LightBlog
Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - দ্বিতীয় অধ্যায় - বায়ুমন্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - দ্বিতীয় অধ্যায় - বায়ুমন্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

মাধ্যমিক ভূগোল

দ্বিতীয় অধ্যায়
বায়ুমন্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

  • কার্যকারী সৌর কিরণের যে অংশ সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলে উত্তপ্ত করে তার পরিমাণ হল - 
৫৫%
৩৫%
২৫%
১৫%
উত্তর : ১৫%

  • পাশাপাশি অবস্থিত অনুগুলির সংস্পর্শের মাধ্যমে উত্তাপের অবসরের প্রক্রিয়াকে বলে -
পরিচলন
বিকিরণ
পরিবহন
অ্যাডভেকশন
উত্তর : পরিবহন

  • বায়ুর তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হল -
অ্যানিমোমিটার
ব্যারোমিটার
থার্মোমিটার
হাইগ্রোমিটার
উত্তর : থার্মোমিটার

  • সমান উষ্ণতা যুক্ত স্থান গুলিকে যে রেখার মাধ্যমে যুক্ত করা হয় তাকে বলে -
সমাপ্রেষ রেখা
সমোষ্ণ রেখা
সমবর্ষণ রেখা
সমোন্নতি রেখা
উত্তর : সমোষ্ণ রেখা

  • কোন নির্দিষ্ট পরিমাণ উষ্ণতায় একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণকে বলে -
নিরপেক্ষ
বিশেষ আর্দ্রতা
আপেক্ষিক
সাপেক্ষ
উত্তর : নিরপেক্ষ

  • নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ জলরাশি তার সমপরিমাণ স্থলভাগ অপেক্ষা বেশি তাপ গ্রহণ করে -
১/৪ গুণ
১/৩ গুণ
১/২ গুণ
১ গুণ
উত্তর : ১/৪ গুণ

  • অন্যতম গ্রিনহাউস গ্যাস মিথেনের প্রধান উৎস হল -
কয়লা
খনিজ তেল
রেফ্রিজারেটর
ধান জমি
উত্তর : ধান জমি

  • নিষ্ক্রিয় সৌরতাপ বলতে বোঝায় -
পৃথিবীর অ্যালবেডোকে
কার্যকরী সৌরবিকিরণকে
পার্থিব বিকিরণকে
নিট বিকিরণকে
উত্তর : পৃথিবীর অ্যালবেডোকে

  • পৃথিবীর চির বসন্তের শহর বলা হয় -
লন্ডনকে
প্যারিসকে
নিউইয়র্ককে
কুইটোকে
উত্তর : কুইটোকে

  • প্রশান্ত মহাসাগরের জলবায়ুগত কোন অবস্থায় ভারতে খরা পরিস্থিতি দেখা যায় -
লা নাদা
লা নিনা
এল নিনো
কোনোটিই নয়
উত্তর : এল নিনো

উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

  • পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ __________%।
উত্তর : ৩৪%

  • সূর্য থেকে আগত যে শক্তি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রূপে এই পৃথিবীতে আসে তাকে বলে __________।
উত্তর : ইনসোলেশন

  • বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় __________ পদ্ধতিতে।
উত্তর : বিকিরণ

  • কোন স্থানে কোন নির্দিষ্ট দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে __________ বলে।
উত্তর : দৈনিক উষ্ণতার প্রসর

  • নাতিশীতোষ্ণ মণ্ডলে পর্বতের ঢাল বেয়ে নেমে আসা __________ বায়ুর কারণে উষ্ণতার বৈপরীত্য ঘটে।
উত্তর : ক্যাটাবেটিক

নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ অ হলে পাশে লেখো :

  • পৃথিবী থেকে সূর্য রশ্মি প্রতিফলনের ঘটনাকে বলে অ্যালবেডো।
উত্তর : অ

  • মেরু থেকে নিরক্ষরেখার দিকে অক্ষাংশের পরিবর্তনের সঙ্গে উষ্ণতা বাড়তে থাকে।
উত্তর : অ

  • শিলিগুড়ি থেকে দার্জিলিং এর তাপমাত্রা কম হয় উচ্চতার কারণে।
উত্তর : শু

  • উপকূল থেকে যতই মহাদেশের অভ্যন্তরে যাওয়া যায় জলবায়ু চরমভাবাপন্ন ততই বাড়ে।
উত্তর : শু

  • বিশ্ব উষ্ণায়নের কারণে হিমালয় অঞ্চলের হিমবাহ গুলি দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে।
উত্তর : শু

দু এক কথায় উত্তর দাও :

  • দিনের কোন সময় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে ? 
উত্তর : দুপুর দুটোর সময়

  • কোন থার্মোমিটারের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা পরিমাপ করা যায়?
উত্তর : সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটারে

  • গ্রীন হাউস গ্যাস বৃদ্ধির কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়?
উত্তর : বিশ্ব উষ্ণায়ন

  • সর্বাধিক এল নিনো প্রভাবিত অঞ্চল কোনটি?
উত্তর : ক্রান্তীয়মন্ডলের প্রশান্ত মহাসাগরের উভয় দিক।

  • পার্থিব বিকিরণের পরিমাণ কত?
উত্তর : ৪৮%

সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :

  • অ্যালবেডো বলতে কী বোঝো?

  • বৈপরীত্য উষ্ণতা কাকে বলে?

  • ইনসোলেশন কি?

  • উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলতে কী বোঝো?

  • সমোষ্ণ রেখা কি?

সংক্ষিপ্ত ব্যাখ্যা ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :

  • ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন?

  • শিলিগুড়ি অপেক্ষা দার্জিলিং বা দিল্লি অপেক্ষা সিমলা শীতল হয় কেন?

  • "উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতার হ্রাস পায়" - কেন তা ব্যাখ্যা করো।

  • এল নিনো ও লা নিনা বলতে কী বোঝো?

  • সমোষ্ণ রেখার প্রধান বৈশিষ্ট্য গুলি লেখ।

নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :

  • বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো।

  • বিশ্বব্যাপী বিশ্ব উষ্ণায়নের প্রভাব উল্লেখ করো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close