Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - পঞ্চম অধ্যায় - ভারতের স্বাভাবিক উদ্ভিদ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - পঞ্চম অধ্যায় - ভারতের স্বাভাবিক উদ্ভিদ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

মাধ্যমিক ভূগোল

পঞ্চম অধ্যায়
ভারতের স্বাভাবিক উদ্ভিদ


সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ :

  • চিরহরিৎ বৃক্ষ দেখতে পাওয়া যায় -
(ক) পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে
(খ) গুজরাটে
(গ) রাজস্থানে
(ঘ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে
উত্তর : (ঘ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে

  • ভারতে কোন অরন্যের পরিমাণ সবথেকে বেশি আছে?
(ক) ম্যানগ্রোভ
(খ) পর্ণমোচী
(গ) চিরহরিৎ
(ঘ) মরু উদ্ভিদ
উত্তর : (খ) পর্ণমোচী

  • মরু অঞ্চলে কাঁটাযুক্ত উদ্ভিদকে বলা হয় -
(ক) মেসোফাইট
(খ) হেলিওফাইট
(গ) হ্যালোফাইট
(ঘ) জেরোফাইট
উত্তর : (ঘ) জেরোফাইট

  • যেসব অঞ্চলে চিরহরিৎ গাছ দেখতে পাওয়া যায় সেখানে সারাবছর মাটি থাকে -
(ক) জলমগ্ন
(খ) আর্দ্র
(গ) শুষ্ক
(ঘ) পাথুরে
উত্তর : (খ) আর্দ্র

  • ভারতে কোন অরণ্যে ঠেস মূল যুক্ত গাছ দেখতে পাওয়া যায় -
(ক) পর্ণমোচী
(খ) ম্যানগ্রোভ
(গ) মিশ্র
(ঘ) আল্পীয়
উত্তর : (খ) ম্যানগ্রোভ

  • সামাজিক বনসৃজনে কোন উদ্ভিদে চাষ করা হয় -
(ক) ফনিমনসা
(খ) রডোডেনড্রন
(গ) ইউক্যালিপটাস
(ঘ) হেতাল
উত্তর : (গ) ইউক্যালিপটাস

  • শাল ও সেগুন কোন প্রকার উদ্ভিদ -
(ক) সরলবর্গীয়
(খ) ক্রান্তীয় পর্ণমোচী
(গ) ম্যানগ্রোভ
(ঘ) ক্রান্তীয় চিরহরিৎ
উত্তর : (খ) ক্রান্তীয় পর্ণমোচী

  • ভারতের কোন অরণ্যের অপর নাম 'মৌসুমী অরণ্য' -
(ক) চিরহরিৎ
(খ) সরলবর্গীয়
(গ) পর্ণমোচী
(ঘ) ম্যানগ্রোভ
উত্তর : (গ) পর্ণমোচী

উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

  • পাইন, ফার ও দেবদারু ইত্যাদি হল __________ উদ্ভিদ।
উত্তর : সরলবর্গীয়

  • বিশেষ বিশেষ বৃক্ষ রোপনের মাধ্যমে বনভূমি সৃষ্টি ও সংরক্ষণকে __________ বলে।
উত্তর : সামাজিক বনসৃজন

  • আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নিম্ন উপকূলে __________ বনভূমি দেখতে পাওয়া যায়।
উত্তর : ম্যানগ্রোভ

  • বাবলা হলো এক প্রকার __________ উদ্ভিদ।
উত্তর : জেরোফাইট

  • __________ ও __________ শিল্পে সরলবর্গীয় বৃক্ষের নরম কাঠ ব্যবহার করা হয়ে থাকে।
উত্তর : কাগজ, প্লাইউড

নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ :

  • নাকস ভমিকা একটি আল্পীয় উদ্ভিদ।
উত্তর : শু

  • ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চল হল পশ্চিমঘাট পর্বত অঞ্চল।
উত্তর : শু

  • ভারতের হিমালয় পার্বত্য ভূমিতে চিরহরিৎ অরণ্য দেখতে পাওয়া যায়।
উত্তর : শু

  • পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চলের শুষ্ক পাতাঝরা গাছ দেখতে পাওয়া যায়।
উত্তর : শু

  • বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো সামাজিক বনসৃজন।
উত্তর : শু

দু এক কথায় উত্তর দাও :

  • শীতকালে কোন জাতীয় অরন্যের বৃক্ষের পাতা নির্দিষ্ট সময়ে ঝরে পড়ে?
উত্তর : পর্ণমোচী

  • ভারতের কোন অঞ্চলের উদ্ভিদ শঙ্কু আকৃতির হয়?
উত্তর : সরলবর্গীয় ও আল্পীয় অরণ্য

  • কোন অরণ্য অঞ্চল 'ভারতের সাভানা অঞ্চল' নামে পরিচিত?
উত্তর : শুষ্ক পর্ণমোচী অরণ্য অঞ্চল

  • দেরাদুনে অবস্থিত অরণ্য গবেষণাগার এর নাম কি?
উত্তর : ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট

  • যে কাল্পনিক রেখার উপরে কোন গাছ জন্মায় না, তাকে কি বলে?
উত্তর : উদ্ভিদ রেখা

নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :

  • স্বাভাবিক উদ্ভিদ বলতে কী বোঝো?

  • কোন বনভূমি অঞ্চলকে 'চির গোধূলির অঞ্চল' বলা হয় এবং কেন?

  • জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলতে কী বোঝো?

  • ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে?

  • ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলের উদ্ভিদে ঠেস মূল দেখতে পাওয়া যায় কেন?

  • জরায়ুজ অঙ্কুরোদগম বলতে কী বোঝো?

  • সামাজিক বনসৃজন কাকে বলে?

নিচের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন গুলোর উত্তর দাও :

  • ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য গুলি লেখ।

  • মরু উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো।

  • ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য গুলি লেখ।

  • অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি?

  • কোন কোন উদ্দেশ্যে সামাজিক বনসৃজন করা হয়?

  • ক্রান্তীয় চিরহরিৎ এবং ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের প্রধান তিনটি পার্থক্য লেখ।

নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :

  • হিমালয় পর্বতের উচ্চতা বৃদ্ধিতে উদ্ভিদ মন্ডলীর পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যায়। - কেন?

  • কি কি কারণে অরণ্য ধ্বংস হচ্ছে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close