মাধ্যমিক জীবন বিজ্ঞান
প্রথম অধ্যায়
প্রাণীদের সারাপ্রদানের একটি প্রকার হিসাবে গমন
আতিসক্ষিপ্ত প্রশ্নত্তরঃ
- ইউগ্লিনার গমন সম্পন্ন হয় ___ দ্বারা।
উত্তরঃ ফ্ল্যাজেলা
- ___ পেশি মাছের গমনে সাহায্য করে
উত্তরঃ মায়োটোম
- পাখনাছাড়া মাছকে ভাসতে ও ভারসাম্য রাক্ষায় সাহায্য করে ____।
উত্তরঃ পটকা
- মানুষের শ্বেত রক্তকণিকায় ____ গমন লক্ষ করা যায়।
উত্তরঃ অ্যামিবয়েড।
- সচল অস্থিসন্ধিতে ___ তরল থাকে।
উত্তরঃ সাইনোভিয়াল
- ___ মস্তিষ্ক মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে।
উত্তরঃ লঘু
- জলে মাছের দিক পরিবর্তনে সাহায্য করে ___ পাখানা ।
উত্তরঃ পুচ্ছ।
- হাঁটু ও কনুইতে ____ সন্ধি দেখা যায়।
উত্তরঃ কবজা
- ____ পেশি অস্থির সঙ্গে যুক্ত থাকে।
উত্তরঃ কঙ্কাল
- ____ পেশি সংকুচিত হলে ভা করা হাত সোজা হয়ে যায়।
উত্তরঃ ট্রাইসেপস
নীচের বাক্যগুলির সত্য
অথবা মিথ্যা নিরূপন করোঃ
- মাছের গমনে সাহায্যকারী পেশি হল মায়োটম পেশি।
উত্তরঃ সত্য
- মাছের প্রধান গমন অঙ্গ হল পটকা।
উত্তরঃ মিথ্যা
- ফ্ল্যাজেলা হল প্যারামেসিয়ামের গমন অঙ্গ।
উত্তরঃ মিথ্যা
- যে পেশিক্রিয়ায় দূরবর্তী কোনো অঙ্গ দেহাক্ষের নিকটিবর্তী হয়, তাকে ফ্লেক্সন বলে।
উত্তরঃ মিথ্যা
- অনুন্নত প্রাণীদের বিশেষ করে এককোশী প্রাণীদের গমনে পেশি প্রধান ভূমিক নেয়।
উত্তরঃ মিথ্যা
- সাইনোভিয়াল তরল থাকে সচল অস্থিসন্ধিতে।
উত্তরঃ সত্য
- বল ও সকেট সন্ধি সন্ধি সিনোভিয়াল সন্ধি।
উত্তরঃ সত্য
- মানুষের কঙ্কাল পেশি অনৈচ্ছিক প্রকৃতির।
উত্তরঃ মিথ্যা
- মানুষের হাঁটু একটি পিভট সন্ধি।
উত্তরঃ মিথ্যা
বামস্তম্ভ – ডানস্তম্ভ মিলিয়ে
উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখোঃ
বামস্তম্ভ |
ডানস্তম্ভ |
২.১ অ্যামিবয়েড গতি |
(ক) স্টারনাম |
২.২ মায়োটোম পেশি |
(খ) পাখি |
২.৩ ফ্ল্যাজেলা |
(গ) ক্ষনপদ |
২.৪ ফ্ল্যাপিং |
(ঘ) ইউগ্লিনা |
২.৫ পীল |
(ঙ) মাছ |
উত্তরঃ ২.১ অ্যামিবয়েড
গতি - (গ) ক্ষনপদ
২.২ মায়োটোম পেশি - (ঙ)
মাছ
২.৩ ফ্ল্যাজেলা - (ঘ)
ইউগ্লিনা
২.৪ ফ্ল্যাপিং - (খ) পাখি
২.৫ পীল - (ক) স্টারনাম
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ