মাধ্যমিক ভূগোল
দ্বিতীয় অধ্যায়
পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল এবং বৃষ্টিপাত ও উষ্ণতা লেখচিত্র
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ
- কোন্ জলবায়ু অঞ্চলে ঋতুপরিবর্তন লক্ষ করা যায় না -
(ক) নিরক্ষিয়
(খ) ক্রান্তীয় মৌসুমি
(গ) ভূমধ্যসাগরীয়
(ঘ) চিনদেশীয়
উত্তরঃ (ক) নিরক্ষিয়
- কোন্ জলবায়ু অঞ্চল বার্ষিক বৃষ্টি খুব কম -
(ক) উষ্ণ মরু
(খ) নিরক্ষীয়
(গ) ভূমধ্যসাগরীয়
(ঘ) ক্রান্তীয় মৌসুমি
উত্তরঃ (ক) উষ্ণ মরু
- কোন্ জলবায়ু অঞ্চলটি সমুদ্র উপকূলে অবস্থিত -
(ক) স্টেপ জলবায়ু
(খ) ক্রান্তীয় মরু
(গ) মহাদেশীয়
(ঘ) ভূমধ্যসাগরীয়
উত্তরঃ (খ) ক্রান্তীয় মরু
- নীচের কোন্টি ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য -
(ক) সারাবছর বৃষ্টি
(খ) চরম জলবায়ু
(গ) শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল
(ঘ) প্রবল তুষারপাত
উত্তরঃ (গ) শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল
- কোন্ জলবায়ু অঞ্চলে কালবৈশাখী দেখা যায় -
(ক) তুদ্রা
(খ) ক্রান্তীয় মরু
(গ) মৌসুমি
(ঘ) ভূমধ্যসাগরীয়
উত্তরঃ (গ) মৌসুমি
উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরন করোঃ
- জলবায়ু অত্যন্ত খামখেয়ালি হয় __________ জলবায়ু অঞ্চলে।
উত্তরঃ ক্রান্তীয়
- অফ্রিকার সাহারা ___________ জলবায়ুর অন্তর্গত।
উত্তরঃ ক্রান্তীয় মরু
- প্রেইরী তৃনভূমি __________ জলবায়ুর অন্তর্গত।
উত্তরঃ স্টেপ
নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুধ হলে পাশে 'অ' লেখোঃ
- আফ্রিকার কালাহারি মরু জলবায়ুর অন্তর্গত।
উত্তরঃ শু
- লেখচিত্রে দক্ষিণ গোলার্ধের উষ্ণতা রেখাটির মধ্যভাগ অবতল হয়।
উত্তরঃ শু
- পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটি মৌসুমি জলবায়ু অঞ্চলে অবস্থিত।
উত্তরঃ শু
দু-এক কথায় উত্তর দাওঃ
- '4 O'clock shower region' কোন্ জলবায়ুকে বলা হয়?
উত্তরঃ নিরক্ষিয় জলবায়ু
- কোন্ জলবায়ু গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকাল আর্দ্র হয়?
উত্তরঃ ভূমধ্যসাগরীয় জলবায়ু
- উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে বৃষ্টিপাতকে কোন্ মানচিত্রে দেখানো হয়?
উত্তরঃ স্তম্ভের আকারে
সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
- নিরক্ষিয় জলবায়ু অঞ্চলে প্রবল বৃষ্টি হয় কেন?
- ভূমধ্যসাগরীয় জলবায়ুকে 'বিনোদনের জলবায়ু' বলা হয় কেন?
- তুদ্রা জলবায়ু দুটি বৈশিষ্ট্য লেখো।
- চরমভাবাপন্ন জলবায়ু কাকে বলে?
- মৌসুমি জলবায়ু খামখেয়ালি কেন হয়?
সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ
- নিরক্ষিয় জলবায়ুর প্রধান তিনটি বৈশিষ্ট্য লেখো।
- উষ্ণ মরু জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।
- স্টেপ জলবায়ুর বৈশীষ্ট্যগুলি আলোচনা করো।
নীচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ
- ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
- ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য লেখো।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ