Madhyamik Bengali Suggestion 2022 WBBSE – অসুখী একজন – পাবলো নেরুদা – বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Bengali Suggestion 2022 WBBSE – অসুখী একজন – পাবলো নেরুদা – বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২১

অসুখী একজন

পাবলো নেরুদা



বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ঃ 


  • পাবলো নেরুদার প্রকৃত নাম –

(ক) জান নেরুদা

(খ) নেফতালি রিকার্দো রেইয়েস  বাসোয়ালতো

(গ) পল ভারলেইন

(ঘ) রেয়েন্স রিকার্দো নেফতালি বাসোয়ালতো

উত্তরঃ (খ) নেফতালি রিকার্দো রেইয়েস বাসোয়ালতো।


  • “তাপর যুন্ধ এল” –

(ক) রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো

(খ) পাহাড়ের আগুনের মতো

(গ) আগ্নেয়পাহাড়ের মতো

(ঘ) রক্তের সমুদ্রের মতো

উত্তরঃ (ক) রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো


  • “আমি তাকে ছেড়ে দিলাম “ -কোথায়?

(ক) আপেক্ষায় পুকুরপাড়ে

(খ) আপেক্ষায় বসিয়ে রেখে দরজায়

(গ) আপেক্ষায় দাঁড় করিয়ে জানালায়

(ঘ) আপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়

উত্তরঃ (ঘ) আপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়


  • “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ”-বৃষ্টি কখন বক্তার পায়ের দাগ ধুয়ে দিল?

(ক) শরৎকালের বিকেলে

(খ) বর্ষাকাল

(গ) বক্তার মৃ্ত্যুকালে

(ঘ) বক্তার গৃহত্যাগের একবছর পর

উত্তরঃ (ঘ) বক্তার গৃহত্যাগের একবছর পর


  • “সে জানত না আমি আর কখনও ফিরে আসবো না।“ -এই না -ফেরারর অর্থ কী?

(ক) বক্তার বিদেশে বাড়ি

(খ) উভয়ের মধ্যে মনোমালিন্য

(গ) মৃত্যু

(ঘ) যাতায়াতের পথ দুর্গম

উত্তরঃ (গ) মৃত্য


  • “সব চূর্ণ হয়ে গেল , জ্বলেগেল আগুনে ।“ –‘সব’ বলতে কবি বুঝিয়েছেন –

(ক) বাঁশি ,বেহালা, সেতার,

(খ) চিমনি, প্রাচীন, জলতরঙ্গ

(গ) জলতরঙ্গ, বেহালা

(ঘ) চিমনি, গিটার

উত্তরঃ (খ) চিমনি, প্রাচীন, জলতরঙ্গ।


  • “যেখানে আমি  ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম,” –‘আমি’ কে?

(ক) একটি মেয়ে

(খ) গির্জার নান

(গ) কবিতার কথক

(ঘ) জনৈক কবি

উত্তরঃ (গ) কবিতার কথক।


  •  আর বাড়িরা খুন হলো।“ –কী কারণে?

(ক) যুদ্ধে

(খ) বাড়িতে বোমা ছিল

(গ) দাঙ্গায়

(ঘ) মন্বন্তরে

উত্তরঃ (ক) যুদ্ধে


  • উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে” -কার বা কাদের কথা বলা হয়েছে?

(ক) ত্রিশূল-এর

(খ) পুরহিতের

(গ) সন্ন্যাসীর

(ঘ) শান্ত হলুদ দেবতাদের

উত্তরঃ (ঘ) শান্ত হলুদ দেবতাদের


  • ‘অসুখী একজন’ কবিতায় বর্ণিত দেবতাদের চেহারা ছিল -

(ক) অশান্ত হলুদ

(খ) ঈষৎ হলুদ

(গ) দুর্দান্ত হলুদ

(ঘ) শান্ত হলুদ

উত্তরঃ (ঘ) শান্ত হলুদ


  • “রক্তের একটা কালো দাগ।“ -দাগটা কালো কেন?

(ক) রক্ত শুকিয়ে গেছে

(খ) রক্তের রং -ই আসলে কালো

(গ) রক্তপাতের পর বহু সময় অতিক্রান্ত

(ঘ) রক্ত ছিলো অন্য কোনো প্রাণীর

উত্তরঃ (গ)  রক্তপাতের পর বহু সময় অতিক্রান্ত


  • “সেই মেয়েটির মৃত্যু হল না।“ –‘সেই মেয়েতি’ বলতে বোঝানো হয়েছে –

(ক) কবির মাকে

(খ) কথকের স্ত্রীকে

(গ) গির্জার নানকে

(ঘ) কবিতার কথকের জন্য অপেক্ষারতা মেয়েটিকে

উত্তরঃ (ঘ) কবিতার কথকের জন্য অপেক্ষারতা মেয়েটিকে


আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close