মাধ্যমিক ভূগোল
পঞ্চম অধ্যায়
ভারতের কৃষি
সঠিক উত্তরটি নির্বাচন করো :
- ভারতবর্ষের কত শতাংশ মানুষ কোন না কোন ভাবে কৃষি কাজের সঙ্গে যুক্ত?
(ক) ৭০%
(খ) ৬৫%
(গ) ৫৫%
(ঘ) ৩৫%
উত্তর : (খ) ৬৫%
- ভারতের প্রধান শীতকালীন ফসল হলো -
(ক) তুলো
(খ) গম
(গ) আলু
(ঘ) তৈলবীজ
উত্তর : (খ) গম
- ভারতে ধান গবেষণার প্রধান কেন্দ্র অবস্থিত -
(ক) কটক
(খ) দিল্লি
(গ) কলকাতা
(ঘ) বেঙ্গালুরু
উত্তর : (ক) কটক
- নিচের কোনটি মিলেট জাতীয় শস্য -
(ক) জোয়ার
(খ) ইক্ষু
(গ) বাদাম
(ঘ) কফি
উত্তর : (ক) জোয়ার
- আর্দ্র সমুদ্র বায়ু কোন ফসল চাষের পক্ষে উপযুক্ত?
(ক) পাট
(খ) বাজরা
(গ) তৈলবীজ
(ঘ) কার্পাস
উত্তর : (ঘ) কার্পাস
- কোন রাজ্য ভারতে ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
(ক) বিহার
(খ) উত্তর প্রদেশ
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) পাঞ্জাব
উত্তর : (খ) উত্তর প্রদেশ
- কোন জেলাকে পশ্চিমবঙ্গের "ধানের ভান্ডার" বলে?
(ক) উত্তর 24 পরগনাকে
(খ) মুর্শিদাবাদকে
(গ) বর্ধমানকে
(ঘ) পূর্ব মেদিনীপুরকে
উত্তর : (গ) বর্ধমানকে
- কোন রাজ্যকে ভারতের "চিনির বাটি" বলা হয়?
(ক) হিমাচল প্রদেশ
(খ) উত্তর প্রদেশ
(গ) হরিয়ানা
(ঘ) পাঞ্জাব
উত্তর : (খ) উত্তর প্রদেশ
- নিচের কোন ফসলটি বৃষ্টিহীন অনুর্বর অঞ্চলেও চাষ সম্ভব -
(ক) চা
(খ) ধান
(গ) ইক্ষু
(ঘ) মিলেট
উত্তর : (ঘ) মিলেট
উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
- যেসব ফসল বিক্রি করে কৃষকদের অর্থের আগমন হয় সেসব ফসলকে বলা হয় ____________।
উত্তর : অর্থকারী ফসল
- বর্তমানে পৃথিবীর মোট উৎপাদনের প্রায় __________ শতাংশ ভারতে উৎপন্ন হয়।
উত্তর : ১২
- ___________ কে সোনালী পানীয় বলা হয়।
উত্তর : চা
- কফি উৎপাদনে ভারত পৃথিবীতে __________ স্থান অধিকার করে।
উত্তর : ষষ্ঠ
- বিদেশে রপ্তানির জন্য বা বাণিজ্যিক কারণে যে সকল ফসল উৎপাদন করা হয় তাকে ____________ বলে।
উত্তর : বাণিজ্যিক ফসল
নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো :
- কার্পাস উৎপাদনে ভারতের গুজরাট প্রথম স্থান অধিকার করে।
উত্তর : শু
- ধান চাষের জন্য নদী উপত্যকার পলিমাটি বিশেষ উপযোগী।
উত্তর : শু
- ভারত একটি কৃষিভিত্তিক দেশ।
উত্তর : শু
- কীটনাশক কৃষিকাজের একটি প্রয়োজনীয় উপাদান।
উত্তর : শু
- তুলা হলো একটি বীজ জাতীয় তন্তু ফসল।
উত্তর : শু
- আউশ ধান হলো জায়িদ শস্যের উদাহরণ।
উত্তর : শু
দু এক কথায় উত্তর দাও :
- দুটি রবিশস্যের উদাহরণ দাও।
উত্তর : গম ও আলু
- ভারতে উৎপাদন হয় কোন প্রকার চাল বিদেশে রপ্তানি করা হয়?
উত্তর : সুগন্ধি বাসমতি ও গোবিন্দভোগ চাল
- ভারতের শস্য ভান্ডার কাকে বলা হয়?
উত্তর : তামিলনাড়ুকে
- পশ্চিমবঙ্গের কোন জেলায় চা স্বাদ ও সুগন্ধিতে পৃথিবী বিখ্যাত?
উত্তর : দার্জিলিং
- পাহাড়ি অঞ্চলের মাটি ক্ষয় রোধে ঢালু জমিতে ধাপ কেটে যে চাষ করা হয় তাকে কি বলে?
উত্তর : ধাপ চাষ
- কোন নির্দিষ্ট জমিতে ধারাবাহিকভাবে বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে কি বলে?
উত্তর : শস্যাবর্তন
- ভারতের উৎপন্ন দুটি তন্তু জাতীয় ফসলের নাম লেখ।
উত্তর : পাট ও তুলা
- ভারতের কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি করা হয়?
উত্তর : কলকাতা
- সোনালী তন্তু কাকে বলা হয়?
উত্তর : পাট
নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
- কৃষিকাজ কাকে বলে?
- রবি শস্য ও খারিফ শস্য বলতে কী বোঝো?
- অর্থকারী ফসল কাকে বলে?
- জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষি বলতে কী বোঝো?
- বাগিচা ফসল কাকে বলে?
সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক প্রশ্ন গুলোর উত্তর দাও :
- ভারতীয় কৃষির সমস্যা ও তার সমাধান সম্পর্কে লেখ।
- ভারতকে কৃষিভিত্তিক দেশ বলা হয় কেন?
- দার্জিলিংয়ের চা চাষে উন্নত কেন?
নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
- গাঙ্গেয় সমভূমি অঞ্চলের ধান চাষের অনুকূল প্রাকৃতিক অবস্থা গুলি সংক্ষেপে আলোচনা করো।
- গম চাষের অনুকূল পরিবেশ গুলি উল্লেখ করো।
- ভারতের চা উৎপাদক অঞ্চল গুলির পরিচয় দাও।
- কফি উৎপাদনে অনুকূল ভৌগলিক পরিবেশ সম্পর্কে লেখ।
- ভারতের কার্পাস উৎপাদনে অনুকূল অবস্থা গুলি কি কি?
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ