মাধ্যমিক জীবন বিজ্ঞান
দ্বিতীয় অধ্যায়
কোষ বিভাজন এবং কোষ চক্র
নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
- মাইটোসিসের মেটাফেজ দশার ক্রসিং ওভার ঘটে।
উত্তর : মিথ্যা
- ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়।
উত্তর : মিথ্যা
- মিয়োসিস কেবলমাত্র ডিপ্লয়েড কোশে হয়।
উত্তর : সত্য
- কোষ চক্রের G2 দশায় DNA সংশ্লেষ বটে।
উত্তর : মিথ্যা
- প্রাণী কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবিউল থেকে বেমতন্তু গঠিত হয়।
উত্তর : মিথ্যা
- সেন্ট্রোজোম না থাকায় স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না।
উত্তর : সত্য
- কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হল অ্যানাফেজ।
উত্তর : মিথ্যা
- যৌন জননকারী জীবের জনন কোষ উৎপাদনে মাইটোসিস কোষ বিভাজনের প্রয়োজন।
উত্তর : মিথ্যা
- ক্রোমোজোম প্রধানত ক্রোমাটিন পদার্থ দিয়ে গঠিত হয়।
উত্তর : সত্য
- কোষ বিভাজনের সময় কোশকে বিভাজিত হওয়ার শক্তি যোগায় কোষ মধ্যস্থ পারঅক্সিজোম।
উত্তর : মিথ্যা
- নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হয়।
উত্তর : সত্য
বামস্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখ :
বাম স্তম্ভ
২.১ সাইন্যাপসিস
২.২ রেনু মাতৃকোষ
২.৩ ডিপ্লয়েড
২.৪ ইউরাসিল
ডান স্তম্ভ
(ক) মিয়োসিস বিভাজন
(খ) হোমোলোগাস ক্রোমোজোম
(গ) RNA
(ঘ) জাইগোট
উত্তরঃ ২.১ সাইন্যাপসিস - (খ) হোমোলোগাস ক্রোমোজোম
২.২ রেনু মাতৃকোষ - (ক) মিয়োসিস বিভাজন
২.৩ ডিপ্লয়েড - (ঘ) জাইগোট
২.৪ ইউরাসিল - (গ) RNA
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ