মাধ্যমিক জীবন বিজ্ঞান
প্রথম অধ্যায়
প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার
হিসেবে গমন
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর
দাওঃ
- পাখির একটি উড্ডয়ন পেশির নাম লেখ।
উত্তরঃ পেক্টোর্যালিস মেজর।
- একটি এক্সটেনসর পেশির উদাহরণ।
উত্তরঃ ট্রাইসেপস
- পাখির প্রধান উড্ডয়ন পেশিগুলির নাম লেখো।
উত্তরঃ পেক্টোরালিস মেজর ও পেক্টোর্যালিস
মাইনর ।
- দেহের আকৃতি রুইমাছের অভিযোজনে কী সুবিধা দেয়?
উত্তরঃ রুইমাছের দেহ মাকুর মতো হওয়ায়
জলের বাধা কাটিইয়ে সহজে সামনের দিকে এগোতে পারে।
- কোন পাখনা মাছকে দিক পরিবর্তনে সাহায্য করে?
উত্তরঃ পুচ্ছপাখনা।
- মানুষের গমনকে কী বলে?
উত্তরঃ দ্বিপদ গমন বলে।
- একটি অচল সন্ধির নাম লেখো।
উত্তরঃ করোটি সন্ধি।
- একটি অ্যাবডাটর পেশির আবস্থান লেখো।
উত্তরঃ একটি অ্যাবডাটর পেশি
ঊর্ধ্ববাহুর পাশে বক্ষের দিকে অবস্থিত।
- প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কী?
উত্তরঃ সিলিয়ারি গমন।
- মানুষের হাঁটুতে যে সন্ধি দেখা যায় তাকে কী বলে?
উত্তরঃ কবজা সন্ধি।
- অ্যমিবার গমন অঙ্গের নাম কী?
উত্তরঃ ক্ষণপদ বা সিউডোপোডিয়া।
- সাইনোভিয়াল তরলের কাজ কী?
উত্তরঃ গমনের সময় অস্থিপ্রান্তকে
ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে।
- পটকাবিহীন একটি মাছের উদাহরণ দাও।
উত্তরঃ হাঙর মাছ
বিসদৃশ শব্দটি বেছে লেখোঃ
- কনুই, গোড়ালি, মেরুদন্ডের কশেরুকা, হাঁটু।
উত্তরঃ মেরুদন্ডের কশেরুকা।
- পেকটোর্যালিস মেজর, ল্যাটিসিমাস ডরসি, কোরাকোব্রাকিয়ালিস, পেকটোর্যালিস মাইনর।
উত্তরঃ ল্যাটিসিমাস ডরসি
- ফ্লেক্সর, এক্সটেনসর, অ্যাবডাকটর, অ্যাডাকশন।
উত্তরঃ অ্যাডাকশন
নীচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়
দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ
- ফ্ল্যাজেলা : ইউগ্লিনা : : পাখনা : __________।
উত্তরঃ মাছ
- সিলিয়া : প্যারামেসিয়াম : : __________ : অ্যামিবা।
উত্তরঃ ক্ষনপদ
- মায়োটোম পেশি : মাছ : : পেকটোর্যালিস মেজর : __________।
উত্তরঃ পায়রা
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো :
- ইউগ্লিনা, অ্যামিবা, লিশম্যানিয়া, প্রোটোজোয়া।
উত্তরঃ প্রোটোজোয়া
- কোরাকো ব্রাকিয়ালিস, পেক্টোর্যালিস মেজর, উড্ডয়ন পেশি, পেক্টোর্যালিস মাইনর।
উত্তরঃ উড্ডয়ন পেশি
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ