LightBlog
Madhyamik Bengali Suggestion 2022 WBBSE – অসুখী একজন – পাবলো নেরুদা – অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর উত্তরসহ - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Bengali Suggestion 2022 WBBSE – অসুখী একজন – পাবলো নেরুদা – অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর উত্তরসহ - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২

 মাধ্যমিক বাংলা সাজেশন

অসুখী একজন

পাবলো নেরুদা 



অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর (কমবেশি ২০টি শব্দে)


  • "সেই মেয়েটির মৃত্যু হল না ।" -মেয়েটি কে?

উত্তরঃ 'অসুখী একজন' কবিতা থেকে উদ্ধৃত এই অংশে যে মেয়েটির কথা বলা হয়েছে, সে হল্কবিতায় কথকের প্রিয়তমা।


  • "সেখাণে ছড়িয়ে রইল কাঠকয়লা" -কোথায় ?

উত্তরঃ যুদ্ধের আগে যেখানে শহর ছিল সেখানে কাঠকয়লা ছড়িয়ে রইল।


  • "আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।" -বক্তার জন্য মেয়েটিওপেক্ষায় কেন?

উত্তরঃ বক্তার সঙ্গে মেয়েটির সম্পর্ক সুগভীর প্রেমের। তাই সে বক্তার ফিরে আসার আপেক্ষায়


  • "অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়" -বক্তা কাকে দরজায় দাঁড় করিয়ে রেখেছেন?

উত্তরঃ তাঁর প্রিয়তমাকে।


  • "বছরগুলো নেমে এল তাঁর মাথার ওপর।" -বছরগুলো কীরকম ছিল?

উত্তরঃ বছরগুলো ছিল একটার পর একটা পাথরের মতো,অর্থাৎ দুঃসহ মানসিক কষ্টে ভরা।


  • "আমি চলে গেলাম দূর...দূরে।" -বক্তা এখানে যে-দূরত্বের কথা বলেছেন তার তাৎপর্য কী?

উত্তরঃ যুদ্ধার্থে গৃহত্যাগ, যেখানে প্রতি পদে রয়েছে মৃত্যুর আশঙ্কা।


  • "শিশু আর বাড়িরা খুন হলো।" -কী কারণে?

উত্তরঃ রক্তক্ষয়ী যুদ্ধের বীভৎসতা  এবং ধ্বংসাত্মক প্রভাবে শিশু এবং সাধারণ  মানুষের বাসস্থান ধ্বংস হল।


  • "সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।" -'সে' কে?

উত্তরঃ কথকের প্রিয়তমা।


  • "সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।" -সব চূর্ণ হওয়া এবং আগুনে জ্বলে যাওয়ার কারণ কী?

উত্তরঃ বীভৎস, ধ্বংসাত্মক, রক্তক্ষয়ী যুদ্ধ।


  • "যারা হাজার বছর ধরে/ডুবে ছিল ধ্যানে " -'যারা' বলতে কাদের বোঝানো হয়েছে ?

উত্তরঃ 'শান্ত হলুদ' দেবতাদের কথা বলা হয়েছে।


  • "তারা আর স্বপ্ন দেখতে পারল না।" -তারা কারা?

উত্তরঃ ধ্যানমগ্ন 'শান্ত হলুদ' দেবতাদের বোঝানো হয়েছে।


  • "একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল।" -বক্তা এখানে কোন সময়ের কথা বলেছেন?

উত্তরঃ বক্তা এখানে তাঁর যুদ্ধার্থে গৃহত্যাগের পরবর্তী সময়কালের কথা বলেছেন।


আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close