মাধ্যমিক জীবন বিজ্ঞান
প্রথম অধ্যায়
উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়াপ্রদান
নিচের প্রশ্নগুলির উত্তর দু-তিন বাক্যে লিখতে হবে :-
- ট্যাকটিক চলন বলতে কী বোঝো? উদাহরণ দাও।
- উদ্ভিদ চলনের উদ্দেশ্য গুলি কি কি?
- দিক নির্ণীত চলন বা ট্রাপিক চলন কাকে বলে?
- একটি টবের লম্বা সোজা একক বিটপযুক্ত উদ্ভিদকে ভূমির সমান্তরাল অবস্থায় সাত দিন রাখলে বিটপ অংশ বেঁকে ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থান করার কারণ কি?
- নাস্টিক বা ব্যাপ্তিচলন কাকে বলে?
- থার্মোন্যাস্টিক চলন কি? উদাহরণ দাও।
- কেমোন্যাস্টিক চলন বলতে কী বোঝো? উদাহরণ দাও।
- সিসমোন্যাস্টিক চলন কাকে বলে? উদাহরণ দাও ।
- চলন ছাড়া গমন সম্ভব নয় কেন?
- উদ্ভিদ চলন ও প্রাণীর চলনের দুটি পার্থক্য লেখ।
- উদ্ভিদ চলন ও প্রাণীর চলনের দুটি পার্থক্য লেখ।
- ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখ।
- ট্যাকটিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখ।
- ফটোট্রপিজম ও জিও ট্রপিজমের পার্থক্য লেখ।
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ-
- ফটোট্রপিক চলন কাকে বলে?এটি পরীক্ষার সাহায্যে উদ্ভিদের ফটোট্রপিক চলন বুঝিয়ে দাও।
- জিওট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদের জিওট্রপিক চলন একটি পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও।
- হাইড্রোট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদের হাইড্রোট্রপিক চলন একটি পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও।
- ট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদের যেকোনো দুই প্রকার ট্রপিক চলনের বর্ণনা দাও।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ