Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - দ্বিতীয় অধ্যায় - বায়ুর স্তর বিন্যাস - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - দ্বিতীয় অধ্যায় - বায়ুর স্তর বিন্যাস - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

মাধ্যমিক ভূগোল

দ্বিতীয় অধ্যায়

বায়ুর স্তর বিন্যাস



** সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

  • ওজোন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের -
(ক) ট্রপোস্ফিয়ারের
(খ) স্ট্রাটোস্ফিয়ারে
(গ) থার্মোস্ফিয়ারে
(ঘ) মেসোস্ফিয়ারে
উত্তর : (খ) স্ট্রাটোস্ফিয়ার

  • বায়ুমণ্ডলের যে স্তরে শান্ত মন্ডল নামে পরিচিত সেটি হল -
(ক) ট্রপোস্ফিয়ার
(খ) স্ট্রাটোস্ফিয়ার
(গ) মেসোস্ফিয়ার
(ঘ) আয়োনোস্ফিয়ার
উত্তর : (খ) স্ট্রাটোস্ফিয়ার

  • সূর্য থেকে আগত আল্ট্রা ভায়োলেট রে যে বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদান শোষণ করে সেটি হল -
(ক) অক্সিজেন
(খ) নাইট্রোজেন
(গ) হাইড্রোজেন
(ঘ) ওজোন গ্যাস
উত্তর : (ঘ) ওজোন গ্যাস

  • আকাশের রং নীল দেখায় বায়ুমণ্ডলের -
(ক) কার্বন ডাই অক্সাইড এর উপস্থিতির জন্য
(খ) অক্সিজেন এর উপস্থিতির জন্য
(গ) ধূলিকণার উপস্থিতির জন্য
(ঘ) জলীয়বাষ্পের উপস্থিতি জন্য
উত্তর : (গ) ধূলিকণার উপস্থিতির জন্য

  • বায়ুমণ্ডলের রক্ষাকবচ বলা হয় যে গ্যাসীয় স্তরকে সেটি হল -
(ক) ওজোন স্তর
(খ) শান্ত মন্ডল
(গ) ক্ষুব্ধ মন্ডল
(ঘ) আয়ন স্তর
উত্তর : (ক) ওজোন স্তর

  • মিথেন গ্যাসের উৎস হল -
(ক) জলাভূমি
(খ) এয়ার কন্ডিশন মেশিন
(গ) রেফ্রিজারেটর
(ঘ) অগ্নিনির্বাপক যন্ত্র
উত্তর : (ক) জলাভূমি

** উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

  • পৃথিবীর রেডিও তরঙ্গ গুলি আবার পৃথিবীতে ফিরে আসে বায়ুমণ্ডলের __________ স্তরে।
উত্তর : আয়োনোস্ফিয়ার

  • __________ বায়ুমণ্ডলীয় স্তরে বায়ু দূষণকারী পদার্থ গুলির অবস্থান করে।
উত্তর : ট্রপোস্ফিয়ার

  • বায়ুমণ্ডলের __________ স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে প্রাধান্য দেখা যায়।
উত্তর : এক্সোস্ফিয়ার

  • বায়ুমন্ডলের প্রধান ওজন ধ্বংসকারী গ্যাস হল __________।
উত্তর : ক্লোরোফ্লোরো কার্বন

  • ধান চাষের পরে আবদ্ধ জলাভূমি __________ গ্যাসের আঁতুড়ঘর।
উত্তর : মিথেন

** নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো :

  • থার্মোস্ফিয়ারের বায়ুকণা আয়নিত অবস্থায় থাকে।
উত্তর : শু

  • ওজোন স্তর না থাকলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পেত।
উত্তর : শু

  • ম্যাগনেটোস্ফিয়ারের মাধ্যমে বায়ুমণ্ডলীয় চৌম্বক ক্ষেত্র মহাজাগতিক চৌম্বক ক্ষেত্রে বিলীন হয়ে যায়।
উত্তর : শু

  • স্ট্রাটোস্ফিয়ারের নিচের অংশকে ওজোন স্তর বলা হয়।
উত্তর : শু

** দু এক কথায় উত্তর দাও :

  • মেরুজ্যোতি বা মেরুপ্রভা কোন বায়ুমণ্ডলীয় স্তরে দেখা যায়?
উত্তর : আয়োনোস্ফিয়ার

  • বায়ুমণ্ডলের উর্ধ্বতম স্তর কোনটি?
উত্তর : ম্যাগনেটোস্ফিয়ার

  • বায়ুমন্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়?
উত্তর : মেসোস্ফিয়ার 

  • ট্রপোপজ কি?
উত্তর : ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের সীমারেখাকে ট্রপোপজ বলে।

  • বায়ুমন্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মন্ডল বলা হয়?
উত্তর : ট্রপোস্ফিয়ার

** সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও ঃ 

  • উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর গুলির নাম লেখ।

  • ওজন ধ্বংসকারী দুটি গ্যাসের নাম লেখ।

  • বায়ুমন্ডলের আয়নস্তরের গুরুত্ব লেখ।

  • স্ট্র্যাটোপজ বলতে কি বোঝো?

** নিচের সংক্ষিপ্ত ব্যাখ্যা ধর্মী প্রশ্নগুলোর উত্তর দাও :

  • স্ট্রাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য গুলি লেখ।

  • ওজোন স্তরের গুরুত্ব কি?

  • বায়ুমণ্ডলের ওজোন স্তর বিনাশের কারণ গুলি লেখ।

  • ওজোন স্তর ধ্বংসের ফলাফল গুলি উল্লেখ করো।

** নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও ঃ 

  • বায়ুমণ্ডলের স্তর গুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close