LightBlog
Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - দ্বিতীয় অধ্যায় - বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - দ্বিতীয় অধ্যায় - বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

 মাধ্যমিক ভূগোল

দ্বিতীয় অধ্যায়

বায়ুমণ্ডল

বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ



সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখ :


  • সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কমে -

(ক) ১ মিমি

(খ) ১ মিলিবার

(গ) ১ মিটার

(ঘ) ১ সেমি

উত্তর : (ঘ) ১ সেমি


  • পশ্চিমা বায়ু একপ্রকার -

(ক) স্থানীয় বায়ু

(খ) নিয়ত বায়ু

(গ) মেরু বায়ু

(ঘ) সাময়িক বায়ু

উত্তর : (খ) নিয়ত বায়ু


  • বাতাসের বেগ মাপার যন্ত্রের নাম -

(ক) ব্যারোমিটার

(খ) হাইগ্রোমিটার

(গ) বাতপতাকা

(ঘ) অ্যানিমোমিটার

উত্তর : (ঘ) অ্যানিমোমিটার


  • ITCZ সৃষ্টি হয় -

(ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে

(খ) ক্রান্তীয় উচ্চচাপ বলয়ে

(গ) মেরুবৃত্তীয় উচ্চচাপ বলয়ে

(ঘ) মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ে

উত্তর : (ঘ) নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে


  • বায়ুর গতির দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ? -

(ক) হাইগ্রোমিটার

(খ) অ্যানিমোমিটার

(গ) বাতপতাকা

(ঘ) ব্যারোমিটার

উত্তর : (গ) বাতপতাকা


  • বায়ুচাপের ঢাল বাড়লে বায়ুর কিরূপ পরিবর্তন ঘটে ? -

(ক) গতিবেগ বাড়ে

(খ) গতিবেগ একই থাকে

(গ) গতি বেগ কমে

(ঘ) কোন কিছুই ঘটে না

উত্তর : (ক) গতিবেগ বাড়ে


  • কোন বায়ু প্রবাহিত অঞ্চলে ক্রান্তীয় মরুভূমি সৃষ্টি হয়েছে ? -

(ক) মেরু বায়ু

(খ) পশ্চিমা বায়ু

(গ) আয়ন বায়ু

(ঘ) প্রত্যয়ন বায়ু

উত্তর : (গ) আয়ন বায়ু


  • তুষারভক্ষক কোন বায়ুকে বলা হয় -

(ক) ফন

(খ) ঘূর্ণবাত

(গ) চিনুক

(ঘ) গিবলি

উত্তর : (ক) ফন


  • টাইফুন ঘূর্ণিঝড় কোথায় সৃষ্টি হয় ? -

(ক) চিন সাগর

(খ) বঙ্গোপসাগর

(গ) ক্যারিবিয়ান সাগর

(ঘ) আরব সাগর

উত্তর : (গ) ক্যারিবিয়ান সাগর


  • কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত -

(ক) আয়ন বায়ু

(খ) পশ্চিমা বায়ু

(গ) মেরু বায়ু

(ঘ) মৌসুমী বায়ু

উত্তর : (ক) আয়ন বায়ু


উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :-


  • ভূপৃষ্ঠ থেকে গড়ে ১০০০ মিটার উচ্চতা বৃদ্ধিতে ________ মিলিবার বায়ুচাপ কমে ।

উত্তর : ১২.৬,৩. বাড়ে


  • কোরিওলিস বল বায়ুপ্রবাহের সাথে _____ ডিগ্রি কোণে কাজ করে।

উত্তর : ৯০°


  • শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ______ বায়ু প্রবেশের কারণে সৃষ্টি হয় ।

উত্তর : পশ্চিমা


  • পর্বতের ঢাল বরাবর উপর দিকে উঠে যাওয়া বায়ুকে _____ বায়ু বলা হয়।

উত্তর : অ্যানাবেটিক


  • ______ বায়ু প্রবাহের কারণে সুইটজারল্যান্ড জলবায়ুগত মরুদ্যানে পরিণত হয়েছে।

উত্তর : ফন


  • বায়ু শক্তি মাত্রা নির্ণায়ক স্কেল হল ________ ।

উত্তর : বিউফোর্ট স্কেল।


নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশের 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখ:-


  • ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়।

উত্তর : 'শু'


  • যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে সেই বায়ুর নিম্নচাপ যুক্ত হয়।

উত্তর : অ


  • সমচাপ রেখা গুলি কাছাকাছি থাকলে বায়ুচাপের ঢাল বারে।

উত্তর : শু


  • উত্তর মেরুতে কোরিওলিস বল সর্বাধিক বলেই উচ্চচাপ সৃষ্টি হয়েছে।

উত্তর : অ


  • প্রতীপ ঘূর্ণবাতের বায়ু কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে যায়।

উত্তর : শু


দুই এক কথায় উত্তর দাও :


  • কোন বায়ুকে 'সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ' বলা হয়?

উত্তর : মৌসুমী বায়ু


  • কোন স্থানীয় বায়ুকে 'স্নো-ইটার' বা 'তুষার ভক্ষক' বলে?

উত্তর : চিনুক


  • পৃথিবীর আবর্তনের প্রভাবে প্রবাহিত বায়ুর ওপর যে শক্তি কাজ করে তাকে কি বলে ?

উত্তর : ক্যারিওলিস বল


  • উত্তর পূর্ব ভারতে উষ্ণ গরম বাতাস কি নামে পরিচিত ?

উত্তর : লু


  • কোন বায়ুর কারণে সুইটজারল্যান্ডকে জলবায়ুগত মূরুদ্যান বলা হয় ?

উত্তর : ফন


নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখ :


  • নিরক্ষীয় শান্তবলয় বা ডোলড্রামস কি?


  • বায়ুচাপ কক্ষ কাকে বলে ?


  • ফেরেল সূত্র কি ?


  • ITCZ কি?


  • গর্জনশীল চল্লিশা বলতে কী বোঝো?


  • চিনুক কি?


  • ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে ?


  • শীত মৌসুমি বলতে কী বোঝো ?


সংক্ষিপ্ত ব্যাখ্যা ধর্মীয় প্রশ্নোত্তর


  • কর্কটীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলার কারণ কি? বা, অশ্ব অক্ষাংশ কাকে বলে?


  • কোরিওলিস বল বলতে কী বোঝো ?


  • 'মৌসুমী বায়ু হলো সমুদ্র বায়ু ও এ স্থলবায়ুর বৃহৎ সংস্করণ' ---- কারণ ব্যাখ্যা করো ।


  • ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে ?


  • জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।


  • মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব কিরূপ ?


  • স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য নিরূপণ করো।


  • ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো।


রচনাধর্মী প্রশ্নোত্তর :


  • বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো ।


  • বিভিন্ন প্রকার নিয়ত বায়ুর গতি প্রকৃতি ব্যাখ্যা দাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close