Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - পঞ্চম অধ্যায় - ভারতের জনসংখ্যা - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - পঞ্চম অধ্যায় - ভারতের জনসংখ্যা - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

 মাধ্যমিক ভূগোল

পঞ্চম অধ্যায়

ভারতের জনসংখ্যা



সঠিক উত্তর নির্বাচন করো :


  • কৃষিকাজ, মাছ চাষ, খুনিজ আহরণ ইত্যাদি কোন ক্ষেত্রের কার্যকলাপ?

(ক) গৌণ

(খ) প্রাথমিক

(গ) প্রগৌণ

(ঘ) অন্যান্য

উত্তর : (খ) প্রাথমিক


  • পৃথিবীর প্রায় কত শতাংশ লোক ভারতে বাস করে?

(ক) ১৭.৫০%

(খ) ১১.৬০%

(গ) ২৬.৫০%

(ঘ) ২১.৫০%

উত্তর : (ক) ১৭.৫০%


  • কোন অঞ্চলের মানুষের বন্টনগত তারতম্যের সূচক হল -

(ক) ধারণযোগ্য উন্নয়ন

(খ) নগরায়ন

(গ) কাম্য জনসংখ্যা

(ঘ) জনঘনত্ব

উত্তর : (ঘ) জনঘনত্ব


  • গ্রামাঞ্চল ধীরে ধীরে শহরে পরিণত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে তা হল -

(ক) কাম্য জনসংখ্যা

(খ) ধারণযোগ্য উন্নয়ন

(গ) নগরায়ন

(ঘ) কোনোটিই নয়

উত্তর : (গ) নগরায়ন


  • অতিবিরল জনঘনত্বযুক্ত একটি কেন্দ্রশাসিত অঞ্চল হল -

(ক) দিল্লি

(খ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

(গ) লাক্ষাদ্বীপ

(ঘ) পুদুচেরি

উত্তর : (খ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ


  • গঙ্গা সমভূমিতে অধিক জলবন্টনের মূল কারণ কোনটি -

(ক) উর্বর মাটি

(খ) উপযুক্ত জলবায়ু

(গ) আয়ুষ্কাল বেশি

(ঘ) নগরায়ন

উত্তর : (ক) উর্বর মাটি


  • কোনটি ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য -

(ক) মহারাষ্ট্র

(খ) গোয়া

(গ) পশ্চিমবঙ্গ

(ঘ) কেরল

উত্তর : (ঘ) কেরল


  • কোনটি ব্যবসাবাণিজ্যের কারণে গড়ে ওঠা শহর -

(ক) হলদিয়া

(খ) শিলিগুরি

(গ) আসানসোল

(ঘ) দুর্গাপুর

উত্তর : (খ) শিলিগুড়ি


উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :


  • ভারতে জনসংখ্যা গণনা হয় _____ বছর অন্তর।

উত্তর : ১০ বাছর


  • কোন অঞ্চলে মোট জনসংখ্যা ও ক্ষেত্রফলের অনুপাত হল ______ ।

উত্তর : জনঘনত্ব


  • মহানগরের জনসংখ্যা হয় ______ ।

উত্তর : ১ লক্ষ


  • __________ কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সর্বাধিক।

উত্তর : দিল্লি


  • শহরের ন্যৃনতম জনঘনত্ব হবে _________ জন/বর্গকিমি।

উত্তর : ৪০০


  • ভারতের বাণিজ্য শহর বলা হয় _______ শহরকে।

উত্তর : মুম্বাই


নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে 'শু'এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখ :


  • কাম্য জনসংখ্যা বা Optimum Population কে Zero Population Growth ও বলা হয়।

উত্তর: শু


  • ভারত হল একটি উন্নয়নশীল দেশ।

উত্তর : শু


  • ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে সম্পদের সঠিক ও সুষ্ঠু ব্যবহারই হলো ধারণযোগ্য উন্নয়ন।

উত্তর : শু


  • জলনিকাশি ব্যবস্থার সমস্যা হল নগরায়ণের একটি সমস্যা।

উত্তর : শু


  • শহরের অর্থনীতি অ-কৃষিভিত্তিক।

উত্তর : শু


এক কথায় উত্তর দাও :


  • ভারতের জনঘনত্ব কত?

উত্তর : প্রতি বর্গকিমিতে ৩৮২ জন।


  • ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার   (২০০১-২০১১)?

উত্তর : নাগাল্যান্ড


  • ভারতের মানুষ-জমির অনুপাত কত?

উত্তর : প্রতি বর্গকিমিতে প্রায় ৪৩২ জন।


  • কোনো দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে কি বলে?

উত্তর : জনস্বল্পতা বা জনবিরলতা।


  • ভারতের দুটি প্রশাসনিক শহরের নাম লেখো?

উত্তর : দিল্লি ও চন্ডিগড়।


  • ২০১১ খ্রিস্টাব্দের সেনসাস অনুযায়ী ভারতের ক-টি মহানগর আছে?

উত্তর : ৫৩ টি


  • ভারতের মেগাসিটি গুলি কি কি?

উত্তর : বৃহত্তর মুম্বাই, বৃহত্তর কলকাতা, বৃহত্তর দিল্লি।


সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর :


  • জনঘনত্ব কাকে বলে?


  • জনবিস্ফোরণ কাকে বলে?


  • ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে?


  • নগরায়ন কাকে বলে?


  • মহানগর কাকে বলে?


ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নোত্তর :


জনসংখ্যা ও জনঘনত্ব এর মাধ্যে পার্থক্য কি?


ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে?


জনঘনত্ব কি?


গঙ্গা সমভূমি তে জনসংখ্যা অধিক কেন ?


রচনাধর্মী প্রশ্নোত্তর :


  • ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি?

  • ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণ কি?

  • ভারতের নগর বা শহরগুলি গড়ে ওঠার কারণ কি?


  • ভারতের নগরায়নের সমস্যা গুলি সম্পর্কে লেখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close