LightBlog
Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় - প্রাণীদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন - সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক প্রশ্ন - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় - প্রাণীদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন - সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক প্রশ্ন - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

 মাধ্যমিক জীবন বিজ্ঞান

প্রথম অধ্যায়

প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন


নিচের প্রশ্নগুলির উত্তর দু তিন বাক্যে লিখতে হবে ঃ


  • হরমোনকে রাসায়নিক বার্তাবহ বলে কেন?


  • হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ ক্রিয়া বলতে কী বোঝো?


  • সনাল গ্রন্থির বা বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? দুটি উদাহরণ দাও ।


  • অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? দুটি উদাহরণ দাও ।


  • মিশ্রগ্রন্থি কাকে বলে? দুটি উদাহরণ দাও।


  • পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে কেন?


  • হাইপোথ্যালামাস কে প্রভুগ্রন্থির প্রভু বলে কেন?


  • একটি ট্রপিক হরমোনের নাম ও একটি কাজ লেখ।


  • থাইরয়েড গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে কেন?


  • মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোনের ক্ষরণের GTH-এর দুটি ভূমিকা লেখ।


  • খাদ্যলবণ আয়োডিন যুক্ত হওয়া উচিত কেন?


  • TSH-কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? এর একটি প্রধান কাজ লেখ।


  • হাইপারগ্লাইসেমিয়া কাকে বলে?


  • অ্যাড্রিনালিনকে আপৎকালীন জরুরিকালীন হরমোন বলে কেন?


  • ইনসুলিনকে উপচিতিমূলক হরমোন বলে কেন?


  • ইনসুলিন ও গ্লুকাগনের বিপরীত ক্রিয়াটি উল্লেখ করো।


  • অ্যানড্রোজেন কি? এটি কোথা থেকে ক্ষরিত হয়?


  • ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের ক্ষরণস্থল উল্লেখ করো।


  • কোন কোন হরমোনের জন্য পুরুষ ও স্ত্রীদেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয়?


  • ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? উদাহরণসহ লেখ।


  • থাইরক্সিনকে কেন ক্যালরিজেনিক হরমোন বলে?


  • ডায়াবেটিস ইনসিপিডাস এর কারণ ও একটি উপসর্গ লেখ।


  • উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য লেখ।


  • ইনসুলিন ও অ্যাড্রিনালিনের পার্থক্য লেখ। ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাসের পার্থক্য লেখ।


দীর্ঘ উত্তর ধর্মী প্রশ্নোত্তর ঃ 


  • হরমোন কাকে বলে? প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখ।


  • হরমোনকে রাসায়নিক সমন্বয়ক সাধক বলে কেন? প্রজেস্টেরণ হরমোনের ক্ষরণস্থল ও কার্যাবলী উল্লেখ করো।


  • অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে ও উদাহরণ দাও। মানবদেহে অ্যাড্রিনালিনের কাজ লেখ। মানবদেহে ইস্ট্রোজেন ও অ্যানড্রোজেনের  ভূমিকা লেখ।


  • ইনসুলিনের উৎস ও দুটি কাজ লেখ। থাইরক্সিনের দুটি কাজ লেখ।


আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close