LightBlog
Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় - প্রাণীদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন - অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় - প্রাণীদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন - অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

 মাধ্যমিক জীবন বিজ্ঞান

প্রথম অধ্যায়

প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন



নিচের বাক্যগুলি শূন্যস্থান গুলিতে উপযুক্ত শব্দ বসাও।


  • প্রাণীদেহে _____ গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়।

উত্তর : অন্তঃক্ষরা


  • ACTH একটি _______ হরমোন।

উত্তর : ট্রাপিক


  • ________ হরমোনের প্রভাবে আমাদের লোমের ত্বক খাড়া হয়।

উত্তর : অ্যাড্রিনালিন


  • _______ হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয়।

উত্তর : থাইরক্সিন


  • ডায়াবেটিস ইনসিপিডাস ________ হরমোনের অভাবে হয়।

উত্তর : ADH


  • অগ্ন্যাশয়ের _______ কোশ থেকে ইনসুলিন ক্ষরিত হয়।

উত্তর : বিটা


  • ডিম্বাশয়ের পীতিগ্রন্থি থেকে ক্ষরিত হয় _______ হরমোন।

উত্তর : প্রোজেস্টেরন


  • _______ হরমোন কে ক্যালরিজেনিক হরমোন বলে।

উত্তর : থাইরক্সিন


  • পুরুষদের প্রধান যৌন হরমোন হল _______ ।

উত্তর : টেস্টোস্টেরন


  • অ্যাড্রিনালিন গ্রন্থির অপর নাম _______ গ্রন্থি।

উত্তর : সুপ্রারেনাল


নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো।


  • অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোন হল থাইরক্সিন।

উত্তর : মিথ্যা


  • হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোশ থেকে ভেসোপ্রেসিন নামক হরমোন ক্ষরিত হয়।

উত্তর: সত্য


  • শুক্রাশয় থেকে ইস্ট্রোজেন ক্ষরিত হয়।

উত্তর : মিথ্যা


  • মানবদেহে রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ 80-120 mg/100ml রক্তে।

উত্তর : সত্য


  • STH-র অপর নাম গ্রোথ হরমোন।

উত্তর : সত্য


  • ইনসুলিন হলো অ্যান্টিডায়াবেটিস হরমোন।

উত্তর : সত্য


বাম স্তম্ভ - ডান স্তম্ভ মিলিয়ে স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখ।


বাম স্তম্ভ

২.১ ট্রপিক হরমোন

২.২ ভেসোপ্রেসিন

২.৩ পিটুইটারি

২.৪ ইনসুলিন

২.৫ অক্সিটোসিন


ডান স্তম্ভ

(ক) ADH

(খ) হাইপোফিইসিস

(গ) রক্ত শর্করা

(ঘ) ACTH

(ঙ) স্তনগ্রন্থি

(চ) শুক্রাশয়

উত্তর : ২.১ ট্রপিক হরমোন - (ঘ) ACTH

২.২ ভেসোপ্রেসিন - (ক) ADH

২.৩ পিটুইটারি - (খ) হাইপোফিইসিস

২.৪ ইনসুলিন - (গ) রক্ত শর্করা

২.৫ অক্সিটোসিন - (ঙ) স্তনগ্রন্থি


আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close