LightBlog
Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় - প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়ক-স্নায়ুতন্ত্র - সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক প্রশ্ন - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় - প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়ক-স্নায়ুতন্ত্র - সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক প্রশ্ন - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

 মাধ্যমিক জীবন বিজ্ঞান

প্রথম অধ্যায়

প্রানীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়ক - স্নায়ুতন্ত্র



নীচের প্রশ্নগুলির উত্তর দুই তিনটি বাক্যে লেখোঃ


  • কেন্দ্রিয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো।


  • ডেনড্রেন ও অ্যাক্সনের একটি করে কাজ লেখো।


  • স্নায়ুতন্ত্রের দুটি কাজ লেখো।


  • সাইন্যাপস্‌ কাকে বলে?


  • স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন কাকে বলে? উদাহরণ দাও।


  • নার্ভ গ্যাংলিয়নের দুটি কাজ লেখো।


  • নিউরোট্রান্সমিটার কাকে বলে?


  • প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে?


  • সহজাত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? একটি উদাহরণ দাও।


  • প্রতিবর্ত পথের অংশগুলির নাম উদ্দীপনা প্রবাহের গতিপথ অনুযায়ী ক্রমানুসারে লেখো।

  • নিউরোগ্লিয়া কাকে বলে?

  • লঘুমস্তিষ্ক কি? এর কাজ লেখ।

  • স্ক্লেরা কোথায় থাকে?এর কাজ কি?

  • CSF কাকে বলে?

  • সুষম্নাকান্ড দুটি কাজ লেখ।

  • মেনিনজেস কি?

  • পীতবিন্দু কি?

  • উপযোজন কাকে বলে?

  • মেনিনজেস কটি স্তর নিয়ে গঠিত?

  • স্নায়ুকোশ ও স্নায়ুর মধ্যে সম্পর্ক নিরূপণ করো।

  • মায়োপিয়া কি? কিভাবে এটি সংশোধন করা যায়?

  • হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির দুটি পার্থক্য লেখ।

  • সুষুম্নাশীর্ষক বা মেডালা অবলংগাটার কাজ কি?

  • দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে বুঝিয়ে দাও।

  • সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এর কাজ উল্লেখ করো।

  • কর্নিয়া কোথায় অবস্থিত? এর কাজ কি?

  • কর্নিয়া ও রেটিনার পার্থক্য লেখ।

  • প্রাত্যহিক জীবনে চোখের উপযোজনের গুরুত্ব কি কি?

  • সেনসরি ও মোটর নিউরোনের পার্থক্য উল্লেখ করো।

  • গুরুমস্তিষ্ক ও লঘুমস্তিষ্কের পার্থক্য লেখ।

  • স্ক্লেরা ও কোরয়েডের পার্থক্য লেখ।


দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর ঃ 


  • অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। ডেনড্রন ও অ্যাক্সনের একটি করে কাজ লেখ।

  • উপযোজক কী? উপযোজক কিভাবে হয় উদাহরণসহ ব্যাখ্যা করো।

  • প্রবর্তন ক্রিয়া কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও।

  • মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদ এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি  চিহ্নিত করো। কর্নিয়া, রেটিনা, লেন্স, ভিট্রিয়াস হিউমর।

  • মানব চক্ষুর কর্নিয়া লেন্স এবং কোরয়েড এর অবস্থান লেখ। পীতবিন্দু কি এবং এর কাজ কি?

  • একটি আদর্শ নিউরোনের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অ্যাক্সন,স্বোয়ান কোশ, মায়োলিন আবরণী, ডেনড্রন।

  • একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। 


আরোও পড়ুন : এইখানে ক্লিক করুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close