LightBlog
Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - প্রথম অধ্যায় - নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - প্রথম অধ্যায় - নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

 মাধ্যমিক ভূগোল

দশম শ্রেণী

নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ


** সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :


  • নদী যে খাতের মধ্যে দিয়ে বয়ে চলে, তাকে বলে -

(ক) অববাহিকা

(খ) নদীখাত

(গ) দোয়াব

(ঘ) জলবিভাজিকা

উত্তর : নদীখাত


  • মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয় কার্যের ফলে -

(ক) নদীর 

(খ) বায়ুর 

(গ) হিমবাহের 

(ঘ) সমুদ্র তরঙ্গের

উত্তরঃ (ক) নদীর


  • এশিয়ার একটি অন্তর্বাহিনী নদী হল -

(ক) আমুদরিয়া

(খ) লেনা

(গ) সিকিয়াং

(ঘ) ইরাবতী

উত্তর : (ক) আমুদরিয়া


  • পলল শঙ্কু দেখা যায় -

(ক) পর্বতে উচ্চভাগ 

(খ) পর্বতের পাদদেশে 

(গ) বদ্বীপ অঞ্চলে 

(ঘ) নদীর মধ্য প্রবাহের

উত্তরঃ (খ) পর্বতের পাদদেশে


  • নদীর গতি বেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে -

(ক) ৪ গুন

(খ) ৮ গুন

(গ) ১৬ গুন

(ঘ) ৬৪ গুন

উত্তর : (ঘ) ৬৪ গুন


  • পাখির পায়ের মতো আকৃতির ব-দ্বীপ দেখা যায় -

(ক) নীল নদীর মোহনা 

(খ) সিন্ধু নদীর মোহনায় 

(গ) হোয়াংহো নদীর মোহনায় 

(ঘ) মিসিসিপি-মিসৌরি নদীর মোহানায় 

উত্তরঃ (ঘ) মিসিসিপি-মিসৌরি নদীর মোহানায়


  • জলপ্রপাতের নিচে বিশাল আকার গর্ত কে বলা হয় -

(ক) মন্থকূপ

(খ) আর্টেজীয় কূপ

(গ) খরস্রোতা

(ঘ) প্রপাত কূপ

উত্তর : (ঘ) প্রপাত কূপ


  • নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় - 

(ক) আরোহন প্রক্রিয়ায় 

(খ) অবরোহণ প্রক্রিয়ায় 

(গ) অবঘর্ষ প্রক্রিয়ায় 

(ঘ) নগ্নীভবন প্রক্রিয়ায়

উত্তরঃ (ক) আরোহন প্রক্রিয়ায়


  • সুন্দরবন অঞ্চল ব-দ্বীপের কোন অংশের মধ্যে পড়ে? -

(ক) মৃতপ্রায়

(খ) পরিণত

(গ) আংশিক সক্রিয়

(ঘ) সক্রিয়

উত্তর : (ঘ) সক্রিয়


  • একটি বহির্জাত ভূগাঠনিক পদ্ধতি হল -

(ক) লাভা উদ্‌গিরন 

(খ) ভঙ্গিল পর্বত সৃষ্টি  

(গ) স্তুপ পর্বত নির্মাণ 

(ঘ) নদীর ক্ষয় কার্য

উত্তরঃ (ঘ) নদীর ক্ষয় কার্য


  • পৃথিবীর বিখ্যাত ক্যানিয়ন কোন্ নদীতে অবস্থিত -

(ক) সাংপো

(খ) কলোরাডো

(গ) মিসিসিপি

(ঘ) সিন্ধু

উত্তর : (খ) কলোরাডো


** উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :


  • একটি নির্দিষ্ট স্থান দিয়ে 1 সেকেন্ডে যত ঘনফুট জল নিষ্কাশন হয় তাকে বলে __________।

উত্তর : কিউসেক


  • বহির্জাত ক্ষয়ের ফলে ভূমির ঢালের একটি পর্যায় তৈরি হয়া কে ________বলে।  

উত্তরঃ পর্যায়ন 


  • নদীবাহিত শিলার খনিজ জলের প্রভাবে ঘনীভূত হলে তাকে বলে __________।

উত্তর : দ্রবন


  • ________ নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে।

উত্তরঃ আমাজন 


  • ঋতু অনুসারে নদীর জলরাশির পরিমাণের ছন্দময় হ্রাস বৃদ্ধি কে বলে  __________।

উত্তর : নদী বর্তন


  • যে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জলস্রোতে নদীর জল ধারা বৃদ্ধি পায় সেই অঞ্চলটিকে বলে ____________ অববাহিকা।

উত্তর : ধারণ


  • পার্বত্য অঞ্চলে নদীর নিন্ম ক্ষয় প্রধানত_________ প্রক্রিয়ায় ঘটে।

উত্তরঃ অবঘর্ষ


  • নদী পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের মধ্যে _________ ভূমিরূপটি গড়ে তোলে।

উত্তর : পলল ব্যজনী


** নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশের শু এবং অসুস্থ হলে পাশে অ লেখ :


  • নদীতে জলের পরিমাণ কমে গেলে বোঝার পরিমাণ বেড়ে যায়।

উত্তর : শু


  • চীনের হোয়াংহো অববাহিকায় ফ্রান্সের রাইন অববাহিকায় আমিরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসৌরি অববাহিকায় লোয়েস সমভূমি দেখা যায়।

উত্তরঃ শু  


  • জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়।

উত্তর : শু


  • ক্যানিয়ন আর্দ্র ক্রান্তীয় এবং গিরিখাত শুস্ক অঞ্চলে গঠিত হয়।

উত্তরঃ শু


  • নদীপথে চুনাপাথর বা লবণের স্তর থাকলে তা সহজেই দ্রবীভূত হয়ে যায়।

উত্তর : শু


  • সুন্দরবনের দ্বীপগুলি ক্রমাগত ডুবে যাচ্ছে।

উত্তরঃ শু


  • সুন্দরবনে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত।

উত্তর : শু


  • স্বাভাবিক বাঁধ হলো নদী ও প্লাবন ভূমির মাঝের প্রাকৃতিক সীমারেখা।

উত্তর : শু


** বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও :


বাম স্তম্ভ

ডান স্তম্ভ

২.৪.১ মন্থকূপ

(ক) ব্লু নীল

২.৪ ২ হ্রদ থেকে উৎপন্ন নদী

(খ) পটহোল

২.৪.৩ অশ্বখুরাকৃতি হ্রদ

(গ) নিমজ্জিত বদ্বীপ

২.৪.৪ নিউমুর

(ঘ) নদীর মধ্যগতি

 

উত্তর : ২.৪.১ মন্থকূপ – (খ) পটহোল

২.৪.২ হ্রদ থেকে উৎপন্ন নদী – (ক) ব্লু নীল

২.৪.৩ অশ্বখুরাকৃতি হ্রদ – (ঘ) নদীর মধ্যগতি

২.৪.৪ নিউমুর –(গ) নিমজ্জিত বদ্বীপ


বাম দিক

ডান দিক

২.৪.১)জলপ্রপাত       

(ক) মোহনা

২.৪.২)বদ্বীপ             

(খ)  ডিমের ঝুড়ি

২.৪.৩)পলিশঙ্কু       

(গ) উচ্চ গতি

২.৪.৪)ড্রামলিন         

(ঘ) পর্বতের পাদদেশ

 

উত্তরঃ ২.৪.১)জলপ্রপাত - (গ) উচ্চ গতি

২.৪.২)বদ্বীপ   - (ক) মোহনা

২.৪.৩)পলিশঙ্কু  -  (ঘ) পর্বতের পাদদেশ 

২.৪.৪)ড্রামলিন - (খ)  ডিমের ঝুড়ি

 

** দু এক কথায় উত্তর দাও :


  • পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের নদী গুলিতে জলের প্রধান উৎস কোনটি?

উত্তর : বৃষ্টির জল


  • হাত পাখার মতো আকারবিশিষ্ট নদীর সঞ্চয়জাত ভূমিরূপ কি নামে পরিচিত?

উত্তরঃ পলল ব্যজনী


  • নদী নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে কি বলে?

উত্তর : নদীর জলক্ষরণ


  • ভূমি ঢাল বরাবর আলগা মাটি ও শিলাখণ্ডের স্খলন কে কি বলে?

উত্তরঃ পুঞ্জিত ক্ষয়


  • পৃথিবীর বৃহত্তম কোন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি?

উত্তর : আমাজন


  • যে নদীর গতিপথে তিনটি গতি স্পষ্টভাবে দেখা যায় তাকে কি বলে?

উত্তরঃ আদর্শ নদী


  • গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের আকৃতি কিরূপ?

উত্তর : ধনুকের মত


  • চওড়া নদীর মোহনা কি নামে পরিচিত?

উত্তর : খাঁড়ি


** নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখ :


  • নদীর ধারণ অববাহিকা বলতে কী বোঝো?


  •  পলল ব্যজনী কি?


  • জলবিভাজিকা বলতে কী বোঝো?


  • 'V' ও 'I' আকৃতির উপত্যকা বলতে কী বোঝ?


  • ক্যানিয়ন কি?


  • অবকর্ষ প্রক্রিয়া কি?


  • প্রপাত কূপ কাকে বলা হয়?


  • সমপ্রায় ভূমি কাকে বলে?


  • সমপ্রায় ভূমি কাকে বলে?


  • আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও।


  • পাখির পায়ের মতো ব দ্বীপ কিভাবে গঠিত হয়?


** সংক্ষেপে ব্যাখ্যা করো :


  • উচ্চ গতিতে নদী উপত্যকা I বা V আকৃতির হয় কিন্তু মধ্য গতিতে অগভীর U আকৃতির হয় কেন?


  • বদ্বীপ গড়ে ওঠার প্রয়োজনীয় তিনটি শর্ত সংক্ষেপে আলোচনা কর।


  • অশ্বখুরাকৃতি হ্রদের উৎপত্তি কিভাবে হয়?


  • কি কি ভাবে জলপ্রপাত গঠিত হয়?


  • প্লাবন ভূমির উৎপত্তি কিভাবে হয় তা লেখ?


  • কোন কোন অনুকূল পরিবেশ থাকলে ব-দ্বীপ গঠিত হয়?


  • গিরিখাত ও ক্যানিয়নের প্রধান তিনটি পার্থক্য উল্লেখ করো।


** নিম্নলিখিত রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :


  • পার্বত্য প্রবাহে বা উচ্চ গতিতে নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত প্রধান তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো।


  • নিম্নগতিতে বা নদীর সঞ্চয় কার্যের গঠিত প্রধান তিনটি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close