Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - দ্বিতীয় অধ্যায় - বায়ুমণ্ডলের ধারণা ; উপাদান - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - দ্বিতীয় অধ্যায় - বায়ুমণ্ডলের ধারণা ; উপাদান - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

 

মাধ্যমিক ভূগোল
দ্বিতীয় অধ্যায়
বায়ুমণ্ডলের ধারণা ; উপাদান


** সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখ : 

  • বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে -
অক্সিজেন
নাইট্রোজেন
কার্বন ডাইঅক্সাইড
হাইড্রোজেন
উত্তর : নাইট্রোজেন

  • বায়ুমন্ডলে প্রায় ২০.৯৫% পরিমানে আছে -
নাইট্রো ডাইঅক্সাইড
কার্বন ডাইঅক্সাইড
অক্সিজেন
হিলিয়াম
উত্তর : অক্সিজেন

  • বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উপস্থিত আছে প্রায় -
০.০০১৮%
২০.৯৩%
০.৯৩%
০.০৩%
উত্তর : ০.০৩%

উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

  • বাতাসে ভাসমান _________ কেন্দ্র করে জলীয়বাষ্প ভেসে বেড়ায়।
উত্তর : ধূলিকণাকে

  • সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণে বাধা দেয় বায়ুমণ্ডলের __________ গ্যাস ।
উত্তর : ওজন।

  • বায়ুমণ্ডলের ___________ কিমি উচ্চতা পর্যন্ত গ্যাসীয় উপাদানগুলি অনুপাত প্রায় অপরিবর্তিত থাকে।
উত্তর : ৮০

** নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ'লেখ।

  • নাইট্রোজেন গ্যাস সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শুষে নেয়।
উত্তর : 'অ'

  • বায়ুমণ্ডলের নিম্ন স্তরের গবেষণাকে বলে অ্যারোমি বিদ্যা।
উত্তর : 'অ'

  • আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় ছাই,ভস্ম বায়ুমণ্ডলের মেশে, এগুলি ধূলিকণার উৎস ।
উত্তর : 'শু'

** দুই এক কথায় উত্তর দাও :

  • বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি ?
উত্তর : নাইট্রোজেন গ্যাস (৭৮.০৮%) ।

  • যে সমস্ত গ্যাসীয় উপাদান বাতাসে সমানুপাতে সর্বদা উপস্থিত থাকে, তাকে কি বলে ?
উত্তর : স্থায়ী গ্যাসীয় উপাদান বলে।

  • যে সমস্ত গ্যাসীয় উপাদান এর উপস্থিতি সময় ও স্থান বিশেষে পরিবর্তিত হয় তাকে, কি বলে  ?
উত্তর : অস্থায়ী  উপাদান বলে।

  • কোন গ্যাস উদ্ভিদের সালোকসংশ্লেষের ঘটাতে সাহায্য করে?
উত্তর : কার্বন ডাইঅক্সাইড।

** সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর :

  • বায়ুমণ্ডল কাকে বলে ?

  • বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস গুলি কি কি ?

  • অ্যারোসল কি ?

  • গ্রীন হাউজ গ্যাস গুলির নাম লেখ ।

** সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর :

  • বায়ুমণ্ডলের উপাদান গুলি কি কি?

  • বায়ুমন্ডলে অক্সিজেনের গুরুত্ব কি ?

  • বায়ুমন্ডলে নাইট্রোজেনের গুরুত্ব লেখ ।

  • অ্যারোসল বা ধূলিকণার উৎসগুলি কি কি ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close