মাধ্যমিক জীবন বিজ্ঞান
প্রথম অধ্যায়
উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ :
- উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন টি হল -
(ক) অক্সিন
(খ) থাইরক্সিন
(গ) জিব্বেরেলিন
(ঘ) সাইটোকাইনিন
উত্তর : (ক) অক্সিন
- কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুছে যায়। এটি হলো -
(ক) ফটোন্যাস্টি
(খ) সিসমোন্যাস্টি
(গ) কেমোন্যাস্টি
(ঘ) থার্মোন্যাস্টি
উত্তর : (ক) ফটোন্যাস্টি
- গমনে সক্ষম উদ্ভিদটি হলো -
(ক) ভলভক্স
(খ) ক্ল্যামাইডোমোনাস
(গ) স্পাইরোগাইরা
(ঘ) ভলভক্স ও ক্ল্যামাইডোমোনাস উভয়
উত্তর : (ঘ) ভলভক্স ও ক্ল্যামাইডোমোনাস উভয়
- লজ্জাবতী পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে, এটি হলো -
(ক) কেমোন্যাস্টি
(খ) সিসমোন্যাস্টি
(গ) ফটোট্রফিজম
(ঘ) ফটোট্যাকটিক চলন
উত্তর : (খ) সিসমোন্যাস্টি
- ক্রেসকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন -
(ক) প্রফুল্ল চন্দ্র রায়
(খ) জগদীশচন্দ্র বসু
(গ) সেলিম আলী
(ঘ) সি.ভি. রমন
উত্তর : (খ) জগদীশচন্দ্র বসু
- বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলে -
(ক) ন্যাস্টিক চলন
(খ) ট্যাকটিক চলন
(গ) ট্রপিক চলন
(ঘ) বক্র চলন
উত্তর : (খ) ট্যাকটিক চলন
- বনচাঁড়ালের ত্রিফলার পার্শ্ব পত্রকের চলন একপ্রকারের -
(ক) রসস্ফীতি জনিত চলন
(খ) বৃদ্ধিজ চলন
(গ) বলন
(ঘ) ট্যাকটিক চলন
উত্তর : (ক) রসস্ফীতি জনিত চলন
- পদ্মফুল দিনের আলোয় ফোটে ও অন্ধকারে বুঝে যায়, এটি হলো -
(ক) নিকোটিন্যাস্টিক চলন
(খ) সিসমোন্যাস্টিক চলন
(গ) ফটোন্যাস্টিক চলন
(ঘ) হাইপোন্যাস্টিক চলন
উত্তর : (গ) ফটোন্যাস্টিক চলন
- কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হলো -
(ক) উষ্ণতা
(খ) রাসায়নিক পদার্থ
(গ) স্পর্শ ও আলো
(ঘ) আলো
উত্তর : (খ) রাসায়নিক পদার্থ
- উদ্ভিদের বিটপ অংশ আলোর দিকে বেঁকে যায়, এটি হলো -
(ক) পজিটিভ ফটোট্রপিক
(খ) ফটো ট্যাকটিক
(গ) ফটোন্যাস্টিক
(ঘ) প্রকরণ চলন
উত্তর : (ক) পজিটিভ ফটোট্রপিক
- আলোর তীব্রতা নির্ভরশীল উদ্ভিদ বক্র চলনকে বলে -
(ক) ফটোট্রপিক চলন
(খ) ফটোন্যাস্টিক চলন
(গ) থার্মোন্যাস্টিক চলন
(ঘ) ফটোট্যাকটিক চলন
উত্তর : (ঘ) ফটোন্যাস্টিক চলন
- যে বক্রচলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তাকে বলা হয় -
(ক) প্রোটোপ্লাজমীয় চলন
(খ) ট্রপিক চলন
(গ) ট্যাকটিক চলন
(ঘ) ন্যাস্টিক চলন
উত্তর : (খ) ট্রপিক চলন
- পতঙ্গের সংস্পর্শে আসামাত্র সূর্যশিশিরের কর্ষিকায় কোন ধরনের চলন দেখা যায় -
(ক) থার্মোন্যাস্টিক চলন
(খ) ফটোন্যাস্টিক চলন
(গ) সিসমোন্যাস্টিক চলন
(ঘ) কেমোন্যাস্টিক চলন
উত্তর : (ঘ) কেমোন্যাস্টিক চলন
- উদ্দীপকের দিক অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় -
(ক) প্রকরণ চলন
(খ) ট্যাকটিক চলন
(গ) ট্রপিক চলন
(ঘ) ন্যাস্টিক চলন
উত্তর : (গ) ট্রপিক চলন
- সূর্যালোকের উপস্থিতিতে সূর্যমুখী ফুলের প্রস্ফুটন ঘটে, এটি কোন প্রকারের চলন -
(ক) ফটোট্রপিক চলন
(খ) থার্মোন্যাস্টিক চলন
(গ) ফটোন্যাস্টিক চলন
(ঘ) কেমোন্যাস্টিক চলন
উত্তর : (গ) ফটোন্যাস্টিক চলন
- যখন উদ্ভিদ অঙ্গের চলন কোন রাসায়নিক বস্তু প্রভাবে ঘটে তখন তাকে বলা হয় -
(ক) থার্মোন্যাস্টিক চলন
(খ) নিকোটিন্যাস্টিক চলন
(গ) সিসমোন্যাস্টিক চলন
(ঘ) কেমোন্যাস্টিক চলন
উত্তর : (ঘ) কেমোন্যাস্টিক চলন
- আলোর দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলনকে বলা হয় -
(ক) হাইড্রো ট্রপিক চলন
(খ) ফটোন্যাস্টিক চলন
(গ) ফটোট্যাকটিক চলন
(ঘ) ফটোট্রপিক চলন
উত্তর : (গ) ফটোট্যাকটিক চলন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ