Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - প্রথম অধ্যায় - বায়ুর দ্বারা সৃষ্ট ভূমিরূপ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - প্রথম অধ্যায় - বায়ুর দ্বারা সৃষ্ট ভূমিরূপ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

 মাধ্যমিক ভূগোল

দশম শ্রেণী

প্রথম অধ্যায়

বায়ুর দ্বারা সৃষ্ট ভূমিরূপ


সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :


  • ভারতের কোন রাজ্যে বায়ু কার্যের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটে -

(ক) রাজস্থান

(খ) উত্তর প্রদেশ

(গ) মধ্যপ্রদেশ

(ঘ) বিহার

উত্তর : (ক) রাজস্থান


  • পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হলো -

(ক) সম্বর

(খ) পুষ্কর

(গ) কাতারা

(ঘ) কোনটাই নয়

উত্তর :(গ)  কাতারা


  • ইয়ারদাং গড়ে ওঠে কোন জলবায়ু অঞ্চলে? -

(ক) আর্দ্র

(খ) শীতল

(গ) শুষ্ক

(ঘ) উষ্ণ আর্দ্র

উত্তর : (গ) শুষ্ক


  • কোন মরুভূমিকে mushroom rocks বলা হয় -

(ক) ইয়ারদাং

(খ) গৌর

(গ) জুগ্যান

(ঘ) ইনসেলবার্জ

উত্তর : (খ) গৌর


  • শিলাময় মরুভূমি কি নামে পরিচিত -

(ক) আর্গ

(খ) কুম

(গ) রেগ

(ঘ) হামাদা

উত্তর : (ঘ) হামাদা


  • কোন ভূমিরূপটি বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত -

(ক) বার্খান

(খ) গৌর

(গ) ইয়ারদাং

(ঘ) ওয়াদি

উত্তর : (ঘ) ওয়াদি


** উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :


  • সাহারা শব্দের অর্থ __________ প্রান্তর।

উত্তর : জনশূন্য


  • পাথুরে মরুভূমিকে আলজেরিয়া ____________ বলে।

উত্তর : রেগ


  • বালির প্রধান খনিজ হল __________।

উত্তর : কোয়ার্টস


  • বায়ুর সঞ্চয় কার্যের প্রধান ভূমিরূপ হল __________।

উত্তর : বালিয়াড়ি


  • পেডিমেন্টের মধ্যে অনুচ্চ টিলাকে বলা হয় ________।

উত্তর : ইনসেলবার্জ


  • বালি অপসারণে থর মরুভূমির সৃষ্টি হ্রদ ___________ নামে পরিচিত।

উত্তর : ধান্দ


** নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ :


  • লোয়েস সমভূমি মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাড্ডোর  নামে পরিচিত।

উত্তর : অ


  • বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত হয় ভেন্টিফ্যাক্ট।

উত্তর : শু


  • মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি হয় পেডিমেন্ট।

উত্তর : শু


  • বার্খান বালিয়াড়ি থেকেই সিফ বালিয়াড়ির সৃষ্টি হয়।

উত্তর : শু


  • বায়ুর অপবাহন ক্ষয় প্রক্রিয়ায় শিলার আঁচড় কাটা দাগ সৃষ্টি হয়।

উত্তর : অ


** দু এক কথায় উত্তর দাও :


  • কোন কোন অঞ্চলে বায়ুর কাজ দেখা যায়?

উত্তর : শুষ্ক মরু অঞ্চলে ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে।


  • পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরুভূমি অঞ্চলের উদাহরণ দাও।

উত্তর : সৌদি আরবের রুব আল খালি।


  • বার্খান শব্দের অর্থ কি?

উত্তর : স্টেপ অঞ্চলের বালিয়াড়ি


  • অতিরিক্ত লবণাক্ত প্লায়াকে কি বলে?

উত্তর : স্যালিনা


  • ইনসেলবার্জ ক্ষয় পেয়ে বোল্ডাররূপী ভূমিরূপ গঠন করে, তাকে কি বলে?

উত্তর : ক্যাসেল কপিজ


** সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :


  • দক্ষিণ গোলার্ধের দুটি ক্রান্তীয় মরুভূমির নাম লেখ।


  • মরুদ্দ্যান বলতে কী বোঝো?


  • ব্লো আউট বা অপবাহন সৃষ্ট গর্ত কাকে বলে?


  • গৌর কাকে বলে?


  • ভেন্টিফ্যাক্ট বলতে কী বোঝো?


  • র্বাখান কাকে বলে?


  • লোয়েস কি?


** নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো :


  • মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন?


  • লোয়েস সমভূমি কিভাবে গঠিত হয় উদাহরণসহ ব্যাখ্যা করো।


  • মরুভূমির সম্প্রসারণ রোজ কি কি উপায়ে করা যেতে পারে বলে তোমার মনে হয়?


  • পেডিমেন্ট ও ইনসেলবার্জের প্রধান তিনটি পার্থক্য লেখ।


  • ওয়াদি ও প্লায়ার প্রধান তিনটি পার্থক্য আলোচনা করো।


** নিম্নলিখিত রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :


  • বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও।


  • বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও।


  • বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি গড়ে ওঠার কার্যকারণ সম্পর্ক আলোচনা করো।


  • আকৃতি অনুসারে বিভিন্ন প্রকার বালিয়াড়ির শ্রেণীবিভাগ করো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close