LightBlog
Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - তৃতীয় অধ্যায় - সমুদ্রস্রোত - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - তৃতীয় অধ্যায় - সমুদ্রস্রোত - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

মাধ্যমিক ভূগোল

তৃতীয় অধ্যায়

বারিমন্ডল  

সমুদ্রস্রোত




সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :


  • সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে -

(ক) শৈবাল সাগর

(খ) হিমশৈল

(গ) মগ্নচড়া

(ঘ) হিমপ্রাচীর

উত্তর : (খ) হিমশৈল


  • অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় -

(ক) পৃষ্ঠস্রোত রূপে

(খ) বহিঃস্রোত রূপে

(গ) অন্তঃস্রোত রূপে

(ঘ) উল্লম্বস্রোত রূপে

উত্তর : (গ) অন্তঃস্রোত রূপে


  • হিমপ্রাচীর কোন দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়?

(ক) কুরোশিয়ো ও ওয়াশিয়ো স্রোত

(খ) ক্যানারি ও ইরমিঙ্গার স্রোত

(গ) আগুলহাস ও মৌসুমী স্রোত

(ঘ) ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোত

উত্তর : (ঘ) ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোত


  • কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ নরওয়ে উপকূল সারা বছর বরফ মুক্ত থাকে ?

(ক) কুরোশিয়ো স্রোত

(খ) উষ্ন উপসাগরীয় স্রোত

(গ) উত্তর আটলান্টিক স্রোত

(ঘ) উত্তর নিরক্ষীয় স্রোত

উত্তর : (খ) উষ্ন উপসাগরীয় স্রোত


  • বেঙ্গুয়েলা স্রোত কোন মহাসাগরে বয়ে যায় -

(ক) কুমেরু মহাসাগর

(খ) প্রশান্ত মহাসাগর

(গ) আটলান্টিক মহাসাগর

(ঘ) ভারত মহাসাগর

উত্তর : (গ) আটলান্টিক মহাসাগর


  • মহাসমুদ্রের কোন স্থানটি মৎস্য আহরণে বিখ্যাত -

(ক) উষ্ন ও শীতল স্রোতের মিলন অঞ্চল

(খ) শীতল স্রোত অঞ্চল

(গ) উষ্নস্রোত অঞ্চল

(ঘ) নিরক্ষীয় প্রতিস্রোত অঞ্চল

উত্তর : (ক) উষ্ন ও শীতল স্রোতের মিলন অঞ্চল


  • মহাসমুদ্রের কোন স্থানটি মৎস্য আহরণের জন্য অতি বিখ্যাত -

(ক) গভীর সমুদ্র অঞ্চল

(খ) মগ্নচড়া অঞ্চল

(গ) শীতল স্রোত অঞ্চল

(ঘ) উষ্ন স্রোত অঞ্চল

উত্তর : (খ) মগ্নচড়া অঞ্চল


উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :


  • উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত এর উৎপত্তি ঘটে ______ বায়ুর প্রভাবে। 

উত্তর : আয়ন বায়ু


  • _________ সূত্র অনুসারে সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়।

উত্তর : ফেরেল


  • গ্র্যান্ড ব্যাংকের অবস্থান ________ মহাসাগরে।

উত্তর : আটলান্টিক


  • সকল মহাসাগরে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের বিপরীতে নিরক্ষীয়রেখা বরাবর প্রবাহিত স্রোতকে _______ বলে।

উত্তর : নিরক্ষীয় প্রতিস্রত


  • চিলি উপকূল দিয়ে সারা বছর শীতল ________ স্রোত বয়ে যায়।

উত্তর : পেরু বা হামবোল্ড


নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ ফলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ'লেখ :-


  • শৈবাল সাগর একটি স্রোতবিহীন অঞ্চল।

উত্তর : শু


  • আটলান্টিক মহাসাগরের একটি মগ্নচড়া উদাহরণ হল ডগার্স ব্যাংক।

উত্তর : শু


  • ঋতু পরিবর্তনের সাথে সাথে ভারত মহাসাগরের সমুদ্রস্রোতের প্রায় ১৮০° দিকের পরিবর্তন ঘটে।

উত্তর : শু


  • মেরু অঞ্চলে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত দিকে প্রবাহিত হয়।

উত্তর : শু


  • আটলান্টিক মহাসাগরের ক্যানারি স্রোত উষ্ন ভারতের উদাহরণ।

উত্তর : অ


দু এক কথায় উত্তর দাও


  • উত্তর প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো।

উত্তর : বেরিং স্রোত


  • দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি উষ্ন স্রোতের নাম উল্লেখ করো।

উত্তর: পূর্ব অস্ট্রেলীয় নিউসাউথ ওয়েলস স্রোত।


  • দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো।

উত্তর : পেরু বা হামবোল্ড স্রোত


নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখ :


  • সমুদ্রস্রোত কি ?


  • ফেরেল সূত্র কি ?


  • মগ্নচড়া বা ব্যাংক কি ?


  • হিমপ্রাচীর কাকে বলে ?


  • হিমশৈল বলতে কী বোঝো?


ব্যাখ্যামূলক উত্তর ধর্মী প্রশ্নোত্তর


  • শৈবাল সাগরের উৎপত্তি কেন ঘটেছে?


  • মগ্নচড়া সৃষ্টির কারণ কি?


  • এর নিনো ও লা নিনার ওপর সমুদ্রস্রোতের প্রভাব লেখ।


  • গ্র্যান্ড ব্যাংক অঞ্চলে প্রচুর মাছ ধরা পড়ে কেন?


  • শীতল স্রোত ও উষ্ণ স্রোতের মধ্যে পার্থক্য লেখ।


  • সমুদ্র তরঙ্গ ও সমুদ্রস্রোতের মধ্যে পার্থক্য লেখ।


রচনাধর্মী প্রশ্নোত্তর


  • সমুদ্রস্রোত উৎপত্তির কারণ লেখ।


  • উদাহরণসহ সমুদ্রস্রোতের প্রভাব ব্যাখ্যা করো।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close