মাধ্যমিক জীবন বিজ্ঞান
দ্বিতীয় অধ্যায়
কোশ বিভাজন এবং কোশচক্র
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখোঃ
- মাইটোসিসের যে দশায় নিউক্লীয় পর্দার পুনরাবির্ভাব ঘটে তা হল –
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
উত্তরঃ (ঘ) টেলোফেজ
- নীচের কোন্ কোশ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হয় না –
(ক) অ্যামাইটোসিস
(খ) প্রথম মিয়োটিক বিভাজন
(গ) দ্বিতীয় মিয়োটিক বিভাজন
(ঘ) মাইটোসিস
উত্তরঃ (ক) অ্যামাইটোসিস
- মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম গণনা করা যায়, তা হল –
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
উত্তরঃ (খ) মেটাফেজ
- মাইটোসিস কোশ বিভাজন চলাকালীন যে দশায় ‘নিউক্লিওলাসের’ পুনরাবির্ভাব ঘটে তা হল –
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
উত্তরঃ (ঘ) টেলোফেজ
- RNA – তে উপস্থিত রাইবোজ শর্করা যতগুলি কার্বন অনু দ্বারা গঠিত, তার সংখ্যা হল –
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ৫ টি
উত্তরঃ (ঘ) ৫ টি
- উদ্ভিদের দেহে যে কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে, তা হল –
(ক) রেনু মাতৃকোশ
(খ) অগ্রমুকুল কোশ
(গ) পরিণত পাতার কোশ
(ঘ) মূলের কোশ
উত্তরঃ (ক) রেণু মাতৃকোশ
- জীবের লিঙ্গ নির্ধারনকারী ক্রোমোজোমকে বলে –
(ক) অটোজোম
(খ) সেক্স ক্রোমোজোম
(গ) হোমোলোগাস ক্রোমোজোম
(ঘ) অক্সিজোম
উত্তরঃ (খ) সেক্স ক্রোমোজোম
- মাইটোসিস কোশবিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়, তা হল –
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ
উত্তরঃ (গ) অ্যালাফেজ
- বংশগতির ধারক ও বাহক হল –
(ক) জিন
(খ) ক্রোমোজোম
(গ) ক্রোমাটিড
(ঘ) নিউকিয়াস
উত্তরঃ (ক) জিন
- মানুষের প্রতিটি দেহকোশে অটোজোমের সংখ্যা হল –
(ক) ৪৬ টি
(খ) ৪৪ টি
(গ) ২৩ টি
(ঘ) ২২ টি
উত্তরঃ (খ) ৪৪ টি
- স্বাভাবিক পুরুষের দেহে ক্রোমোজোম সংযুক্তি হল –
(ক) 44 A + XX
(খ) 44 A + XO
(গ) 44 A + XY
(ঘ) 46 A + XY
উত্তরঃ (গ) 44 A + XY
- যে ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে -
(ক) মেটাসেন্ট্রিক ক্রোমোজোম
(খ) সাবমেটাসেন্ট্রিক
ক্রোমোজোম
(গ) অ্যাক্রোসেন্ট্রিক
ক্রোমোজোম
(ঘ) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম
উত্তরঃ (ঘ) টেলোসেন্ট্রিক
ক্রোমোজোম
- G0 – দশায় অবস্থানকারী একটি কোশ হল –
(ক) স্নায়ুকোশ
(খ) স্তন্যপায়ীর পরিনত RBC
(গ) পেশিকোশ
(ঘ) সবকটি
উত্তরঃ (ঘ) সবকটি
- প্রানীকোশ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি তৈরি করে –
(ক) সেন্ট্রোমিয়ার
(খ) সেন্ট্রিওল
(গ) সাইটোপ্লাজম
(ঘ) নিউক্লিয়াস
উত্তরঃ (খ) সেন্ট্রিওল
- একটি মাতৃকোশ থেকে চারটি অপত্য কোশ সৃষ্টি হয় –
(ক) মাইটোসিসে
(খ) মিয়োসিসে
(গ) অ্যামাইটোসিসে
(ঘ) অপুংজনিত
উত্তরঃ (খ) মিয়োসিসে
- DNA অনুর গুয়ানিন-এর পরিপূরক কার মূলকটি হল –
(ক) অ্যাডেনিন
(খ) সাইটোসিন
(গ) থাইমিন
(ঘ) ইউরাসিল
উত্তরঃ (খ) সাইটোসিন
- উদ্ভিদ কোশবিভাজনে সাহায্যকারী কোশীয় অঙ্গাণুটি হল –
(ক) রাইবোজোম
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) গলগি বস্তু
(ঘ) সেন্ট্রোজোম
উত্তরঃ (গ) গলগি বস্তু
- নিম্নের কোন্ ক্ষার মূলকটি
RNA-তে
অনুপস্থিত?
(ক) অ্যাডেনিন
(খ) গুয়ানিন
(গ) সাইটোসিন
(ঘ) থাইমিন
উত্তরঃ (ঘ) থাইমিন
- কোশ বিভাজনের সময় ক্রোমোজোমের কোন্ অংশে বেমতন্তু যুক্ত থাকে?
(ক) টেলোমিয়ার
(খ) ক্রোমাটিড
(গ) ক্রোমোনিমা
(ঘ) সেন্ট্রোমিয়ার
উত্তরঃ (ঘ) সেন্ট্রোমিয়ার
- ক্রোমোজোম ধারক করে ও তার বিভাজনে সাহায্য করে যে অঙ্গানু, তা হল –
(ক) গলগি বডি
(খ) মাইটোকনড্রিয়া
(গ) রাইবোজোম
(ঘ) নিউক্লিয়াস
উত্তরঃ (ঘ) নিউক্লিয়াস
- একটি কোশ চারবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে কটি কোশ উৎপন্ন হবে?
(ক) ৮ টি
(খ) ১২ টি
(গ) ১৬ টি
(ঘ) ২৪ টি
উত্তরঃ (গ) ১৬ ট
- প্রাণীকোশে মাইটোসিস কোশ বিভাজনের সময়ে বেমতন্তু গঠন করে –
(ক) গলগি বডি
(খ) মাইটোকনড্রিয়া
(গ) সেন্ট্রিওল
(ঘ) লাইসোজোম
উত্তরঃ (গ) সেন্ট্রিওল
- ইউরাসিল ক্ষারক পাওয়া যায় –
(ক) DNA – তে
(খ) RNA – তে
(গ) প্রোটিনে
(ঘ) লিপিডে
উত্তরঃ (খ) RNA – তে
আরোও পড়ুনঃ এইখানে ক্লিক করুন
কোন কোন বিভাজন পদ্ধতিতে ক্সোমেজোম সংখ্যা অনেক হয়ে যায়।
উত্তরমুছুন