LightBlog
Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - তৃতীয় অধ্যায় - জোয়ার ভাটা - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - তৃতীয় অধ্যায় - জোয়ার ভাটা - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

 মাধ্যমিক ভূগোল

তৃতীয় অধ্যায়

বারিমন্ডল

জোয়ার ভাটা



সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :


  • চাঁদ অপেক্ষা সূর্যের ভর কত লক্ষ গুণ বেশি -

(ক) ১৫৫

(খ) ৪৫৫

(গ) ২৫৫

(ঘ) ৩৫৫

উত্তর : (গ) ২৫৫


  • ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে 24 ঘন্টায় জোয়ার হয় -

(ক) চারবার

(খ) দু-বার

(গ) পাঁচবার

(ঘ) তিনবার

উত্তর : (খ) দু-বার


  • কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ, সূর্য পৃথিবীর অবস্থান হয় -

(ক) ৫০°

(খ) ৪৫°

(গ) ৯০°

(ঘ) সরলরেখা

উত্তর : সরলরেখা


  • কোন একদিন এ কোন স্থানে জোয়ার ভাটার মধ্যে ব্যবধান হবে -

(ক) ১২ ঘন্টা

(খ) ৬ ঘন্টা

(গ) ৪৮ ঘন্টা

(ঘ) ২৪ ঘন্টা

উত্তর : (খ) ৬ ঘন্টা


  • চন্দ্রের একবার পৃথিবীর পরিক্রমণ এর সময় লাগে -

(ক) ২৫ দিন

(খ) ২৪ দিন

(গ) ২৭ ১/৩ দিন

(ঘ) ২৯ ১/২ দিন

উত্তর : (ঘ) ২৯ ১/২ দিন


উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :


  • চাঁদ সূর্যের মিলিত আকর্ষণে সমুদ্রের জলের ফুটে ওঠাকে বলে __________।

উত্তর : জোয়ার


  • পৃথিবী চাঁদ সূর্যের সরলরৈখিক অবস্থানকে বলে __________ অবস্থান।

উত্তর : সিজিগি


  • অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে __________ বান বেশি দেখা যায়।

উত্তর : ষাঁড়াষাঁড়ির


  • পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝে সরলরেখায় অবস্থান করলে তাকে বলে __________।

উত্তর : অভিযোগ


  • পূর্ণিমা তিথিতে চাঁদ, পৃথিবী, সূর্যের _________ অবস্থান লক্ষ করা যায়।

উত্তর : প্রতিযোগ


নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখ :


  • দুটি বস্তুর আকর্ষণ বল ওই দুটি বস্তুর ভরের প্রত্যক্ষ গুণফলের সমানুপাতিক ও ওই দুটি বস্তুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।

উত্তর : শু


  • মহাকর্ষ সূত্র অনুসারে পৃথিবী চাঁদের চেয়ে বড় ও ভারী, তাই পৃথিবীর আকর্ষণ চাঁদের চেয়ে বেশি।

উত্তর : শু


  • পেরিজিয়াম জোয়ার এবং অ্যাপোজিয়ান জোয়ারের চেয়ে বেশি তীব্র হয়।

উত্তর : শু


  • অমাবস্যার দিন এ পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকে সেখানে হয় মরা কোটাল।

উত্তর : অ


  • ষাঁড়াষাঁড়ির বান পশ্চিমবঙ্গে শীত ঋতুতে দেখা যায়।

উত্তর : অ


দু এক কথায় উত্তর দাও :


  • পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে কি বলে?

উত্তর : প্রতিযোগ


  • পৃথিবীর আবর্তনের ফলে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন বহির্মুখী শক্তিকে কি বলে?

উত্তর : কেন্দ্রাতিগ বল


  • সিজিগি শব্দের অর্থ কি?

উত্তর : যোগ বিন্দু


  • পশ্চিমবঙ্গের কোন নদীতে বান ডাকে?

উত্তর : হুগলি


  • কোন তিথিতে ভরা কোটাল হয়?

উত্তর : অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে


সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন গুলোর উত্তর দাও :


  • ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন?


  • সিজিগি কাকে বলে?


  • বানডাকা বলতে কী বোঝো?


  • ষাঁড়াষাঁড়ির বান কাকে বলে?


  • প্রত্যেকদিন জোয়ার ভাটা সমান প্রবল হয় না কেন?


সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক প্রশ্ন গুলোর উত্তর দাও :


  • মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার বলতে কী বোঝো?


  • কোন কোন স্থানে জোয়ার ভাটার সময়ের ব্যবধান ছয় ঘণ্টার বেশি হয় কেন?


  • অ্যাপোজি জোয়ার ও পেরিজি জোয়ার কাকে বলে?


  • ভরা কোটাল ও মরা কটাল এর তিনটি প্রধান পার্থক্য লেখ?


নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :


  • জোয়ার ভাটার সুফল ও কুফল গুলি উল্লেখ করো।


  • ভরা কোটাল ও মরা কটাল কিভাবে হয় চিত্র সহ বুঝিয়ে দাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close