Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - প্রথম অধ্যায় - হিমবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - প্রথম অধ্যায় - হিমবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

 মাধ্যমিক ভূগোল

প্রথম অধ্যায়

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ


বিভাগ ক


** সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখ :-


  • পৃথিবীর মন্থরতম হিমবাহ হল -

(ক) গ্রীনল্যান্ডের কওয়ারায়াক

(খ) কুমেরুর মেসার্ভ

(গ) আলাস্কার হুবার্ড

(ঘ) কুমেরুর ল্যাম্বার্ট

উত্তর : (খ) কুমেরুর মেসার্ভ


  • পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হল -

(ক) আলাস্কার হুবার্ড

(খ) ইউরোপের অ্যালিস

(গ) ভারতের সিয়াচেন

(ঘ) কুমেরুর ল্যাম্বার্ট

উত্তর : (ক) আলাস্কার হুবার্ড


  • হিমশৈলের মোট আয়তনের মধ্যে জলে ভাসমান থাকে -

(ক) ১/৯ ভাগ

(খ) ১/৭ ভাগ

(গ) ১/১০ ভাগ

(ঘ) ১/৮ ভাগ

উত্তর : (ক) ১/৯ ভাগ


  • ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় -

(ক) জলপ্রপাত

(খ) হিমশৈল

(গ) আঁকাবাঁকা গতিপথ

(ঘ) গিরিখাত

উত্তর : (ক) জলপ্রপাত


  • হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় -

(ক) নাতিশীতোষ্ন

(খ) মেরু অঞ্চলে

(গ) উপক্রান্তীয় অঞ্চলে

(ঘ) নিরক্ষীয় অঞ্চলে

উত্তর : (খ) মেরু অঞ্চলে


  • দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশ হলো -

(ক) ভার্ব

(খ) এসকার

(গ) গ্রাবরেখা

(ঘ) নব

উত্তর : (ঘ) নব


  • কোন দশকে 'The land of fjords' বলা হয় ? -

(ক) আইসল্যান্ড

(খ) নরওয়ে

(গ) কানাডা

(ঘ) ফিনল্যান্ড

উত্তর : (খ) নরওয়ে


  • কোন বিষয়টি জাহাজ চলাচলে বিপদ ঘটে ? -

(ক) বার্গস্রন্ড

(খ) এরিটি

(গ) হিমশৈল

(ঘ) ক্রেভাস

উত্তর : (গ) হিমশৈল


  • দুটি করির মধ্যবর্তী অংশ কি নামে পরিচিত -

(ক) কেম

(খ) ড্রামলিন

(গ) এরিটি

(ঘ) এস্কার

উত্তর : (গ) এরিটি


** অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর :


  • হিমবাহ উৎপত্তির পূর্বে শব্দটি পেঁজা তুলোর মতন বরফের স্তূপকে _______ বলে।

উত্তর : নেভে


  • হিমাবাহের চাপের পর্বতগাত্রে ফাটল বরাবর প্রস্তরখন্ড বিচ্ছিন্ন হলে, তাকে ________ ক্ষয় বলে।

উত্তর : উৎপাটন


  • পড়া পার্বত্য হিমবাহ ক্ষয় অ্যাম্ফিথিয়েটারের মতো ভূমিরূপকে _______ বলে।

উত্তর : সার্ক


  • হিম উপত্যকা দেখে ইংরেজি _____ অক্ষরের মতো।

উত্তর : 'U'


  • হিমবাহের প্রান্তভাগে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হলে _________ গ্রাবরেখা সৃষ্টি হয়।

উত্তর : প্রান্ত


** নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ'  লেখ।


  • হিমসিঁড়ি  খাঁজকাটা ধাপে জল জমে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় ।

উত্তর : 'অ'


  • রসে মতানের হিমবাহ প্রবাহের বিপরীত দিক সমতল হয় ।

উত্তর : 'অ'


  • হিমবাহগলা বিভিন্ন আকৃতির শিলাখণ্ডকে বোল্ডার ল্কে।

উত্তর : 'শু'


  • মহাদেশীয় হিমবাহ আসলে এক প্রকার বরফের স্তূপ।

উত্তর : 'শু'


  • হিমবাহ উপত্যকা পার্শ্ব ও নিম্ন ক্ষয় সমান হারে করে বলেই উপত্যকা হয় 'U' আকৃতির।

উত্তর : 'শু'


দুই এক কথায় উত্তর দাও :-


  • উচ্চ অক্ষাংশের উপকূলে উচ্চ অক্ষাংশের উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া আংশিক জলমগ্ন উপত্যকা কে কি বলে?

উত্তর : ফিয়র্ড


  • হিমাবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায়, সেই অংশের গ্রাবরেখাকে কি বলে ?

উত্তর : প্রান্ত গ্রাবরেখা


  • পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কি বলে ?

উত্তর : লোব


  • হিমাবাহ জীবের মত এগিয়ে গেলে তাকে কি বলে ?

উত্তর : ব্লো আউট


  • সবচেয়ে বেশি হিমবাহ কোন মহাদেশে দেখা যায় ?

উত্তর : দক্ষিণ গোলার্ধে অ্যান্টার্কটিকা মহাদেশের।


** সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর :-


  • হিমযুগ কাকে বলে ?


  • পাদদেশীয় হিমবাহ কাকে বলে ও উদাহরণ দাও।


  • হিমরেখা কাকে বলে ?


  • হিমশৈল কাকে বলে ?


  • বার্গস্রুন্ড কে বলে ?


  • ড্রামলিন কি ?


  • এসকার কাকে বলে ?


** সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর :


  • হিমবাহ উপত্যকার আকৃতি 'U'-এর মতো হয় কেন ?


  • নদী উপত্যকা হিমবাহ উপত্যকার আকৃতি কীরূপ হয় এবং কেন হয় ব্যাখ্যা করো।


  • বিভিন্ন ধরনের গ্রাফ লেখার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।


  • রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখ।

** রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ 


  • হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের ব্যাখ্যা দাও।


  • হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের ব্যাখ্যা দাও।


  • হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ গুলির ব্যাখ্যা দাও।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close