LightBlog
Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - পঞ্চম অধ্যায় - ভারতঃ অবস্থান, প্রশাসনিক বিভাগ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - পঞ্চম অধ্যায় - ভারতঃ অবস্থান, প্রশাসনিক বিভাগ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

মাধ্যমিক ভূগোল

পঞ্চম অধ্যায়

ভারতঃ অবস্থান, প্রশাসনিক বিভাগ 

 


সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখ :-


  • আয়তনের পৃথিবীতে ভারতের স্থান কত?

(ক) দশম

(খ) অষ্টম

(গ) নবম

(ঘ) সপ্তম

উত্তর : (খ) অষ্টম


  • ১৯৫৬ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কিসের ভিত্তিতে হয়?

(ক) শিক্ষা

(খ) সীমানা

(গ) জাতি

(ঘ) ভাষা

উত্তর : (ঘ) ভাষা


  • মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে নতুন যে রাজ্যটি গঠিত হয়েছে তার নাম হলো -

(ক) তেলেঙ্গানা

(খ) ঝাড়খন্ড

(গ) উত্তরাখণ্ড

(ঘ) ছত্রিশগড়

উত্তর : (ঘ) ছত্রিশগড়


  • ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে?

(ক) দিল্লি

(খ) লিখনউ

(গ) এলাহাবাদ

(ঘ) আমেদাবাদ

উত্তর : (গ) এলাহাবাদ


  • ভারত ও পাকিস্তান সীমারেখা কি নামে পরিচিত?

(ক) র‍্যাডক্লিফ লাইন

(খ) ম্যাকমোহন লাইন

(গ) ডুরান্ড লাইন

(ঘ) কোনোটিই নয়

উত্তর : (ক) র‍্যাডক্লিফ লাইন


  • ভারতের কোন রাজ্য ক্ষেত্র মান বৃহত্তম?

(ক) মধ্যপ্রদেশ

(খ) গুজরাট

(গ) উত্তর প্রদেশ

(ঘ) রাজস্থান

উত্তর : (ঘ) রাজস্থান


উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :-


  • ভারতের ___________ রাজ্যের রাজধানী শীত ও গ্রীস্মে পরিবর্তত হয়।

উত্তর : জম্মু ও কাশ্মীর


  • গুজরাটের কচ্ছ কাথিয়াবাড়ের মধ্যে রয়েছে _________ উপসাগর।

উত্তর : কচ্ছ


  • ভারতের পূর্বতম ও পশ্চিমতম দ্রাঘিমার মধ্যে পার্থক্য হল _________।

উত্তর : ২৯°প্রায়


  • ভারতের সবচেয়ে ছোট জেলা হল ___________।

উত্তর : মুম্বাই সিটি


  • ভারতের সবচেয়ে বড় জেলা হল ___________।

উত্তর : কচ্ছ (গুজরাট)


  • রাজ্যের ক্ষেত্রফল অনুসারে ভারতের পশ্চিমবঙ্গের স্থান ________।

উত্তর : ১৩


নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো ঃ 


  • ভারতের মোট সাক্ষরতার হার হল ৭৪.০৪% ।

উত্তর : শু


  • ভারতবর্ষকে প্রকৃতপক্ষে এক 'উপমহাদেশে' বলা হয়।

উত্তর : শু


  • ভারতের সর্বাধিক সাক্ষরতা বিশিষ্ট রাজ্য হল কেরল।

উত্তর : শু


  • উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী হল দেরাদুন।

উত্তর : শু


  • বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা রয়েছে।

উত্তর : শু


দু-এক কথায় উত্তর দাও:-


  • ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি?

উত্তর : কন্যাকুমারিকা অন্তরীপ


  • SAARC-এর সদস্যসংখ্যা ক-টি?

উত্তর : ছয়টি


  • ভারতের কোন রাজ্য ক্ষেত্রফলের বৃহত্তম।

উত্তর : রাজস্থান হয়


  • ভারতের নবতম রাজ্য কোনটি?

উত্তর : লাদাক/জম্মু ও কাশ্মীর


  • ভারতের রাজ্যভাগে  কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়?

উত্তর : ভাষা


  • আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে কোন প্রণালী অবস্থিত?

উত্তর : ১০°চ্যানেল


নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখ :-


  • ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু এবং ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি ?


  • ভারতের সীমানা বর্ণনা করো।


  • ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখ।


  • ভারতের রাজ্যসমূহের পুনর্গঠন এর প্রধান ভিত্তি কি ছিল?


  • ভারতের দাক্ষিণাত্যকে উপদ্বীপ বলা হয় কেন ?


ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নোত্তর :-


  • ভারতকে 'বৈচিত্র্যময় দেশ' বলা হয় কেন ?


  • ভারতবর্ষকে উপমহাদেশ বলার কারণ কি ?


  • ভারতের রাজ্য পুনর্গঠনে ভাষার ভূমিকা লেখ।


রচনাধর্মী প্রশ্ন :-


  • ভারতের রাজ্য পুনর্গঠন এর মূল ভিত্তি কি ছিল ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close