মাধ্যমিক জীবন বিজ্ঞান
প্রথম অধ্যায়
প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ।
- ডায়াবেটিস মেলিটাস-এ আক্রান্ত ব্যক্তি নীচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম?
(ক) ইনসুলিন
(খ) থাইরক্সিন
(গ) টেস্টোস্টেরন
(ঘ) অ্যাড্রিনালিন
উত্তর : (ক) ইনসুলিন
- থাইরক্সিন হরমোনের ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হল -
(ক) শুক্রাশয়
(খ) অ্যাড্রিনাল
(গ) অগ্ন্যাশয়
(ঘ) থাইরয়েড
উত্তর : (ঘ) থাইরয়েড
- নীচের গ্রন্থিগুলির ভিতর কোনটি থেকে ইনসুলিন নিঃসৃত হয়?
(ক) থাইরয়েড গ্রন্থি
(খ) অ্যাড্রিনাল গ্রন্থি
(গ) পিটুইটারি গ্রন্থি
(ঘ) অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানস
উত্তর : (ঘ) অগ্নাশয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস
- মানবদেহে ক্যালরিজেনিক হরমোন হল -
(ক) সোমাটোট্রফিক হরমোন
(খ) অ্যাড্রিনালিন
(গ) থাইরক্সিন
(ঘ) ইনসুলিন
উত্তর : (গ) থাইরক্সিন
- মানব দেহের কোন অংশকে 'Master of Master gland' বলা হয়?
(ক) পিটুইটারি
(খ) হাইপোথ্যালামাস
(গ) অগ্ন্যাশয়
(ঘ) থাইমাস
উত্তর : (খ) হাইপোথ্যালামাস
- নিম্নলিখিত হরমোন গুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় -
(ক) STH
(খ) থাইরক্সিন
(গ) ইনসুলিন
(ঘ) অ্যাড্রিনালিন
উত্তর : (ক) STH
- অ্যান্টিকিটোজেনিক হরমোন হল -
(ক) অগ্ন্যাশয়
(খ) ডিম্বাশয়
(গ) পিটুইটারি
(ঘ) থাইরয়েড
উত্তর : (ক) অগ্ন্যাশয়
- নীচের গ্রন্থগুলির মধ্যে কোনটি মিশ্রগ্রন্থি?
(ক) যকৃৎ
(খ) পিটুইটারি
(গ) অগ্ন্যাশয়
(ঘ) থাইরয়েড
উত্তর : (গ) অগ্ন্যাশয়
- জরুরীকালীন বা সংকটকালীন হরমোন হল -
(ক) অ্যাড্রিনালিন
(খ) ইনসুলিন
(গ) থাইরক্সিন
(ঘ) টেস্টোস্টেরন
উত্তর : (ক) অ্যাড্রিনালিন
- BMR বা মৌল বিপাক বৃদ্ধিকারী হরমোনটি হল -
(ক) থাইরক্সিন
(খ) টেস্টোস্টেরন
(গ) প্রোজেস্টেরন
(ঘ) অ্যাড্রিনালিন
উত্তর : (ক) থাইরক্সিন
- STH-এর কম ক্ষরণের ফলে শিশুদের হয় -
(ক) মিক্সডিমা
(খ) ক্রেটিনিজম
(গ) গলগন্ড
(ঘ) বামনত্ব
উত্তর : (ঘ) বামনত্ব
- অগ্র পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে -
(ক) মেটাথ্যালামাস
(খ) থ্যালামাস
(গ) এপিথ্যালামাস
(ঘ) হাইপোথ্যালামাস
উত্তর : (ঘ) হাইপোথ্যালামাস
- TSH ক্ষরিত হলো যে গ্রন্থি থেকে তা হল -
(ক) পিটুইটারি
(খ) থাইরয়েড
(গ) অগ্ন্যাশয়
(ঘ) থাইমাস
উত্তর : পিটুইটারি
- নীচের কোনটি লোকাল হরমোন?
(ক) অ্যাড্রিনালিন
(খ) ইনসুলিন
(গ) টেস্টোস্টেরন
(ঘ) কোনোটিই নয়
উত্তর : (গ) টেস্টোস্টেরন
- অ্যান্টিডায়াবেটিস হরমোন হল -
(ক) অ্যাড্রিনালিন
(খ) থাইরক্সিন
(গ) ইনসুলিন
(ঘ) গ্লুকোজ
উত্তর : (গ) ইনসুলিন
- কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে TSH নিঃসৃত হয়?
(ক) শুক্রাশয়
(খ) পিটুইটারি
(গ) থাইরয়েড
(ঘ) অ্যাড্রিনাল
উত্তর : (খ) পিটুইটারি
- কোন হরমোনের অভাবে বয়স্কদের মিক্সিডিমা রোগ হয় -
(ক) অ্যাড্রিনালিন
(খ) ইনসুলিন
(গ) থাইরক্সিন
(ঘ) অক্সিন
উত্তর : (গ) থাইরক্সিন
- ACTH ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে, তা হল -
(ক) শুক্রাশয়
(খ) থাইরয়েড
(গ) পিটুইটারি
(ঘ) অ্যাড্রেনাল
উত্তর : (গ) পিটুইটারি
- কোন হরমোন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে -
(ক) থাইরক্সিন
(খ) ইস্ট্রোজেন
(গ) ইনসুলিন
(ঘ) অক্সিন
উত্তর : (ক) থাইরক্সিন
- যে হরমোনটির অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়, সেটি হল -
(ক) TSH
(খ) ADH
(গ) GTH
(ঘ) ACTH
উত্তর : (খ) ADH
- নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকার জলের পুনঃশোষণে সাহায্যকারী হরমোনটি হল -
(ক) ADH
(খ) STH
(গ) GTH
(ঘ) ACTH
উত্তর : (ক) ADH
- অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না -
(ক) ইনসুলিন
(খ) পেপসিন
(গ) অ্যাড্রিনালিন
(ঘ) থাইরক্সিন
উত্তর : (খ) পেপসিন
- গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানসের -
(ক) এক কোশ থেকে
(খ) ডেল্টা কোশ থেকে
(গ) বিটা কোশ থেকে
(ঘ) আলফা কোশ থেকে
উত্তর : (ঘ) আলফা কোশ থেকে
- কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে?
(ক) অগ্ন্যাশয়
(খ) থাইরয়েড
(গ) পিটুইটারি
(ঘ) শুক্রাশয়
উত্তর : (গ) পিটুইটারি
- নিম্নলিখিত যে হরমোনটি মানবদেহের অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয়, সেটি হল -
(ক) ইস্ট্রোজেন
(খ) অ্যাড্রিনালিন
(গ) গ্রোথ হরমোন
(ঘ) গ্লুকাগন
উত্তর : (গ) গ্রোথ হরমোন
- FSH - এর ক্ষরণস্থল হলো -
(ক) শুক্রাশয়
(খ) অগ্ন্যাশয়
(গ) পিটুইটারি
(ঘ) থাইরয়েড
উত্তর : (গ) পিটুইটারি
- ইনসুলিনের বিপরীতধর্মী হরমোনটি হল -
(ক) ADH
(খ) LH
(গ) FSH
(ঘ) গ্লুকাগন
উত্তর : (ঘ) গ্লুকাগন
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
ক্রেটিনিজম ও বামনত্ব এর পার্থক্য
উত্তরমুছুন