -

(ক) সকল নিউরনের অ্যাক্সনে

(খ) কোন কোন নিউরনের ডেনড্রনে

(গ) সকল নিউরনের অ্যাক্সনে ও ডেনড্রনে

(ঘ) কোন কোন নিউরনের অ্যাক্সনে

উত্তর : (খ) কোন কোন নিউরনের অ্যাক্সনে


  • একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হল -

(ক) অডিটরি

(খ) অলফ্যাক্টরি

(গ) অপটিক

(ঘ) আকিউলোমোটর

উত্তর : (ঘ) আকিউলোমোটর


  • পরপর দুটি নিউরনের সংযোগস্থলকে বলে -

(ক) সাইন্যাপসিস

(খ) সাইন্যাপটিক নব

(গ) সাইন্যাপস

(ঘ) নিজল দানা

উত্তর : (গ) সাইন্যাপস


  • কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের ত্রিস্তরীয় আবরণীটি হলো -

(ক) প্লুরা

(খ) মেনিনজেস

(গ) পেরিকার্ডিয়াম

(ঘ) পেরিটোনিয়াম

উত্তর : (খ) মেনিনজেস


  • অপটিক স্নায়ু হলো -

(ক) মোটর স্নায়ু

(খ) সুষুম্না স্নায়ু

(গ) মিশ্র স্নায়ু

(ঘ) সংবেদী স্নায়ু

উত্তর : (ঘ) সংবেদী স্নায়ু


  • দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য মানব মস্তিষ্কের অংশটি হলো -

(ক) থ্যালামাস

(খ) লঘু মস্তিষ্ক

(গ) হাইপোথ্যালামাস

(ঘ) সুষুম্নাশীর্ষক

উত্তর : (গ) হাইপোথ্যালামাস


  • মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল -

(ক) ১২ জোড়া

(খ) ২৪ জোড়া

(গ) ৩১ জোড়া

(ঘ) ৩২ জোড়া

উত্তর : (গ) ৩১ জোড়া


  • মস্তিষ্কের যোজক হলো -

(ক) থ্যালামাস

(খ) লঘু মস্তিষ্ক

(গ) গুরুমস্তিষ্ক

(ঘ) পনস

উত্তর : (ঘ) পনস


  • মানুষের দীর্ঘতম করোটিক স্নায়ু হলো -

(ক) অলফ্যাক্টরি

(খ) অডিটরি

(গ) ফেসিয়াল

(ঘ) ভেগাস

উত্তর : (ঘ) ভেগাস


  • মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হল -

(ক) ১২ জোড়া

(খ) ১৩ জোড়া

(গ) ১৪ জোড়া

(ঘ) ১৫ জোড়া

উত্তর : (ক) ১২ জোড়া


  • দূরের বস্তু দেখার ক্ষেত্রে -

(ক) লেন্স অবতল হয়

(খ) লেন্স পুরু হয়

(গ) লেন্সের বক্রতা বৃদ্ধি পায়

(ঘ) সিলিয়ারি পেশী শিথিল হয়

উত্তর : (ঘ) সিলিয়ারি পেশী শিথিল হয়


  • স্নায়ু কোষের নিউক্লিয়াস যুক্ত এবং সর্বাপেক্ষা প্রশস্ত অংশকে বলে -

(ক) দেহ কোষ

(খ) ডেনড্রাইট

(গ) অ্যাক্সন

(ঘ) কোষদেহ

উত্তর : (ঘ) কোষদেহ


  • সিলিয়ারি পেশী সংকুচিত হলে -

(ক) চোখের লেন্সের বক্রতা বাড়ে

(খ) লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ে

(গ) লেন্স সরু হয়

(ঘ) দূরের বস্তু দেখার সহজ হয়

উত্তর : (ক) চোখের লেন্সের বক্রতা বাড়ে


  • নিম্নলিখিত কোন প্রাণীর এক নেত্র দৃষ্টি হয় -

(ক) পেঁচা

(খ) বানর

(গ) বাঘ

(ঘ) ব্যাং

উত্তর : (ঘ) ব্যাং


  • একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হল -

(ক) অ্যাবডুসেন্স

(খ) ফেসিয়াল

(গ) অডিটরি

(ঘ) অকিউলোমোটর

উত্তর : (খ) ফেসিয়াল


  • নিম্নলিখিত কোন অংশটি আলোক প্রতিসরণের মাধ্যম নয় -

(ক) লেন্স

(খ) অ্যাকুয়াস হিউমার

(গ) ভিট্রিয়াস হিউমার

(ঘ) ফোবিয়া সেন্ট্রালিস

উত্তর : (ঘ) ফোবিয়া সেন্ট্রালিস


  • মানুষের চোখের লেন্স কি প্রকৃতির?

(ক) উত্তল

(খ) অবতল

(গ) উভয় প্রকার

(ঘ) কোনোটিই নয়

উত্তর : (ক) উত্তল


আরোও পড়ুন : এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close