LightBlog
How To Apply National Scholarship Portal 2023-2024
Type Here to Get Search Results !

How To Apply National Scholarship Portal 2023-2024

কিভাবে আর কোথা থেকে অনলাইনে National Scholarship Portal এর আবেদন করবে? 

 

          এই পোস্টটিতে তোমাদের আজ জানাবো কিভাবে আর কোথা থেকে National Scholarship Portal এর জন্য অনলাইন Apply করতে পারবে। তো এর জন্য তোমাদের যে যে জিনিস গুলি লাগবে সেগুলি একটি লিস্টের আকারে দেওয়া হল -

  • আধার কার্ড
  • ব্যাংকের বই
  • মোবাইল নাম্বার
  • জিমেল নাম্বার
  • জন্ম পরিচয় পত্র (ডেট অব বার্থ)


          তোমাদের আগেই জানিয়ে দিয় NSP Form Fill Up করার জন্য সকল ছাত্র-ছাত্রীই প্রযোজ্য। অর্থাৎ প্রথম শ্রেনী থেকে যে কোনো ক্লাসে পড়া তা সে স্কুল হোক বা কলেজ National Scholarship Portal এর জন্য তোমরা তোমাদের মোবাইল ফোন থেকেই apply করতে পারবে। তা এর জন্য নীচের স্টেপগুলি Step by Step Felllow করো। 


Step - 1

প্রথমে তোমাদের Google Search করতে হবে scholarships.gov.in


Step - 2

তারপর এই ওয়েবসাইটে ভিজিট করে একেবারে নীচের দিকে গিয়ে যে রকম ছবিতে যে তিনটি খালি বক্স দেখা যাচ্ছে সেখানে ক্লিক করে Continue এ ক্লিক করতে হবে।


Step - 3

এর পর যে পেজটি ওপেন হবে সেখানে তোমার যা যা ফর্মে চাই তা ফিলাপ করতে হবে। 


ফর্ম ফিলাপ করার পর নীচে দেওয়া "REGISTER" ক্লিক করে পরে পেজে যেতে হবে।


Step - 4

ঠিক করে Register করার পর তোমাদের মোবাইলে একট SMS যাবে যেখানে তোমার Application ID নাম্বার এবং Password হিসাবে তোমার Date of Birth দেওয়া হবে। 


Step - 5

এর পর Login to Apply এ ক্লিক করে মোবাইল থেকে Applicational ID এবং Password দিয়ে তোমার ID তে Login করে নেও।


Step - 6 

এরপর এই পেজটি থেকে থেকে "Print Your Application" এ ক্লিক করে তোমার Fill Up করা ফর্মটি প্রিন্ট আউট করে তোমার স্কুলে জমা দিয়ে দেও।


এখানে National Scholarship Portal এর অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে তোমাররা এখানেও ক্লিক করে ডাইরেক্ট সেই পেজে চলে যেতে পারো।

Official Website : Click Here...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close