মাধ্যমিক জীবন বিজ্ঞান
প্রথম অধ্যায়
প্রাণীদেরসাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন
একটি শব্দের একটি বাক্যে উত্তর দাও ঃ
- শুক্রাশয় এর কোন কোষ থেকে টেস্টোস্টেরন ক্ষরিত হয়?
উত্তর : শুক্রাশয়ের লেডিস আন্তর কোন।
- স্ত্রীদেহের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি?
উত্তর : স্ত্রীদেহের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন।
- শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম লেখ।
উত্তর : টেস্টোস্টেরন
- ইনসুলিনহরমোনটি কোথা থেকে কি নিঃসৃত হয় ?
উত্তর : ইনসুলিন হরমোন অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানস এর বিটা কোশ থেকে নিঃসৃত হয়।
- আপৎকালীন হরমোনটির নাম লেখ।
উত্তর : অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলে।
- STH-এর পুরো নাম কি?
উত্তর : সোমাটোট্রপিক হরমোন।
- GTH-এর পুরো নাম কি?
উত্তর : গোনাডোট্রপিক হরমোন।
- ACTH-এর পুরো নাম কি?
উত্তর :অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন।
- TSH-এর পুরো নাম কি?
উত্তর : থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।
- কোন হরমোনের সংশ্লেষের জন্য আয়োডিন সমৃদ্ধ খাবার খাওয়া দরকার?
উত্তর : থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য।
- ICSH-এর পুরো নাম কি?
উত্তর : ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং।
- ভেসেপ্রেসিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়?
উত্তর : পিটুইটারি গ্রন্থি পশ্চাদ খন্ড থেকে ভেসেপ্রেসিন ক্ষরিত হয়।
- শুক্রাশয় থেকে ক্ষরিত একটি হরমোনের নাম লেখ।
উত্তর : টেস্টোস্টেরন
- কোন হরমোনকে ক্যালরিজেনিক হরমোন বলে?
উত্তর : থাইরক্সিন হরমোনকে
- কোন হরমোনটি ঘাটতির জন্য মানুষের বামনত্ব রোগটি দেখা যায়?
উত্তর : GH বা STH-এর কম ক্ষরণে।
বিসদৃশ শব্দটি বেছে লেখ ঃ
- ADH, গ্লুকোজ বিপাক, রক্তবাহ সংকোচন, বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণ।
উত্তর : গ্লুকোজ বিপাক
- TSH, ACTH, GTH, CSF
উত্তর : CSF
- ADH,TSH, গ্লুকাগন, IUCN
উত্তর : IUCN
নিচের সম্পর্ক যুক্ত শব্দ জোড়া দেওয়া আছে।প্রথম জোড়া দেখে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও ঃ
- অতিকায়ত্ব : STH : : ক্রেটিনিজম ______ ।
উত্তর : থাইরক্সিন।
- থাইরক্সিন : ____ : : অ্যাড্রেনালিন : জরুরীকালীন।
উত্তর : ক্যালরিজেনিক হরমোন।
- প্রভুগ্রন্থি : পিটুইটারি : : ______ : হাইপোথ্যালামাস।
উত্তর : প্রভুগ্রন্থির প্রভু।
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ