Madhyamik Bengali Suggestion 2022 WBBSE – জ্ঞানচক্ষু – আশাপূর্না দেবী – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Bengali Suggestion 2022 WBBSE – জ্ঞানচক্ষু – আশাপূর্না দেবী – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২

 জ্ঞানচক্ষু

আশাপূর্না দেবী 

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২১ 



(১) বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :


১.১ এত কাছে থেকে তপন কখনো দেখিনি -

(ক) জলজ্যান্ত প্রফেসর

(খ) জলজ্যান্ত লেখক

(গ) জলজ্যান্ত চিত্রশিল্পী

(ঘ) জল জ্যান্ত বিজ্ঞানী

উত্তর : (খ) জলজ্যান্ত লেখক


১.২ তপনের মেসোর কলেজে চলছিল -

(ক) বিবাহ কালীন ছুটি

(খ) পুজোর ছুটি

(গ) গরমের ছুটি

(ঘ) বর্ষার ছুটি

উত্তর : (গ) গরমের ছুটি


১.৩ “রত্নের মূল্য জহুরীর কাছেই”। - এখানে ‘জহুরী’ বলতে বোঝানো হয়েছে -

(ক) তপনের বাবাকে

(খ) তপনের মাসিকে

(গ) তপনের নতুন মেসোকে

(ঘ) তপনের মেজকাকুকে

উত্তর : (গ) তপনের নতুন মেসোকে


১.৪ “মেসোর উপযুক্ত কাজ হবে এটা”। - উপযুক্ত কাজটি হলো -

(ক) তপনের লেখা গল্প কারেকশন করে দেওয়া

(খ) তপনকে গল্প লিখে দেওয়া

(গ) তপনের লেখা গল্প কোন পত্রিকায় ছাপিয়ে দেওয়া

(ঘ) ছুটিতে তপনকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া

উত্তর : (গ) তপনের লেখা গল্প কোন পত্রিকায় ছাপিয়ে দেওয়া


১.৫ মামার বাড়িতে বসে তপন প্রথম গল্পটি লিখেছিল -

(ক) রাত্রিবেলায়

(খ) বিকেল বেলায়

(গ) দুপুরবেলায়

(ঘ) সকালবেলায়

উত্তর: (গ) দুপুরবেলায়


১.৬ ছোট মাসি তপনের চেয়ে বড় -

(ক) বছর পাঁচেকের

(খ) বছর আটেকের

(গ) বছর দশেকের

(ঘ) বছর সাতেকের

উত্তর : (খ) বছর আটেকের


১.৭ বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েনি -

(ক) হোম টাস্কের খাতা

(খ) গল্পের বই

(গ) ছুটির পড়ার বই

(ঘ) ছবি আঁকার বই

উত্তর : (ক) হোম টাস্কের খাতা


১.৮ “কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো”? - উক্তিটির বক্তা হলেন -

(ক) তপনের বাবা

(খ) তপনের ছোট মাসি

(গ) তপনের নতুন মেসো

(ঘ) তপনের মামা

উত্তর : (খ) তপনের ছোট মাসি


১.৯ “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে”? - অলৌকিক ঘটনাটি হল -

(ক) তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে

(খ) তখন দেখল ছাপানো গল্পের একটা লাইনও তার নিজের লেখা নয়

(গ) এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে

(ঘ) বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী

উত্তর : (ক) তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে


১.১০ "সারা বাড়িতে শোরগোল পড়ে যায়" - কারণটি হল -

(ক) তপনের মাসি ও মেসো এসেছে

(খ) তপনের লেখক মেসো এসেছে

(গ) তপন পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছে

(ঘ) তপনের গল্প ছাপানো হয়েছে

উত্তর : (ঘ) তপনের গল্প ছাপানো হয়েছে


১.১১ “ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে”। - কোন্‌ কথাটি ছড়িয়ে পড়ে?

(ক) তপনের লেখা গল্প পত্রিকায় ছাপানোর কথা

(খ) তপনের গল্প লেখার কথা

(গ) ছোট মেসোর তপনের লেখা 'প্রথম দিন' গল্পটির কারেকশনের কথা

(ঘ) ক্লাসে তপনের ফার্স্ট হওয়ার কথা

উত্তর : (গ) ছোট মেসোর তপনের লেখা প্রথম দিন গল্পটির কারেকশনের সঙ্গে কথা


১.১২ “বোবার মতো বসে থাকে”। - কারণটি হলো -

(ক) অতি আহ্লাদে বাক্য হারিয়ে ফেলে

(খ) মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন

(গ) তপনের লেখা গল্প পত্রিকায় ছাপানো হয়েছিল বলে

(ঘ) গল্প বই তপনের নাম ছিল না

উত্তর : (খ) মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন


(২) অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :


২.১ “কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল”। - কোন্  কথা শুনে তপনের এরকম অবস্থা হল?

উত্তর : তার ছোট মেসো 'লেখক' এই কথা শুনে তপনের এরকম অবস্থা হল।


২.২ “এ বিষয়ে সন্দেহ ছিল তপনের”। - কোন্ বিষয়ে তপনের সন্দেহ ছিল?

উত্তর : লেখকরাও যে অন্যান্য সাধারন মানুষদের মত হয় সে বিষয়ে তপনের সন্দেহ ছিল।


২.৩ “সেই দিকে ধাবিত হয়”। - কে, কোন্‌ দিকে ধাবিত হয়েছিল?

উত্তর : তপনের ছোট মাসি তপনের লেখা নতুন গল্প তার স্বামীকে দেখানোর উদ্দেশ্যে পাশের ঘরে ধাবিত হয়েছিল।


২.৪ “এই কথাটাই ভাবছে তপন রাতদিন”। - তপন রাতদিন কোন্ কথা ভাবছে?

উত্তর : তপনের নতুন মেসো তপনের লেখা নতুন গল্পটা আদেও ছাপাবে কিনা তাই নিয়ে সে রাতদিন ভাবছিল।


২.৫ “মাথার চুল খাড়া হয়ে উঠল”। - কার এবং কেন এরকম হয়েছিল?

উত্তর : নতুন মেসোর থেকে অনুপ্রাণিত হয়ে তপনের লেখা গল্প নিজে থেকে পড়ার সময় তপনের মাথার চুল খাড়া হয়ে উঠেছিল।


২.৬ “যেন নেশায় পেয়ছে”। - এখানে কিসের নিশার কথা বলা হয়েছে?

উত্তর : এখানে তপনের গল্প লেখার নেশার কথা বলা হয়েছে।


২.৭ “বুকের রক্ত ছলকে ওঠে তপনের”। - তপনের এরকম হওয়ার কারণ উল্লেখ করো।

উত্তর : তপনের ছোট মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল।


২.৮ “আজ আর অন্য কথা নেই”। - সেদিন কিসের কথা ছিল?

উত্তর : সেদিন তপনের লেখা নতুন গল্প ছাপানোর কথা এবং তার ছোট মেসোর মহত্বের কথা ছিল।


২.৯ “তার চেয়ে দুঃখের কিছু নেই”। - এখানে কোন্‌ দুঃখের কথা বলা হয়েছে?

উত্তর : নিজের লেখা গল্পের বই পড়তে বসে যখন কেউ দেখে সেই বইয়ের প্রত্যেকটা লাইন অন্য কারো লেখা।


২.১০ "এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন," -তপনের সংকল্প টি কি ছিল?

উত্তর : সে নিজের সামর্থের বই ছাপাবে।


(৩) ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও : 


৩.১ “তপনের চোখ মার্বেল হয়ে গেল”। - তপনের এরকম হওয়ার কারণ প্রসঙ্গ উল্লেখ করো।


৩.২ “রত্নের মূল্য জহুরীর কাছেই”। - এখানে 'রত্ন' বলতে কাকে বোঝানো হয়েছে? জহুরী কে? কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো।


৩.৩ “এটা খুব ভালো। ওর হবে”। - তপনের লেখা পড়ে তার ছোট মেসোর এরকম মন্তব্যের কারণটি উল্লেখ করো।


৩.৪ “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে”। - অলৌকিক ঘটনাটি ব্যাখ্যা করো।


৩.৫ “যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না”। - কে এবং কেন ভয়ঙ্কর আহ্লাদটা খুঁজে পেল না?


৩.৬ “এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন”। - এখানে কোন্ বইটির কথা বলা হয়েছে? বইটি হাতে পাওয়ার পর কি হয়েছিল?


৩.৭ “কীরে তোর দেখি পায়া ভারী হয়ে গেল”। - উক্তিটি কে করেছিলেন? তপন সম্পর্কে এমন মন্তব্য করার কারণ কি?


৩.৮ “তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন”। - তপনের এরকম মনে হওয়ার কারণটি কি ছিল?


(৪) রচনাধর্মী প্রশ্ন গুলোর উত্তর দাও :


৪.১ “নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের”। - ‘জ্ঞানচক্ষু’ কি? তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে ছিল তা আলোচনা করো?


৪.২ “জ্ঞানচক্ষু” গল্পের কেন্দ্রীয় চরিত্র হিসেবে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো।


৪.৩ “তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে”। - তপন কোন্‌ কথার মধ্যে হারিয়ে যায়? তপন কেন এইসব কথার মধ্যে হারিয়েছিল?


৪.৪ “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের”। - কিসের চেয়ে দুঃখের এবং অপমানের কিছু নেই? উদ্ধৃতাংশের তাৎপর্য উল্লেখ করে।


৪.৫ “জ্ঞানচক্ষু” গল্পে তপনের ছোট মেসোর চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close