LightBlog
Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - দ্বিতীয় অধ্যায় - কোশ বিভাজন এবং কোশচক্র - শূন্যস্থান পূরন করো - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - দ্বিতীয় অধ্যায় - কোশ বিভাজন এবং কোশচক্র - শূন্যস্থান পূরন করো - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

 মাধ্যমিক জীবন বিজ্ঞান

দ্বিতীয় অধ্যায়

কোষ বিভাজন এবং কোষ চক্র



শূন্যস্থান পূরন করো ঃ 


  • অ্যাডেনিন একটি __________ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক।

উত্তর : পিউরিন


  • __________ প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস সরাসরি বিভক্ত হয়।

উত্তর : অ্যামাইটোসিস


  • ক্রোমাটিন তন্তু দেখা যায় যখন কোষের নিউক্লিয়াস __________ দশায় থাকে।

উত্তর : ইন্টারফেজ


  • ক্রমোনিমার পুঁতির দানার মতো অংশগুলিকে __________ বলে।

উত্তর : ক্রোমোমিয়ার


  • কোশের নিউক্লিয়াসের বিভাজনকে _________ বলে।

উত্তর : ক্যারিওকাইনেসিস


  • _________ কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলে।

উত্তর : মাইটোসিস


  • DNA এর শর্করাটি __________ জাতীয়।

উত্তর : ডি-অক্সিরাইবোজ


  • যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, তাকে __________ ক্রোমোজোম বলে।

উত্তর : স্যাট


  • দুটি __________ ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে।

উত্তর : নন সিস্টার


  • প্রাণী কোষের সাইটোকাইনেসিস __________ পদ্ধতিতে ঘটে।

উত্তর : ক্লিভেজ


  • ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশকে __________ বলে।

উত্তর : কাইনেটোকোর


  • ইউক্যারিওটিক ক্রোমোজোমে __________ প্রোটিন থাকে।

উত্তর : হিস্টোন


  • মিয়োসিস পদ্ধতিতে সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাধার পদ্ধতিকে __________ বলে।

উত্তর : সাইন্যাপসিস


  • জীবের অটোজোম ছাড়া অন্যান্য ক্রোমোজোমকে __________ বলে।

উত্তর : সেক্স ক্রোমোজোম


  • মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা __________ জোড়া।

উত্তর : ২৩


  • মাইটোসিস কোষ বিভাজনের __________ দশায় নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে।

উত্তর : প্রোফেজ 


আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close