Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - পঞ্চম অধ্যায় - ভারতের মৃত্তিকা - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - পঞ্চম অধ্যায় - ভারতের মৃত্তিকা - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

 মাধ্যমিক ভূগোল

পঞ্চম অধ্যায়

ভারতের মৃত্তিকা



সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :


  • ভারতের সমভূমি অঞ্চলে প্রধানত কোন ধরনের মৃত্তিকা দেখা যায় -

(ক) কৃষ্ণ মৃত্তিকা

(খ) লোহিত মৃত্তিকা

(গ) মরু মৃত্তিকা

(ঘ) পলি মৃত্তিকা

উত্তর : (ঘ) পলি মৃত্তিকা


  • দাক্ষিণাত্যের লাভা গঠিত মালভূমি অঞ্চলের মৃত্তিকা দেখা যায় তা হল -

(ক) লোহিত মৃত্তিকা

(খ) রেগুর মৃত্তিকা

(গ) ঊষর মৃত্তিকা

(ঘ) ল্যাটেরাইট মৃত্তিকা

উত্তর : (খ) রেগুর মৃত্তিকা


  • লাল মাটিতে বেশি থাকে -

(ক) পটাশিয়াম

(খ) হিউমাস

(গ) অ্যালুমিনিয়াম

(ঘ) লোহা

উত্তর : (ঘ) লোহা


  • আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন ধরনের মৃত্তিকা দেখা যায়?

(ক) লোহিত মৃত্তিকা

(খ) কৃষ্ণ মৃত্তিকা

(গ) পাললিক মৃত্তিকা

(ঘ) পডসল মৃত্তিকা

উত্তর : (ক) লোহিত মৃত্তিকা


  • ভারতীয় কৃষিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ মৃত্তিকা হলো -

(ক) পলি মৃত্তিকা

(খ) পডসল মৃত্তিকা

(গ) কৃষ্ণ মৃত্তিকা

(ঘ) মরু মৃত্তিকা

উত্তর : (ক) পলি মৃত্তিকা


  • নদী অববাহিকায় সমভূমি অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় -

(ক) কাদামাটি

(খ) পলিমাটি

(গ) কাঁকরযুক্ত মাটি

(ঘ) লালমাটি

উত্তর : (খ) পলি মাটি


  • পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় -

(ক) হাওড়া

(খ) দার্জিলিং

(গ) পুরুলিয়া

(ঘ) বাঁকুড়া

উত্তর : (গ) পুরুলিয়া


উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :


  • ভারতের প্রায় __________ শতাংশ স্থান জুড়ে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা।

উত্তর : 17


  • __________ মৃত্তিকা শুকানো অবস্থায় ইটের মত শক্ত ও ভিজে অবস্থায় থাকথকে হয়।

উত্তর : ল্যাটেরাইট


  • __________ মাটিতে জাফরান চাষ ভালো হয়।

উত্তর : কারেওয়া


  • রাজস্থানের লুনি নদীর অববাহিকায় বালি দ্বারা গঠিত পলিমাটি __________ নামে পরিচিত।

উত্তর : লোয়েস


  • ডেকানট্র্যাপ অঞ্চলে ________ মৃত্তিকার প্রাধান্য বেশি।

উত্তর : কৃষ্ণ মৃত্তিকার


নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ :


  • দাক্ষিণাত্যের লাভা গঠিত মালভূমি অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় যা বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা নামে পরিচিত।

উত্তর : শু


  • ভারতের উপকূল অঞ্চলের জলাভূমি ও শুষ্ক হ্রদে পিট জাতীয় কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়।

উত্তর : শু


  • প্লাবন ভূমি থেকে দূরে গঠিত প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলে।

উত্তর : শু


  • দোআঁশ মাটিতে বালি ও কাদা ভাগ প্রায় সমান।

উত্তর : শু


  • মরু ও মরু প্রায় অঞ্চলে বালুকা প্রধান মৃত্তিকাকে সিরোজেম বলে।

উত্তর : শু


দু এক কথায় উত্তর দাও :


  • যে মৃত্তিকায় চুনের ভাগ বেশি ও রং কালো প্রকৃতির হয় তাকে কি বলে?

উত্তর : পেডোক্যাল মৃত্তিকা


  • উচ্চ গাঙ্গেয় সমভূমির জলাভূমির মৃত্তিকাকে কি বলে?

উত্তর : ধাঙ্কার


  • মৃত্তিকা ক্ষয়ের সর্ব প্রধান কারণ কি?

উত্তর : গাছ কাটা


  • পাহাড়ি অঞ্চলে বিভিন্ন উচ্চতায় ধাপ কেটে কেটে যে চাষ করা হয় তাকে কি বলে?

উত্তর : ধাপ চাষ


  • শিথিল মৃত্তিকার স্তরের মধ্য দিয়ে সরু সরু নালার আকারে যে মৃত্তিকা ক্ষয় হয় তাকে কি বলে?

উত্তর : রিল ক্ষয়


নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :


  • রেগুর মৃত্তিকা কাকে বলে?


  • খাদার ও ভাঙ্গার মৃত্তিকা কাকে বলে?


  • কৃষ্ণ মৃত্তিকা কোন কোন ফসল ভালো হয়?


  • লোহিত মৃত্তিকা কোন কোন ফসল ভালো হয়?


  • সিরোজেম মৃত্তিকা বলতে কী বোঝো?


  • ধাপ চাষের গুরুত্ব কি?


সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :


  • কৃষ্ণ মৃত্তিকা অত্যন্ত উর্বর প্রকৃতির হয় কেন?


  • গঠন অনুসারে পলি মৃত্তিকার শ্রেণীবিভাগ করো।


  • ডেকানট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা গড়ে ওঠার কারণ উল্লেখ করো।


  • লোহিত মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান তিনটি পার্থক্য লেখ।


  • "মৃত্তিকা ক্ষয়ের ফলে বন্যার মাত্রা বাড়ে।" - ব্যাখ্যা করো।


রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :


  • ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করে প্রধান এক প্রকার মৃত্তিকার অবস্থান বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখ।


  • মৃত্তিকা ক্ষয়ের ফলে কি কি ঘটে থাকে? 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close