LightBlog
Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় - উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় - উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

 মাধ্যমিক জীবন বিজ্ঞান

প্রথম অধ্যায়

উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়- হরমোন



প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ।


  • উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হল -

(ক) জিব্বেরেলিন

(খ) সাইটোকাইনিন

(গ) থাইরক্সিন

(ঘ) অক্সিন

উত্তর : (ঘ) অক্সিন


  • হরমোন নামকরণ করেন -

(ক) বেলিস ও স্টারলিং

(খ) কোগল

(গ) বেলিস

(ঘ) স্টারলিং

উত্তর : (ক) বেলিস ও স্টারলিং


  • পর্বমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনটি হল -

(ক) 2,4-D

(খ) সাইটোকাইনিন

(গ) জিব্বেরেলিন

(ঘ) অক্সিন

উত্তর : (গ) জিব্বেরেলিন


  • অক্সিন হল -

(ক) রেচন পদার্থ

(খ) উদ্ভিদ হরমোন

(গ) উৎসেচক

(ঘ) প্রাণী হরমোন

উত্তর : (খ) উদ্ভিদ হরমোন


  • বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদগম ঘটায় -

(ক) ইথিলিন

(খ) সাইটোকাইনিন

(গ) অক্সিন

(ঘ) জিব্বেরেলিন

উত্তর : (ঘ) জিব্বেরেলিন


  • অক্সিনের প্রবাহ সর্বদা -

(ক) ঊর্ধ্বমুখী

(খ) উভমুখী

(গ) মেরুবর্তী

(ঘ) পার্শ্বমুখী

উত্তর : (গ) মেরুবর্তী


  • একটি কৃত্রিম হরমোন হল -

(ক) ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড

(খ) ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড

(গ) জিব্বেরেলিক অ্যাসিড

(ঘ) জিয়াটিন

উত্তর : (খ) ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড


  • উদ্ভিদের পত্রলোচন বিলম্বিত করে -

(ক) সাইটোকাইনিন

(খ) অক্সিন

(গ) জিব্বেরেলিন

(ঘ) 2,4-D

উত্তর : (ক) সাইটোকাইনিন


  • অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে -

(ক) IAA

(খ) ABA

(গ) ফ্লোরিজেন হরমোন

(ঘ) ইথিলিন

উত্তর : (ক) IAA


  • উদ্ভিদের জরা বা বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হল -

(ক) ফ্লোরিজেন

(খ) সাইটোকাইনিন

(গ) অক্সিন

(ঘ) জিব্বেরেলিন

উত্তর : (খ) সাইটোকাইনিন


  • বীজবিহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোনটি হল -

(ক) ইথিলিন

(খ) কাইনিন

(গ) ফ্লোরিজেন

(ঘ) অক্সিন

উত্তর : (ঘ) অক্সিন


  • ভ্রূণমুকুলাবরণীতে পাওয়া যায় কোন হরমোনটি -

(ক) IAA

(খ) ভার্নালিন

(গ) GA

(ঘ) জিব্বেরেলিন

উত্তর : (ক) IAA


  • অক্সিন হরমোন দ্বারা উদ্ভিদের কোন প্রকার চলন নিয়ন্ত্রিত হয় -

(ক) ট্যাকটিক

(খ) ন্যাস্টিক

(গ) ট্রপিক

(ঘ) সবগুলি

উত্তর : (গ) ট্রপিক


  • একটি নাইট্রোজেন বিহীন প্রাকৃতিক আম্লিক উদ্ভিদ হরমোন হল -

(ক) অ্যাবসিসিক অ্যাসিড

(খ) অক্সিন

(গ) কাইনিন

(ঘ) জিব্বেরেলিন

উত্তর : (ঘ) জিব্বেরেলিন


  • ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন -

(ক) সাইটোকাইনিন

(খ) ইথিলিন

(গ) অক্সিন

(ঘ) জিব্বেরেলিন

উত্তর : (ঘ) জিব্বেরেলিন


  • পরিপক্ক বীজের যে উদ্ভিদ হরমোনটি বেশি সংশ্লেষিত হয় -

(ক) সাইটোকাইনিন

(খ) ইথিলিন

(গ) জিব্বেরেলিন

(ঘ) অক্সিন

উত্তর : (গ) জিব্বেরেলিন


  • একটি স্বাভাবিক বা প্রাকৃতিক অক্সিন হলো -

(ক) IBA

(খ) IAA

(গ) NAA

(ঘ) 2,4-D

উত্তর : (খ) IAA


  • ডাবের জল কোন হরমোনটি সাহাজেই পাওয়া যায় -

(ক) সাইটোকাইনিন

(খ) অক্সিন

(গ) জিব্বেরেলিন

(ঘ) ফ্লোরিজেন

উত্তর : (ক) সাইটোকাইনিন


  • ভ্রূণমুকুল আবরণীতে কোন পাওয়া যায়?

(ক) কাইনিন

(খ) জিব্বেরেলিন

(গ) অক্সিন

(ঘ) ফ্লোরিজেন

উত্তর : (গ) অক্সিন


  • উদ্ভিদের একটি কৃত্রিম হরমোন হল -

(ক) GA

(খ) NAA

(গ) IAA

(ঘ) CKK

উত্তর : (খ) NAA 


আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close