LightBlog
Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - পঞ্চম অধ্যায় - ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Geography Suggestion 2022 WBBSE - মাধ্যমিক ভূগোল - পঞ্চম অধ্যায় - ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ - মাধ্যমিক দশম শ্রেনী ভূগোল সাজেশন ২০২২

 মাধ্যমিক ভূগোল

পঞ্চম অধ্যায়
ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ


সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

  • ভারতের উচ্চতম শৃঙ্গ হল -
(ক) গডউইন অস্টিন
(খ) নন্দাদেবী
(গ) মাউন্ট এভারেস্ট
(ঘ) কাঞ্চনজঙ্ঘা
উত্তর : (ক) গডউইন অস্টিন

  • কোন গিরিপথ লাদাখের রাজধানী লেহ-কে কাশ্মীরের সঙ্গে যুক্ত করেছে? -
(ক) জোজিলা
(খ) পিরপাঞ্জাল
(গ) বুলন্দপীর
(ঘ) জওহর
উত্তর : (ক) জোজিলা

  • হিমালয়ের পূর্ব সীমা কোথায় পর্যন্ত বিস্তৃত? -
(ক) নাঙ্গা পর্বত
(খ) কাঞ্চনজঙ্ঘা
(গ) শিবালিক পর্বত
(ঘ) নামচাবারোয়া
উত্তর : (ঘ) নামচাবারোয়া

  • উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি গঠিত অঞ্চলকে বলে -
(ক) ভাঙ্গার
(খ) ভাবর
(গ) খাদার
(ঘ) ভুর
উত্তর : (গ) খাদার

  • কোনটি পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ? -
(ক) সালহের
(খ) ভাভুলমালা
(গ) কুন্দ্রেমুখ
(ঘ) কলসুবাই
উত্তর : (খ) ভাভুলমালা

  • ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদের নাম কি? -
(ক) চিল্কা
(খ) কোলেরু
(গ) পুলিকট
(ঘ) ভেম্বানাদ
উত্তর : (খ) কোলেরু

  • শিবালিক হিমালয়ের অপর নাম হল -
(ক) ট্রান্স হিমালয়
(খ) সহ্যাদ্রি
(গ) অব হিমালয়
(ঘ) মলয়াদ্রি
উত্তর : (গ) অব হিমালয়

  • পৃথিবীর সর্বাধিক বৃষ্টি যুক্ত স্থান হল -
(ক) চেরাপুঞ্জি
(খ) শিলং
(গ) কোদাইকানাল
(ঘ) কুলু মানালি
উত্তর : (ক) চেরাপুঞ্জি

উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

  • ভারতের বৃহত্তম হিমবাহের অবস্থান হল __________ পর্বত।
উত্তর : কারাকোরাম

  • শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকা __________ নামে পরিচিত।
উত্তর : দুন

  • পশ্চিমবঙ্গে ভারত ও নেপালের সীমানায় রয়েছে __________ শৈলশিলা।
উত্তর : সিঙ্গালিলা

  • উচ্চ গঙ্গা সমভূমির বেশিরভাগ অংশ ___________ রাজ্যে অবস্থিত।
উত্তর : উত্তর প্রদেশ

  • উচ্চ গঙ্গা সমভূমির মৃত্তিকা গঠিত অঞ্চল কে বলে _________।
উত্তর : খাদার

  • নীলগিরি ও পশ্চিমঘাটের মধ্যে __________ ফাঁক রয়েছে।
উত্তর : পলঘাট

  • কচ্ছ উপদ্বীপের লবণাক্ত জলাভূমির নাম __________।
উত্তর : রণ

নিন্মলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ :

  • যোগ জলপ্রপাত হলো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত।
উত্তর : শু

  • উচ্চ গঙ্গা সমভূমির যেসব জায়গা প্রাচীন পলি দ্বারা গঠিত তাদের বলে ভাঙ্গার।
উত্তর : শু

  • মালাবার উপকূল হলো ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল।
উত্তর : অ

  • শিবালিক হিমালয়ের উত্তরাংশের উপত্যকা তাল নামে পরিচিত।
উত্তর : অ

  • শিবালিক হিমালয়ের সবচেয়ে বেশি হিমবাহ রয়েছে।
উত্তর : অ

বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও ঃ 

বাম স্তম্ভ
২.৪.১ সিন্ধু নদ
২.৪.২ নীলগিরি পর্বত
২.৪.৩ তেলেঙ্গানা মালভূমি
২.৪.৪ করমন্ডল উপকূল

ডান স্তম্ভ
(ক) দোদাবেতা
(খ) শতদ্রু নদী
(গ) পুলিকট হ্রদ
(ঘ) সাতনালা পাহাড়

উত্তর : ২.৪.১ সিন্ধু নদ - (খ) শতদ্রু নদী
২.৪.২ নীলগিরি পর্বত - (ক) দোদাবেতা
২.৪.৩ তেলেঙ্গানা মালভূমি - (ঘ) সাতনালা পাহাড়
২.৪.৪ করমন্ডল উপকূল - (গ) পুলিকট হ্রদ

দু এক কথায় উত্তর দাও :

  • লাদাখ পর্বতশ্রেণীর উত্তরে কোন পর্বতশ্রেণী অবস্থিত?
উত্তর : কারাকোরাম পর্বত

  • কোন মৃত্তিকা জাফরান চাষের জন্য উপযুক্ত?
উত্তর : কারেওয়া মৃত্তিকা

  • কুমায়ুন হিমালয়ে অবস্থিত হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে?
উত্তর : তাল

  • সিন্ধু সমভূমির উত্তরের ক্ষয়প্রাপ্ত অঞ্চলকে কি বলে?
উত্তর : খোশ

  • ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি?
উত্তর : আরাবল্লী পর্বত

  • পশ্চিমঘাট পর্বত অবস্থিত দুটি গিরিপথের নাম লেখ।
উত্তর : থলঘাট ও ভোরঘাট

  • দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর : আনাইমুদি

  • ভারতের মরুভূমি অঞ্চলে অবস্থিত সবচেয়ে বড় হ্রদ কোনটি?
উত্তর : সম্বর হ্রদ

  • কচ্ছ শব্দের অর্থ কি?
উত্তর : জলাময় দেশ

  • ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
উত্তর : গেরসোপ্পা জলপ্রপাত

  • ভারতের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তর : লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ

  • কোন অঞ্চল ভারতের খনিজ ভান্ডার নামে পরিচিত?
উত্তর : ছোটনাগপুর

সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :

  • দুন উপত্যকা কাকে বলে?

  • তাল কি উদাহরণসহ লেখ।

  • রণ বা রাণ বলতে কী বোঝো?

  • মরুস্থলি কথার অর্থ কি? এই প্রকার নামকরণের কারণ কি?

  • কর্ণাটক মালভূমির দুটি ভূ-প্রাকৃতিক অংশের নাম লেখ।

সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক প্রশ্নগুলির উত্তর দাও :

  • মেঘালয় মালভূমি বলতে কী বোঝো?

  • ডেকান ট্রাপ সম্পর্কে যা জানো লেখ।

  • ভাঙ্গার ও খাদারের মধ্যে পার্থক্য লেখ।

  • পশ্চিমঘাট পর্বত ও পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখ।

  • পশ্চিম উপকূলের সমভূমি ও পূর্ব উপকূলের সমভূমির মধ্যে প্রধান তিনটি পার্থক্য লেখ।

নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :

  • পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত বর্ণনা দাও।

  • পূর্ব হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত বর্ণনা দাও।

  • ভারতের পশ্চিম উপকূলের সমভূমির পরিচয় দাও।

  • সংক্ষেপে গাঙ্গেয় সমভূমির বৈশিষ্ট্য গুলি বর্ণনা করো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close