LightBlog
Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় - উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় - উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

 মাধ্যমিক জীবন বিজ্ঞান

প্রথম অধ্যায়

উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় - হরমোন



একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :


  • একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম লেখ।

উত্তর : অক্সিন


  • কোন হরমোন উদ্ভিদের পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়?

উত্তর : জিব্বেরেলিন


  • অঙ্গমোচনে সাহায্যকারী হরমোনটির নাম কি?

উত্তর : অ্যাসিসিক অ্যাসিড


  • উদ্ভিদ হরমোন প্রয়োগে নিষেক ছাড়াই বীজ হীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে কি বলে?

উত্তর : পার্থেনোকার্পি


  • কোন উদ্ভিদ হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে?

উত্তর : অক্সিন


  • কোষ বিভাজনে সাহায্য করে উদ্ভিদ হরমোন কোনটি?

উত্তর : অক্সিন হরমোন


  • কোন হরমোন বীজ হীন ফল উৎপাদনে সাহায্য করে?

উত্তর : অক্সিন ও জিব্বেরেলিন হরমোন


  • উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধ করার জন্য যে কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় তার নাম কি?

উত্তর : ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড (NAA)


  • একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম লেখ।

উত্তর : ইন্ডোল প্রোপিয়োনিক এসিড


  • উদ্ভিদ দেহে রাসায়নিক সমন্বয় সাধনের কাজ কিসের সাহায্য ঘটে?

উত্তর : ফাইটোহরমোনের সাহায্যে ঘটে


  • একটি নাইট্রোজেন যুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখ।

উত্তর : অক্সিন


  • "উদ্ভিদ হরমোন টি জলে দ্রাব্য, নাইট্রোজেন যুক্ত, জৈব অম্ল, প্রবাহ মেরুবর্তী, ভাজক কলায় উৎপন্ন হয়।" - এটি কোন হরমোন?

উত্তর : অক্সিন হরমোন


  • জিব্বেরেলিন এর রাসায়নিক নাম কি?

উত্তর : জিব্বেরেলিক এসিড


  • ভুট্টায় যে কাইনিন পাওয়া যায় তার নাম কি?

উত্তর : জিয়াটিন


  • কম ঘনত্বের জিব্বেরেলিন, কুমড়ো গাছে কোন ধরনের ফুল উৎপাদন বৃদ্ধি করে?

উত্তর : স্ত্রী ফুল


  • কোন উদ্ভিদ হরমোন ফুল ফোটাতে সাহায্য করে?

উত্তর : ফ্লোরিজেন হরমোন


  • কোন হরমোন বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে?

উত্তর : জিব্বেরেলিন


  • শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়?

উত্তর : অক্সিন হরমোন


  • একটি অ্যান্টি অক্সিন এর নাম লেখ।

উত্তর : ট্রাইআয়োডো বেঞ্জোয়িক এসিড


  • কাইনিনের একটি কাজ লেখ।

উত্তর : উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে


বিসদৃশ শব্দটি বেছে লেখ :


  • অগ্রস্থ প্রকটতা, কোষের আকার বৃদ্ধি, কোষের বিভাজন, পত্রমোচন রোধ।

উত্তর : পত্রমোচন রোধ


  • ফ্লোরিজেন, কাইনিন, ভার্নালিন, ডরমিন

উত্তর : কাইনিন


  • অক্সিন, জিব্বেরেলিন, ইথিলিন, সাইটোকাইনিন।

উত্তর : ইথিলিন


নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়ের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :


  • অক্সিন : অগ্রস্থ প্রকটতা সাহায্য করে : : __________ : অগ্রস্থ প্রকটতায় বাধাদান

উত্তর : সাইটোকাইনিন


  • বীজপত্র : জিব্বেরেলিন : : ভাজক কলা : __________।

উত্তর : অক্সিন


  • উদ্ভিদ হরমোন : ফাইটোহরমোন : : প্রাণী হরমোন : __________।

উত্তর : জু - হরমোন


আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close