মাধ্যমিক জীবন বিজ্ঞান
দ্বিতীয় অধ্যায়
সপুষ্পক উদ্ভিদের যৌন জনন
একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাওঃ
- গর্ভকেশরের প্রতিটি অংশকে কী বলে ?
উত্তরঃ গর্ভপত্র বলে।
- বায়ুপরাগী দুটি ফুলের নাম লেখো।
উত্তরঃ ধান, গম।
- একটি ফুলের সাহায্যকারী স্তবকের নাম কী?
উত্তরঃ বৃতি ও দলমন্ডল।
- জলপরাগী দুটি ফুলের নাম লেখো।
উত্তরঃ পাতাঝাঁঝি ও পাতাশ্যাওলা।
- ফুলের পুংস্তবকের অংশগুলি কী কী?
উত্তরঃ পুংদন্ড ও পরাগদধানী।
- ফুলের জনন স্তবক কোনগুলি?
উত্তরঃ পুংস্তবক ও স্ত্রীস্তবক।
- কীটপতঙ্গ পরাগী দুটি ফুলের নাম লেখো।
উত্তরঃ আম ও গম।
- বিটপের কোন অংশ থেকে ফুল উৎপন্ন হয়?
উত্তরঃ পুষ্পমুকুল।
- নিষেকের পর ডিম্বাণু কীসে পরিবর্তিত হয়?
উত্তরঃ ভ্রূণাণু বা জাইগোটে।
- সস্য নিউক্লিয়াস কী?
উত্তরঃ দ্বিনিষেকের ফলে নির্ণীত নিউক্লিয়াস পুং-গ্যামেট দ্বারা নিষিক্ত হলে যে ট্রিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়, তাকে সস্য নিউক্লিয়াস বলে।
বিসদৃশ শব্দটি বেছে লেখোঃ
- অটোগ্যামি, গেইটেনোগ্যা, অ্যলোগ্যামি, সিনগ্যামি।
উত্তরঃ সিনগ্যামি।
- গাইনেসিয়াম, পুংদন্ড, পরাগধানী, পুংকেশর।
উত্তরঃ গাইনেসিয়াম
- সেপালস, স্ট্যামেন, পেটালস, ক্যালিক্স।
উত্তরঃ স্ট্যামেন
নীচে সম্পর্কযুক্ত শব্দজোড়া দেওয়া আছে। প্রথম জোড়া দেখে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ
- স্বপরাগযোগঃ অটোগ্যামীঃঃ ইতর পরাগযোগঃ ____।
উত্তরঃ গর্ভশয়
- পরাগরেণুঃ পরাগধানীঃঃ ডিম্বকঃ _____ ।
উত্তরঃ ডিম্বাশয়
- ডিম্বাণুঃ হ্যাপ্লয়েডঃঃ সস্যকলাঃ ____।
উত্তরঃ ট্রিপ্লয়েড
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো :
- গর্ভকেশর, বৃতি, দলমন্ডল, পুষ্পস্তবক।
উত্তরঃ পুষ্পস্তবক
- ডিম্বক, ভ্রূণস্থলী, ডিম্বকরন্ধ্র, ডিম্বাণু।
উত্তরঃ ডিম্বক
- গর্ভদন্ড, গর্ভপত্র, গর্ভশয়, গর্ভমুন্ড।
উত্তরঃ গর্ভশয়।
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ