মাধ্যমিক ভূগোল
পঞ্চম অধ্যায়
ভারতের শিল্প
সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
- দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্র বয়ন কেন্দ্র -
(ক) মাদুরাই
(খ) চেন্নাই
(গ) কোয়েম্বাটোর
(ঘ) ভিলাই
উত্তর : (গ) কোয়েম্বাটোর
- কয়লা খনি নিকটবর্তী অঞ্চলে গড়ে উঠেছে এরকম একটি লৌহ ইস্পাত কারখানা হল -
(ক) দুর্গাপুর
(খ) রাউরকেলা
(গ) ভদ্রাবতী
(ঘ) বিশাখাপত্তনম
উত্তর : (ক) দুর্গাপুর
- ডিজেল ইঞ্জিন নির্মাণের কারখানা কোথায় অবস্থিত?
(ক) কানপুরে
(খ) এলাহাবাদে
(গ) বারাণসীতে
(ঘ) হায়দ্রাবাদে
উত্তর : (গ) বারানসীতে
- ভারতে সবচেয়ে বেশি কাপড়ের কল আছে কোন রাজ্যে?
(ক) গুজরাট
(খ) তামিলনাড়ু
(গ) মহারাষ্ট্র
(ঘ) পশ্চিমবঙ্গ
উত্তর : (ক) গুজরাট
- ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কারখানাটি হল -
(ক) মারুতি উদ্যোগ লিমিটেড
(খ) মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড
(গ) অশোক লেল্যান্ড কোম্পানি
(ঘ) ফোর্ড ইন্ডিয়া লিমিটেড
উত্তর : (ক) মারুতি উদ্যোগ লিমিটেড
- কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয়?
(ক) কলকাতা
(খ) দিল্লি
(গ) মুম্বাই
(ঘ) বেঙ্গালুরু
উত্তর : (ঘ) বেঙ্গালুরু
- কোন শহরকে ভারতের রূঢ় বলা হয়?
(ক) জামশেদপুর
(খ) দুর্গাপুর
(গ) ভিলাই
(ঘ) হলদিয়া
উত্তর : (খ) দুর্গাপুর
- নিচের কোন ধরনের শিল্পে অনুসারী শিল্পের প্রাধান্য খুব বেশি -
(ক) পেট্রোরসায়ন শিল্প
(খ) বস্ত্র বয়ন শিল্প
(গ) পাট শিল্প
(ঘ) লৌহ ইস্পাত শিল্প
উত্তর : (ঘ) পেট্রোরসায়ন শিল্প
- নিচের কোন শহরটিকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় -
(ক) কানপুর
(খ) লখনউ
(গ) দিল্লি
(ঘ) জলন্ধর
উত্তর : (ক) কানপুর
- কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় -
(ক) তথ্যপ্রযুক্তি
(খ) পাট
(গ) বস্ত্র বয়ন শিল্প
(ঘ) পেট্রোরসায়ন শিল্প
উত্তর : (ঘ) পেট্রোরসায়ন শিল্প
- কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় -
(ক) লৌহ ইস্পাত শিল্প
(খ) মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র
(গ) পেট্রোরসায়ন শিল্প
(ঘ) বস্ত্র বয়ন শিল্প
উত্তর : (গ) পেট্রোরসায়ন শিল্প
উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
- পেট্রোরসায়ন শিল্পের মূল উপকরণ হলো __________।
উত্তর : ন্যাপথা
- ভারতের প্রথম বাণিজ্যিক মোটর গাড়ি নির্মাণ কারখানা টি গড়ে উঠেছে __________ রাজ্যে।
উত্তর : পশ্চিমবঙ্গ
- দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় __________ শহরকে।
উত্তর : কোয়েম্বাটোর
- লোহার সঙ্গে এক বা একাধিক ধাতু মিশে যে ইস্পাত তৈরি করা হয় তাকে বলা হয় __________।
উত্তর : সংকর ইস্পাত
- ভারতের ডেট্রয়েট বলা হয় __________ শহরকে।
উত্তর : চেন্নাই
নিম্নলিখিত প্রশ্নগুলির শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ :
- ছত্রিশগড়ের ভিলাই হলো ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র।
উত্তর : শু
- জামশেদপুর টাটা ইঞ্জিনিয়ারিং এন্ড লোকোমোটিভ কোম্পানি ভারতে প্রথম রেল ইঞ্জিন তৈরি করে।
উত্তর : শু
- বর্তমানে ভারতের অধিকাংশ রেল ইঞ্জিন তৈরি করা হয় চিত্তরঞ্জন ও বারাণসীতে।
উত্তর : শু
- পশ্চিমবঙ্গের হলদিয়ায় পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে।
উত্তর : শু
- কার্পাস বয়ন শিল্প হল গুজরাটের একটি প্রধান শিল্প।
উত্তর : শু
দু এক কথায় উত্তর দাও :
- কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদন্ড বলা হয়?
উত্তর : লৌহ ইস্পাত শিল্পকে
- কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়?
উত্তর : আমেদাবাদকে
- অশোক লেল্যান্ড কোম্পানি ভারতের কোথায় অবস্থিত?
উত্তর : তামিলনাড়ুর চেন্নাই শহরে
- খনিজ তেল শোধনাগার প্রাপ্ত যেকোনো দুটি উপজাত দ্রব্যের নাম লেখ।
উত্তর : ন্যাপথা ও প্রোপিলিন
- কোন শহরকে টেক সিটি বলা হয়?
উত্তর : পুনে কে
- তথ্যপ্রযুক্তি শিল্পের দুটি ভাগ কি কি?
উত্তর : হার্ডওয়ার ও সফটওয়ার সেক্টর
নিজের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
- লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল গুলি কি কি?
- শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো?
- হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে?
- ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে?
- অনুসারী শিল্প বলতে কী বোঝো?
- পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন?
- তথ্যপ্রযুক্তি শিল্প কাকে বলে?
- পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেন?
নিজের ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
- হলদিয়ার পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার অবস্থানগত সুবিধা গুলি উল্লেখ করো।
- TISCO সম্পর্কে সংক্ষেপে টীকা লেখ
- দূর্গাপুর কে ভারতের রূঢ় বলা হয় কেন?
- পেট্রোরসায়ন শিল্পের গুরুত্ব গুলি কি কি?
- ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো।
নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
- মুম্বাই আমেদাবাদ অঞ্চলে কার্পাস শিল্পের একদেশী ভবনের কারণগুলি উল্লেখ করো।
- পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কি কি?
- পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প উন্নত কেন?
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ