LightBlog
Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - পঞ্চম অধ্যায় - ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - পঞ্চম অধ্যায় - ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

 মাধ্যমিক ভূগোল

পঞ্চম অধ্যায়

ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা



সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :


  • দৈর্ঘ্যের ভিত্তিতে পৃথিবীতে ভারতীয় রেলপথের স্থান হল -

(ক) প্রথম

(খ) দ্বিতীয়

(গ) তৃতীয়

(ঘ) চতুর্থ

উত্তর : (ঘ) চতুর্থ


  • সোনালী চতুর্ভুজ এর মধ্যে কটি মেট্রো শহরকে যুক্ত করা হয়েছে?

(ক) তিনটি

(খ) চারটি

(গ) সাতটি

(ঘ) দশটি

উত্তর : (খ) চারটি


  • ভারতের প্রাচীনতম মেট্রোরেল কোথায় অবস্থিত -

(ক) কলকাতা

(খ) দিল্লি

(গ) মুম্বাই

(ঘ) চেন্নাই

উত্তর  : (ক) কলকাতা


  • ভারতে সর্বপ্রথম কম্পিউটার পরিষেবা চালু হয় কোন শহরে?

(ক) দিল্লি

(খ) মুম্বাই

(গ) বেঙ্গালুরু

(ঘ) কলকাতা

উত্তর : (ঘ) কলকাতা


  • ভারতের জীবনরেখা কোন পরিবহন ব্যবস্থা কে বলা হয় -

(ক) সড়ক পথকে

(খ) রেলপথকে

(গ) আকাশপথকে

(ঘ) জলপথকে

উত্তর : (খ) রেলপথকে


  • কোন পদ্ধতিতে ক্রুড অয়েল পরিবহন সবচেয়ে লাভজনক হয় -

(ক) রেলপথ

(খ) সড়ক পথ

(গ) পাইপলাইন

(ঘ) রজ্জুপথ

উত্তর : (গ) পাইপলাইন


উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :


  • সোনালী চতুর্ভুজ পৃথিবীর মধ্যে __________ বৃহত্তম প্রকল্প।

উত্তর : পঞ্চম


  • __________বন্দরকে আরব সাগরের রানী বলা হয়।

উত্তর : কোচিন


  • দক্ষিণ রেলপথের সদর দপ্তর হল ____________।

উত্তর : চেন্নাই


  • কলকাতার দমদম বিমানবন্দরের অপর নাম হল __________।

উত্তর : নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর


  • ভারতের প্রবেশদ্বার হলো __________ বন্দর।

উত্তর : মুম্বাই


নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ :


  • যেসব সংস্থার জাহাজ সমুদ্রে চলাচল করে, সেই সব সংস্থাকে শিপিং লাইন বলে।

উত্তর : শু


  • সোনালী চতুর্ভুজ এর কাজ শেষ হয় ২০১২ খ্রিস্টাব্দে।

উত্তর : শু


  • স্থলপথ এর সর্বশ্রেষ্ঠ পরিবহন মাধ্যম হলো রেলপথ।

উত্তর : শু


  • প্রধান বন্দর দিয়ে কমপক্ষে 50 লক্ষ টন পণ্য আমদানি ও রপ্তানি করা হয়।

উত্তর : শু


  • এয়ার ইন্ডিয়া ভারতের আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা।

উত্তর : শু


দু এক কথায় উত্তর দাও :


  • পৃথিবীর দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?

উত্তর : NH 7 , যেটি বারানসি থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত।


  • ভারতের মোট সড়কপথের কত শতাংশ জাতীয় সড়ক?

উত্তর : ১৭%


  • ভারতের একটি শুল্ক মুক্ত বন্দরের নাম লেখ।

উত্তর : গুজরাটের কান্ডালা বন্দর


  • ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল কোনটি?

উত্তর : উত্তর রেলপথ


  • কোন প্রকার পরিবহনের ক্ষেত্রে যাতায়াতের খরচ সবচেয়ে কম?

উত্তর : জলপথ পরিবহন এর ক্ষেত্রে


  • স্থল পথে যেসব পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে তাদের মধ্যে প্রাচীন ও প্রধান কোনটি?

উত্তর : সড়ক পরিবহন


  • সোনালী চতুর্ভুজ কোন চারটি মেগাসিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর : দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাই


নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :


  • পরিবহন ব্যবস্থা বলতে কী বোঝো?


  • রজ্জুপথ পরিবহন ব্যবস্থা বলতে কী বোঝো?


  • পাইপ লাইন পরিবহন কাকে বলে?


  • যোগাযোগব্যবস্থার মাধ্যম গুলো কি কি?


  • পুনঃরপ্তানি বন্দর বলতে কি বোঝো?


নিচের সংক্ষিপ্ত ব্যাখ্যা ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :


  • সোনালী চতুর্ভুজ কাকে বলে?


  • জলপথ পরিবহন এর গুরুত্ব গুলি কি কি?


  • পরিবহন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে প্রধান তিনটি পার্থক্য লেখ।


নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :


  • আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখ।


  • জলপথ পরিবহনগুলি লেখ।


  • স্থলপথ পরিবহন ব্যবস্থায় রেলপথের গুরুত্ব উল্লেখ করো। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close