LightBlog
Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - চতুর্থ অধ্যায় - বর্জ্য ব্যবস্থাপনা - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - চতুর্থ অধ্যায় - বর্জ্য ব্যবস্থাপনা - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

 মাধ্যমিক ভূগোল

চতুর্থ অধ্যায়

বর্জ্য ব্যবস্থাপনা




সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

  • একটি পরিবেশ মিত্র বর্জ্য হল -
চট
সিসা
প্লাস্টিক
কাচ
উত্তর : চট

  • হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমার কোন ধরনের বর্জ্যের উদাহরণ? -
গ্যাসীয় বর্জ্যের উদাহরণ
বিষাক্ত বর্জ্যের উদাহরণ
তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ
বিষহীন বর্জ্যের উদাহরণ
উত্তর : তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ

  • চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য বর্জ্য হলো -
পলিথিন ব্যাগ
পয়:প্রণালীর বর্জ্য
স্যালাইন বোতল
মিথেন
উত্তর : স্যালাইন বোতল

  • বায়ুতে উপস্থিত জিবানু বজ্রের জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে বলে -
ওভার ফিলিং
কম্পোস্টিং
ল্যান্ড ফিলিং
কম্পাউন্ডং
উত্তর : কম্পোস্টিং

  • বিভিন্ন ইলেকট্রনিক্স বস্তু জাতীয় বর্জ্যকে বলে -
টক্সিক ওয়েস্ট
ই-ওয়েস্ট
রেডিও একটিভ ওয়েস্ট
হাজারডোয়াস ওয়েস্ট
উত্তর : ই-ওয়েস্ট

উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

  • ল্যাবরেটরির এক্সরে মেশিন থেকে নির্গত ক্ষতিকর রশ্মি __________ দূষণ ঘটায়।
উত্তর : তেজস্ক্রিয়

  • 3R কথার পুরো অর্থ হলো Reduce, Recycle ও _________ ।
উত্তর : Reuse

  • _________ হল একটি বিশেষ পদ্ধতি যা বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
উত্তর : স্ক্রাবার

  • বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে বলে _________।
উত্তর : অ্যারোসল

  • দূষিত গ্যাস কনা দূষণমুক্ত করা হয় ________ স্ক্রাবার ব্যবহৃত করে।
উত্তর : আর্দ্র

নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখ :

  • কৃষিতে ব্যবহৃত কীটনাশক জলাভূমির জল দূষণ ঘটায় তাকে বলে ইউট্রিফিকেশন।
উত্তর : শু

  • বর্জ্য পৃথকীকরণ বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ পদ্ধতি।
উত্তর : শু

  • বর্জ্য বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
উত্তর : অ

  • 5 ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
উত্তর : শু

  • বাতাসে ভাসমান আণুবীক্ষণিক বিষাক্ত ধোঁয়া, ধূলিকণা ও লবণ কণাকে বলে SPM।
উত্তর : শু

দু এক কথায় উত্তর দাও :

  • দুটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ দাও।
উত্তর : স্যালাইন বোতল ও সিরিঞ্জ

  • কাগজ শিল্প থেকে কি বর্জ্য নির্গত হয়?
উত্তর : সেলুলোজ

  • জৈব ভঙ্গুর দুটি বর্জ্যের উদাহরণ দাও।
উত্তর : গৃহস্থলীর খাদ্য অবশেষ এবং শাকসবজি

  • মূলত তেজস্ক্রিয় বর্জ্য কোন শিল্প থেকে নির্গত হয়?
উত্তর : পারমাণবিক শিল্প থেকে

  • কয়লা দহনে সৃষ্ট শুষ্ক আণুবীক্ষণিক ভস্মকে কি বলে?
উত্তর : ফ্লাই অ্যাশ

নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :

  • বর্জ্য কাকে বলে?

  • তরল বর্জ্য কাকে বলে?

  • বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো?

  • বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে?

  • বৈদ্যুতিক বর্জ্য বা E - Waste কাকে বলে?

সংক্ষিপ্ত ব্যাখ্যা ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :

  • বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা গুলি উল্লেখ করো।

  • বর্জ্য ভরাটকরণ পদ্ধতি বলতে কী বোঝো?

  • গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কি কি?

  • বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়।

  • বর্জ্য প্রক্রিয়া করনের শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো।

  • জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর এর প্রধান তিনটি পার্থক্য লেখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close