মাধ্যমিক জীবন বিজ্ঞান
দ্বিতীয় অধ্যায়
সপুষ্পক উদ্ভিদের যৌন জনন
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখোঃ
- পরাগনালিকা রেণুকা যে ছিদ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, তাকে বলে -
(ক) মাইক্রোপাইল
(খ) রেণুরন্ধ্র
(গ) ডিম্বাকরন্ধ্র
(ঘ) ভ্রূণরন্ধ্র
উত্তরঃ (খ) রেণুরন্ধ্র
- কোন্ প্রকার জননে গ্যামেট সৃষ্টি হয়?
(ক) অঙ্গজ জনন
(খ) অযৌন জনন
(গ) যৌন জনন
(ঘ) অপুংজনি জনন
উত্তরঃ (গ) যৌন জনন
- উভলিঙ্গ ফুলের স্বপরাগযোগের বলে -
(ক) জেনগ্যামি
(খ) অটোগ্যামি
(গ) গেইটোগ্যামি
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) অটোগ্যামি
- সপুষ্পক উদ্ভিদের ভ্রুণস্থালীতে ডিম্বাণুর পাশে থাকা দুটি কোশ হল -
(ক) প্রতিপাদ কোশ
(খ) নির্ণীত নিউক্লিয়াস
(গ) সহকারী কোশ
(ঘ) সস্য নিউক্লিয়াস
উত্তরঃ (গ) সহকারী কোশ
- নিষেকের পর ফুলের ডিম্বাশয়ের ডিম্বকগুলি কীসে পরিনত হয় -
(ক) বীজে
(খ) পুষ্পাক্ষে
(গ) ফলে
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) বীজে
- নিষেকের পর গর্ভাশয় পরিনত হয় -
(ক) ভ্রুণে
(খ) ফলে
(গ) বীজে
(ঘ) ফুলে
উত্তরঃ (ঘ) ফলে
- ভ্রূণস্থালীর মধ্যে পুং-গ্যামেট ও ডিম্বাণুর মিলনকে বলে -
(ক) সিনগ্যামি
(খ) দ্বিনিষেক
(গ) অটোগ্যামি
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) সিনগ্যামি
- ভ্রূণস্থলীর মধ্যে নিষেকের সময় ক-টি নিউক্লিয়াস থাকে?
(ক) ২ টি
(খ) ৪ টি
(গ) ৬ টি
(ঘ) ৮ টি
উত্তরঃ (ঘ) ৮ টি
- ফুলের ডিম্বাশয় কী প্রকৃতির -
(ক) হ্যাপ্লয়েড
(খ) ডিপ্লয়েড
(গ) ট্রিপ্লয়েড
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) ডিপ্লয়েড
- জাইগোট কোন্ প্রকৃতির হয়?
(ক) ডিপ্লয়েড
(খ) হ্যাপ্লয়েড
(গ) ট্রিপ্লয়েড
(ঘ) টেট্রাপ্লয়েড
উত্তরঃ (ক) ডিপ্লয়েড
- দ্বিনিষেক দেখা যায় এমন উদ্ভিদ হল -
(ক) মটর
(খ) ছোলা
(গ) রেড়ি
(ঘ) সবগুলি
উত্তরঃ (ঘ) সবগুলি
- কোন্ ফুলে পাখির সাহায্যে পরাগযোগ ঘটে?
(ক) মাদার
(খ) শিমুল
(গ) মাদার ও শিমুল
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) মাদার ও শিমুল
- সপুষ্পক উদ্ভিদের যৌন জননকালে ফুলের কোন্ অংশটি পুংজননকোশ সৃষ্টি করে?
(ক) পরাগধানী
(খ) পরাগরেণু
(গ) পুংদন্ড
(ঘ) ডিম্বক
উত্তরঃ (খ) পরাগধানী
- ফুলের যে অংশেটি বীজে রূপান্তরিত হয়, তা হল -
(ক) ডিম্বাশয়
(খ) ডিম্বক
(গ) পরাগধানী
(ঘ) গর্ভমুন্ড
উত্তরঃ (খ) ডিম্বক
- কোন্টি বায়ুপরাগী ফুল?
(ক) পাতাঝাঁঝি
(খ) ধান
(গ) শিমুল
(ঘ) অর্কিড
উত্তরঃ (খ) ধান
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ