মাধ্যমিক জীবন বিজ্ঞান
প্রথম অধ্যায়
প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যার সহজ বাক্যটা সম্পন্ন করে লেখো :
- অ্যামিবার গমন অঙ্গ হল -
(ক) সিলিয়া
(খ) ফ্লাজেলা
(গ) সিটা
(ঘ) ক্ষণপদ
উত্তর : (ঘ) ক্ষণপদ
- ইউগ্লিনার গমন অঙ্গ হল -
(ক) মায়োনিম অনুসূত্র
(খ) সিলিয়া
(গ) ফ্লাজেলা
(ঘ) ক্ষণপদ
উত্তর : (গ) ফ্লাজেলা
- পেশি অস্থির সঙ্গে যুক্ত থাকে -
(ক) অস্থিসন্ধি দ্বারা
(খ) লিগামেন্ট দ্বারা
(গ) টেনডন দ্বারা
(ঘ) তরুণাস্থি দ্বারা
উত্তর : (গ) টেনডন দ্বারা
- বল ও সকেট সন্ধি দেখা যায় যেখানে তা হল -
(ক) হাঁটুর অস্থিসন্ধি
(খ) কব্জির অস্থিসন্ধি
(গ) করোটির অস্থিসন্ধি
(ঘ) কাঁধের অস্থিসন্ধি
উত্তর : (ঘ) কাঁধের অস্থিসন্ধি
- কব্জা সন্ধি অবস্থিত -
(ক) হাঁটুতে
(খ) গ্রীবাতের
(গ) স্কন্ধে
(ঘ) করোটিতে
উত্তর : (ক) হাঁটুতে
- যে পেশি অগ্রবাহু ও পুরোবাহুর অপরদিকে ভাঁজ করতে সাহায্য করে তা হল -
(ক) ফ্লেক্সোর পেশী
(খ) এক্সটেনসর পেশি
(গ) ল্যাটিসিমাস ডরসি
(ঘ) সুপিনেটর পেশি
উত্তর : (ক) ফ্লেক্সোর পেশী
- কোন প্রকার পেশী সংকোচনে অস্থিসন্ধি সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব হাস পায় -
(ক)এক্সটেনশন
(খ) এবডাকশন
(গ) ফ্লেক্সন
(ঘ) রোটেশন
উত্তর : (গ) ফ্লেক্সন
- দেহের কোন অস্থিটি দীর্ঘ?
(ক) ফিবিউলা
(খ) ফিমার
(গ) টিবিয়া
(ঘ) আলনা
উত্তর : (খ) ফিমার
- নিচের কোন পেশি দেহ অঙ্গকে দেহ অক্ষয়ের কাছে আনে?
(ক) ফ্লেক্সর
(খ) এক্সটেনশর
(গ) অ্যাডাক্টর
(ঘ) অ্যাবডাক্টর
উত্তর : (ঘ) অ্যাডাক্টর
- মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে -
(ক) চোখ
(খ) লঘু মস্তিষ্ক ও অন্তঃকর্ণ
(গ) গুরুমস্তিষ্ক
(ঘ) মধ্য মস্তিষ্ক
উত্তর : (খ) লঘু মস্তিষ্ক ও অন্তঃকর্ণ
- আকাশে ওড়ার সময় পাখিকে প্লাবতা যোগান দেয় -
(ক) পালক
(খ) ডানা
(গ) লেজ
(ঘ) দেহ
উত্তর : (খ) ডানা
- রেমিজেস পালক থাকে পাখির -
(ক) মাথায়
(খ) বক্ষের নিচে
(গ) পুচ্ছে
(ঘ) ডানায়
উত্তর : (ঘ) ডানায়
- মাছকে দিক পরিবর্তনের সাহায্য করে -
(ক) পৃষ্ঠ পাখনা
(খ) শ্রেণী পাখনা
(গ) বক্ষ পাখনা
(ঘ) পুচ্ছ পাখনা
উত্তর : (ঘ) পুচ্ছ পাখনা
- গমনের সময় সাহায্যকারী পেশী টি হল -
(ক) মায়োটোম পেশি
(খ) ঐচ্ছিক পেশী
(গ) অনৈচ্ছিক পেশি
(ঘ) হৃদপেশী
উত্তর : (ক) মায়োটোম পেশি
- মাছকে জলে স্থির ভাবে ভেসে থাকতে সাহায্য করে -
(ক) পৃষ্ঠ পাখনা
(খ) পুচ্ছ পাখনা
(গ) বক্ষ ও শ্রোণী পাখনা
(ঘ) শ্রেণী পাখনা
উত্তর : (গ) বক্ষ ও শ্রোণী পাখনা
আরোও পড়ুন : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ