মাধ্যমিক জীবন বিজ্ঞান
দ্বিতীয় অধ্যায়
সপুষ্পক উদ্ভিদের যৌন জনন
নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাওঃ
- মটর গাছ উভলিঙ্গ হওয়ায় __________ নিষেক ঘটে।
উত্তরঃ স্ব
- সাধারন সস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হল __________।
উত্তরঃ 3n
- ফুলের স্তবকগুলি যে ক্ষুদ্র দন্ডাকার অংশের ওপর সজ্জিত থাকে, তা হল __________।
উত্তরঃ পুষ্পাক্ষ
- স্ত্রীস্তবকের __________ অংশে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়।
উত্তরঃ ভ্রূণস্থালী
- দ্বিনিষেকের ফলে __________ নিউক্লিয়াস উৎপন্ন হয়।
উত্তরঃ ট্রিপ্লয়েড
- যৌন জননের একককে __________ বলে।
উত্তরঃ গ্যামেট
- নিষেকের পর ___________ ফলে পরিনত হয়।
উত্তরঃ ডিম্বাশয়
- ফুলের ___________ অংশটি আত্মরক্ষায় সহায়তা করে।
উত্তরঃ বৃত্যংশ
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরুপণ করোঃ
- অযৌন জননের একক হল রেণু।
উত্তরঃ সত্য
- সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের মধ্যে ভ্রূণস্থলী থাকে।
উত্তরঃ সত্য
- সস্যাল উদ্ভিদের ক্ষেত্রে নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 2n।
উত্তরঃ সত্য
- গ্যামেটের প্রকৃতি সর্বদা হ্যাপ্লয়েড।
উত্তরঃ সত্য
- নিষেকের পর ডিম্বক ফলে পরিনত হয়।
উত্তরঃ মিথ্যা
- মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়।
উত্তরঃ সত্য
বামস্তম্ভ - ডানস্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিকনং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখোঃ
বামস্তম্ভ
২.১ গর্ভমুন্ড -
২.২ অটোগ্যামি -
২.৩ সস্য নিউক্লিয়াস -
২.৪ ইতর বা বিপরীত পরাগযোগ -
ডানস্তম্ভ
(ক) একই ফুলের মধ্যে পরাগযোগ
(খ) পরাগরেণুর অঙ্কুরণ
(গ) বাহকের প্রয়োজন
(ঘ) ট্রিপ্লয়েড
উত্তরঃ ২.১ গর্ভমুন্ড - (খ) পরাগরেণুর অঙ্কুরণ
২.২ অটোগ্যামি - (ক) একই ফুলের মধ্যে পরাগযোগ
২.৩ সস্য নিউক্লিয়াস - (ঘ) ট্রিপ্লয়েড
২.৪ ইতর বা বিপরীত পরাগযোগ - (গ) বাহকের প্রয়োজন
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ