LightBlog
Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - দ্বিতীয় অধ্যায় - আর্দ্রতা ও আধঃক্ষেপণ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - দ্বিতীয় অধ্যায় - আর্দ্রতা ও আধঃক্ষেপণ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

মাধ্যমিক ভূগোল

দ্বিতীয় অধ্যায়

আর্দ্রতা ও আধঃক্ষেপণ



  •  বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম -

(ক) হাইগ্রোমিটার

(খ) অ্যানিমোমিটার

(গ) ব্যারোমিটার

(ঘ) সাইক্রোমিটার

উত্তরঃ (ক) হাইগ্রোমিটার


  • যে ঘূর্ণিবৃষ্টি সবচেয়ে বিধ্বংসী তার উৎস স্থল -

(ক) ক্রান্তীয় অঞ্চল

(খ) নাতিশীতোষ্ণ অঞ্চল

(গ) হিমমন্ডল

(ঘ) মরু অঞ্চল

উত্তরঃ (ক) ক্রান্তীয় অঞ্চল


  • বৃষ্টিপাত মাপক যন্ত্র হল -

(ক) রেনগজ

(খ) অল্টিমিটার

(গ) সাইক্সোমিটার

(ঘ) ব্যারোমিটার

উত্তরঃ (ক) রেনগজ


  • শিশিরকণা বরফরূপে জমাটবদ্ধ হলে তা হল -

(ক) মেঘ

(খ) তুহিন

(গ) শ্লিট

(ঘ) তুষারপাত

উত্তরঃ (খ) তুহিন 


  • কোন্‌ প্রকার বৃষ্টিকে সীমান্তবৃষ্টি বলা হয়? -

(ক) পরিচল বৃষ্টি

(খ) শৈলোৎক্ষেপ বৃষ্টি

(গ) ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি

(ঘ) নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি

উত্তরঃ (ঘ) নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি


উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ঃ


  • নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলে __________ আর্দ্রতা।

উত্তরঃ চরম 


  • উদ্ভিত ও মৃত্তিকা থেকে বাষ্পীভবন ও বাষ্পমোচনকে একসঙ্গে বলা হয় __________।

উত্তরঃ বাষ্পীয় প্রস্বেদন 


  • বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় __________ যন্ত্র।

উত্তরঃ সাইক্রোমিটার 


  • পশ্চিমবঙ্গে __________ ঋতুতে সবচেয়ে বেশি কুয়াশা দেখা যায়।

উত্তরঃ শীত


  • জলীয় বাষ্প মেঘ থেকে অভিকর্ষের টানে কঠিন ও তরল আকারে নেমে আসাকে বলা হয় _________।

উত্তরঃ অধঃক্ষেপণ


বাক্যটি শুদ্ধ হলে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখোঃ


  • একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুর মোট ওজন ও সেই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ওজনের অনুপাতকে বলে আর্দ্রতার গুণাঙ্ক।

উত্তরঃ শু 


  • রাত মেঘমুক্ত হলে শিশির কম জমে।

উত্তরঃ অ 


  • আর্দ্র ও শুষ্ককুন্ড থার্মোমিটারের অপর নাম সাইক্রোমিটার।

উত্তরঃ শু 


  • আকাশ মেঘে ঢাকা থাকলে শিশির জমার সম্ভাবনা বাড়ে।

উত্তরঃ অ   


  • দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের মিলনে পরিচলন বৃষ্টি ঘটে। 

উত্তরঃ অ


দু - এক কথায় উত্তর দাও ঃ


  • দিনের কোন্‌ সময়ে আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়?

উত্তরঃ ভোরবেলা


  • যে - কোন দুটি অধক্ষেপনের নাম লেখো।

উত্তরঃ বৃষ্টিপাত ও তুষারপাত


  • জমাটবদ্ধ শিশির কী নামে পরিচিত?

উত্তরঃ তুহিন


  • মেঘাচ্ছন্নতা কোন্‌ এককে প্রকাশ করা হয়?

উত্তরঃ অক্টাস


  • ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো।

উত্তরঃ শিলং


সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও ঃ


  • শিশিরাঙ্ক বলতে কী বোঝো?


  • ধোঁয়াশা বলতে কী বোঝো?


  • অধঃক্ষেপণ কাকে বলে?


  • বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে?


  • সমবর্ষণ রেখা কাকে বলে?


সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ


  • চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো?


  • আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?


  • নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি কেন ঘটে?


  • শৈলোৎক্ষেপ বৃষ্টি প্রক্রিয়া কীভাবে ঘটে?


  • পর্বতের অনুবাদ ঢাল কেন বৃষ্টিচ্ছায় অঞ্চলের অন্তর্গত?


রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ


  • চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টির প্রক্রিয়া সংক্ষেপে লেখো।


আরো পড়ুন ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close