মাধ্যমিক জীবন বিজ্ঞান
প্রথম অধ্যায়
উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন
নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও।
- ______ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়।
উত্তর : জিব্বেরেলিন
- ______ হরমোন উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে।
উত্তর : ইথিলিন
- বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে _______ ।
উত্তর : জিবেরেলিন
- কোশের সাইটোপ্লাজম বিভাজনে সাহায্য করে _______ ।
উত্তর : সাইটোকাইনিন
- জিব্বেরেলিনের একটি উৎপত্তিস্থল হলো _______ ।
উত্তর : পরিণত বীজ
- একটি নাইট্রোজেনবিহীন আম্লিক হরমোন হল ______ ।
উত্তর : জিব্বেরেলিন
- ডাবের জলে ______ হরমোন থাকে।
উত্তর : সাইটোকাইনিন
- শাখাকলমের সাহায্যে দ্রুত বংশবিস্তারে ব্যবহৃত কৃত্রিম হরমোন ______ ।
উত্তর : NAA
- _______ হরমোন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে।
উত্তর : অক্সিন
নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো।
- অক্সিন হরমোনের অন্যতম উপাদান হলো আয়োডিন।
উত্তর : মিথ্যা
- সাইটোকাইনিন পত্রমোচন বিলম্বিত করে।
উত্তর : সত্য
- উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রনকারী হরমোন হল থাইরক্সিন।
উত্তর : মিথ্যা
- উদ্ভিদের নিষেক বিহীন ফল উৎপাদন করা কে পার্থেনোকর্পি বলে।
উত্তর : সত্য
- জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে।
উত্তর : মিথ্যা
- জিব্বেরেলিন হরমোনটি ট্রপিক চলনের সাহায্য করে।
উত্তর : মিথ্যা
- সাইটোকাইনিন অগ্রস্থ প্রকটতা অনুরোধ করে।
উত্তর : সত্য
বাম স্তম্ভ-ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখ।
বাম স্তম্ভ
২.১ পত্র ও ফলমোচন রোধ করে
২.২ পাতার ক্লোরোফিল বিনিষ্টকরণ প্রতিরোধ করে
২.৩ অক্সিন সাহায্য করে
২.৪ আগাছা দমন
২.৫ জিব্বেন কাঠামোযুক্ত রাসায়নিক পদার্থ
ডান স্তম্ভ
(ক) ইথিলিন
(খ) জিব্বেরেলিন
(গ) অক্সিন
(ঘ) সাইটোকাইনিন
(ঙ) ফোটোট্রপিজমে
(চ) MCPA
উত্তর ঃ ২.১ পত্র ও ফলমোচন রোধ করে -
২.২ পাতার ক্লোরোফিল বিনিষ্টকরণ প্রতিরোধ করে -
২.৩ অক্সিন সাহায্য করে -
২.৪ আগাছা দমন -
২.৫ জিব্বেন কাঠামোযুক্ত রাসায়নিক পদার্থ -
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ