মাধ্যমিক জীবন বিজ্ঞান
প্রথম অধ্যায়
প্রাণীদের সাড়াপ্রদানের
একটি প্রকার হিসেবে গমন
নীচের প্রশ্নগুলির উত্তর দুই – তিনটি বাক্যে লিখতে
হবেঃ
- গমন কাকে বলে?
- ক্ষনপদ বা সিউডোপোডিয়া কাকে বলে?
- ফ্ল্যাজেলীয় গমন বলতে কী বোঝো?
- মায়োটোম পেশি কাকে বলে?
- মানুষের দুটি কঙ্কাল পেশির নাম লেখো, যা গমনে সাহায্য করে।
- ফ্লেক্সর পেশি কী?
- এক্সটেনসর পেশি কাকে বলে?
- সাইনোভিয়াল তরল কোথায় থাকে এবং এর কাজ কী?
- অস্থি পেশির বিচলনের প্রকার হিসেবে অ্যাবডাশন বলতে কী বোঝো?
- চলন ও গমনের পার্থক্য লেখো।
- বল ও সকেট সন্ধি কাকে বলে?
- দ্বিপদ গমন কাকে বলে?
- সিলিয়ারি গমন কাকে বলে?
- প্রাণীর গমনের সাথে সংশ্লিষ্ট দুটি অঙ্গের নাম লেখো।
দীর্ঘ ব্যাখ্যাভিত্তিক
প্রশ্নগুলির উত্তর দাওঃ
- গমন কাকে বলে? গমনের প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো।
- অ্যামিবয়েড গমন ও সিলিয়ারি গমন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো।
- মানুষের দ্বিপদ গমন পদ্ধতি উল্লেখ করো।
- চিত্রসহ মাছের গমনে পাখনার ভূমিকা বর্ণনা করো।
- মাছের গমনে মায়োটোম পেশির ভূমিকা উল্লেখ করো।
আরো পড়ুনঃ এইখানে ক্লিককরুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ