Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - দ্বিতীয় অধ্যায় - কোশ বিভাজন এবং কোশচক্র - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - দ্বিতীয় অধ্যায় - কোশ বিভাজন এবং কোশচক্র - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

 মাধ্যমিক জীবন বিজ্ঞান

দ্বিতীয় অধ্যায়

কোষ বিভাজন এবং কোষ চক্র



একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :


  • উদ্ভিদ দেহের বর্ধনশীল অংশে কি ধরনের কোষ বিভাজন ঘটে?

উত্তর : মাইটোসিস


  • কোন জাতীয় কোষ বিভাজনে দেহ কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে?

উত্তর : মাইটোসিস


  • জিন কাকে বলে?

উত্তর : বংশানুসরন এর ধারক ও বাহক।


  • মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয় পৃথকীকৃত হয়?

উত্তর : অ্যানাফেজ দশায়


  • কিসের জন্য ইউক্যারিওটিক ক্রোমোজোম বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকে?

উত্তর : সেন্ট্রোমিয়ারের সাহায্যে


  • মিয়োসিস কোষ বিভাজনের একটি তাৎপর্য উল্লেখ করো।

উত্তর : প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা।


  • কোন প্রকার কোষ বিভাজনে বেম গঠিত হয় না?

উত্তর : অ্যামাইটোসিস কোষ বিভাজনে


  • উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের একটি পার্থক্য লেখ।

উত্তর : সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষের সেলপ্লেট তৈরির মাধ্যমে এবং প্রাণী কোষে ক্লিভেজ পদ্ধতিতে ঘটে।


  • মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের নিরক্ষীয় অঞ্চলে বিন্যস্ত থাকে?

উত্তর : মেটাফেজ দশা


  • উন্নত উদ্ভিদের মূলের অগ্র অংশের কোন কোন কোষ বিভাজন ঘটে?

উত্তর : মাইটোসিস


  • কোষ চক্রের কোন দশায় DNA অনু সংশ্লেষ হয়?

উত্তর : ইন্টারফেসের S দশায়


  • কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে?

উত্তর : অ্যামাইটোসিস কোষ বিভাজন


  • একটি পিউরিন ক্ষারের নাম লেখ।

উত্তর : অ্যাডেনিন


  • জিন কোথায় অবস্থান করে?

উত্তর : ক্রোমোজোমে


  • মানব দেহ কোষে অটোজোমের সংখ্যা কত?

উত্তর : ৪৪ টি


  • DNA এর সম্পূর্ণ নাম কি?

উত্তর : ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড


  • DNA এর কোন নাইট্রোজেন বেস RNA তে থাকে না?

উত্তর : থাইমিন


  • সেন্ট্রোমিয়ার কোথায় দেখা যায়?

উত্তর : ক্রোমোজোমের মুখ্য খাঁজ অঞ্চলে দুটি ক্রোমাটিডের সংযোগস্থলে।


  • মাইটোসিসের কোন দশায় স্টেমবডি ও ইন্টারজোনাল তন্তু গঠিত হয়?

উত্তর : অ্যানাফেজ দশা


বিসদৃশ শব্দটি বেছে লেখ :


  • প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, ইন্টারফেজ

উত্তর : ইন্টারফেজ


  • সাইন্যাপসিস, ক্রসিং ওভার, কায়জমা, সমবিভাজন

উত্তর : সমবিভাজন


  • নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় রন্ধ্র, নিউরোপ্লাজম

উত্তর : নিউরোপ্লাজম


নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড় দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :


  • DNA : থাইমিন : : RNA : _________।

উত্তর : ইউরাসিল


  • কোশপাত : উদ্ভিদ সাইটোকাইনেসিস : : প্রাণী সাইটোকাইনেসিস : __________।

উত্তর : ক্লিভেজ


  • অ্যাডেনিন : থাইমিন : : গুয়ানিন : __________।

উত্তর : সাইটোসিন


আরোও পড়ুন : এইখানে ক্লিক করুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close