LightBlog
Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় - উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন - সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক প্রশ্ন - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় - উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন - সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক প্রশ্ন - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

 মাধ্যমিক জীবন বিজ্ঞান

প্রথম অধ্যায়

উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন



নিচের প্রশ্নগুলির উত্তর দুই-তিন বাক্যে লিখতে হবে ঃ


  • হরমোন এর সংজ্ঞা দাও।


  • হরমোনকে রাসায়নিক দূত বলা কেন?


  • হরমোনকে 'রাসায়নিক সমন্বয়ক সাধক' বলা কেন?


  • ফাইটোহরমোন কাকে বলে?


  • উদ্ভিদ হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখ।


  • উদ্ভিদ হরমোনের দুটি সাধারণ কাজ লেখ।


  • প্রাকৃতিক ও কৃত্রিম অক্সিনের নাম লেখ।


  • দুটি সংশ্লেষিত অক্সিজেন এর নাম লেখ।


  • অক্সিনের এমন দুটি কাজ উল্লেখ করো যার ব্যবহারিক প্রয়োগ আছে।


  • ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা উল্লেখ করো।


  • পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি এবং বীজ ও মুকুলের সুপ্ত অবস্থার ভাঙনে জিব্বেরেলিন হরমোনের ভূমিকা লেখ।


  • সাইটোকাইনিনের দুটি কাজ লেখ।


  • সাইটোকাইনিনের উৎস কি?


  • কৃষিকার্যে কৃত্রিম হরমোনের দুটি ভূমিকা লেখ।


  • উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন এর নাম কি? এটি কোন অংশ থেকে নিঃসৃত হয়?


  • প্রাকৃতিক ও কৃত্রিম উদ্ভিদ হরমোনের পার্থক্য লেখ।


দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর ঃ


  • উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের তিনটি ভূমিকা লেখ।


  • ট্রপিক চলন কাকে বলে? ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখ।


  • কৃষিক্ষেত্রে উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো।


  • অক্সিনের অগ্রস্থ প্রকটতা অগ্রমুকুলের প্রাধান্য বলতে কী বোঝো? অক্সিন হরমোনের তিনটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো ।


  • অক্সিন, জিব্বেরেলিনের একটি করে উৎসগত এবং দুটি করে কার্যগত পার্থক্য লেখ। একটি টবে লাগানো চারা গাছকে মাটির সঙ্গে সমান্তরালভাবে ছুয়ে দিলে কয়দিন পরে চারাগাছটি বেঁকে ওপরের দিকে বাড়তে শুরু করে কেন?


  • জিব্বেরেলিন, সাইটোকাইনিনের একটি করে কাজ লেখ। অক্সিন ও সাইটোকাইনিনের পার্থক্য লেখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close