LightBlog
Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - ষষ্ঠ অধ্যায় - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - ষষ্ঠ অধ্যায় - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

 মাধ্যমিক ভূগোল

ষষ্ঠ অধ্যায়

উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র

Madhyamik Geography Suggestion 2021 WBBSE


নিচের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :


  • মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি যেখানে রাখা হয় তাকে কি বলে?

(ক) সেন্সর

(খ) স্পট

(গ) সমকেন্দ্র

(ঘ) প্ল্যাটফর্ম

উত্তর : (ঘ) প্ল্যাটফর্ম


  • উপগ্রহ চিত্র গ্রহণ করা হয় কিসের সাহায্যে -

(ক) ক্যামেরা

(খ) সংবেদন

(গ) আদমশুমারি

(ঘ) সমীক্ষা

উত্তর : (খ) সংবেগন


  • কোন অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা করার সময় কোন, মানচিত্রে প্রয়োজন হয় -

(ক) আবহাওয়া

(খ) ভূ প্রাকৃতিক

(গ) টোপোগ্রাফিক্যাল

(ঘ) রাজনৈতিক

উত্তর : (গ) টোপোগ্রাফিক্যাল


  • সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) কলকাতা

(খ) দিল্লি

(গ) চেন্নাই

(ঘ) দেরাদুন

উত্তর : (ঘ) দেরাদুন


  • কোন অঞ্চলের সমান উচ্চতা বিশিষ্ট স্থান গুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে -

(ক) সমোষ্ণ রেখা

(খ) সমচাপ রেখা

(গ) সমোন্নতি রেখা

(ঘ) সমোচ্চতা রেখা

উত্তর : (গ) সমোন্নতি রেখা


উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :


  • __________ উপগ্রহগুলি পৃথিবীর মেরু বরাবর নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপন করা হয়।

উত্তর : সূর্য সমলয়


  • _______ -এর মাধ্যমে দুর্গম অঞ্চলের তথ্য সহজেই সংগ্রহ করা সম্ভব।

উত্তর : উপগ্রহচিত্র।


  • প্লেন বা হেলিকপ্টারের সাহায্যে তোলা চিত্রকে ________ বলে।

উত্তর : Arial photograph


ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 'million sheet' গুলি শুরু হয়েছে ________ নামক স্থান থেকে।

উত্তর : ইরানের তাবৃজ।


ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহচিত্র হলো একে অপরের _______ ।

উত্তর : পরিপূরক


নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ'লেখ :-


  • উপগ্রহচিত্রে নদী বা জলাশয়ের গভীরতা বেশি হলে গাঢ় নীল ও কম হলে হালকা নীল রং হবে।

উত্তর : শু


  • উপগ্রহগুলিতে তারিখ, সময় ও উপগ্রহের নাম উল্লেখ থাকে।

উত্তর : শু


  • কোনো Soft Copy -এর ক্ষুদ্রতম অংশকে Pixel বলে।

উত্তর : শু


উপগ্রহচিত্রে বালুকাময় এলাকা হলুদ রঙের দেখায়।

উত্তর : শু


উপগ্রহ চিত্রের মাধ্যমে কোন স্থানের সঠিক উচ্চতা সম্পর্কে জানা যায় না।

উত্তর : শু


দু এক কথায় উত্তর দাও :-


  • কোন  টোপোশিটের সূচক নম্বর পড়া না গেলে কিভাবে সেই টোপোশিটের সূচকসংখ্যা জানা যাবে?

উত্তর: মানচিত্রের স্কেল এবং অক্ষাংশ ও দ্রাঘিমা বিস্তুতির সাহায্যে।


  • উপগ্রহচিত্রের গভীর জলাশয় কোন রঙে দেখানো হয়?

উত্তর : কালো।


  • R.F-এর পুরো নাম কি?

উত্তর : Representative fraction।


  • NASA কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র


  • টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন রেখার মাধ্যমে ভূমির উচ্চতা দেখানো হয়?

উত্তর : সমোন্নতি রেখা।


  • NASA-এর পুরো নাম কি?

উত্তর : The National Aeronautics and Space Administration।


  • ISRO-এরপুরো নাম কি?

উত্তর : Indian space Research Organisation।


  • ভারতে একটি ভূ-সমলয় উপগ্রহের নাম লেখ?

উত্তর : INSAT।


  • FCC-এর পুরো নাম কি?

উত্তর : False Colour Composite।


  • RGB-এর পুরো নাম কি?

উত্তর: Red, Green, Blue।


সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর:-


  • উপগ্রহচিত্র কাকে বলে?

  • দূর সংবেদন কাকে বলে?


  • ভূ-সমলয় উপগ্রহ কাকে বলে?


  • Pixel বা পিস্কেল কাকে বলে?


  • ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে?


  • মিলিয়ন শিট কাকে বলে?


সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও ঃ 


  • ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র পাঠের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য কি?


  • ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের ক্ষেত্রে যে স্কেল গুলি ব্যবহৃত হয়, সেগুলি একটি ছকের মাধ্যমে দেখাও।


  • ভূ-বৈচিত্রসূচক মানচিত্র ও উপগ্রহচিত্রের মাধ্যমে পার্থক্য নিরূপণ করো ।


  • উপগ্রহচিত্রের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সংক্ষেপে লেখ।


  • উপগ্রহচিত্রের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে লেখ।


আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close